![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।
আজন্ম এক ইউটোপিয়ান স্বপ্নের ঘর গড়ে চলি আমরা,
অথচ স্বপ্নভঙ্গের পর সত্য উন্মোচন হয়ে গেলেই টের পাই
ইউটোপিয়ান স্বপ্নেরা এক একটি নিদারুন ডিসটোপিয়া।
স্বপ্নেরা তাই স্বপ্নদোষেরই নামান্তর,
ভালোমানুষি আসলে সুবিধাবাদেরই অন্যরূপ।
আর এদিকে বয়ে চলে আমাদের শম্বুক জীবনগাড়ি,
এনার্কিজমই যার একেশ্বরবাদ হয়ে উঠে,
পানি মিশানো নীতি, ইউরিয়া মেশানো মস্তিষ্ক সেই এনার্কিজমেরই একান্ত অনুসারী।
এভাবে আমরা জীবনকে শালা বাঞ্চোত গালি দিতেই পারি,
প্রশাসনের নানান অনিয়ম নিয়ে স্লোগানে মাতাই শহর,
জনরোষের মাঝে থাকা জনৈক একনায়ককে গালি দিয়ে
করে ফেলতে পারি দেশোদ্ধার,
প্ল্যাকার্ড হাতে নিয়ে, সেমিনার , সিম্পোজিয়াম করে করে,
জনসচেতনাই সকল সমস্যার সমাধান একরকম স্লোগান দিয়ে দিয়ে
কমিয়ে আনতে পারো বৈষ্ণিক উষ্ণায়ন,
অথচ সকলেই ভুলে যাই, বারবার ভুলের সাগরে ডুবে ডুবে
আমরা বারংবার ভুলে যাই আমরা সকলেই এক এক একজন
ভয়ানক ডিসটোপিয়া!
05-09-19
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৬
রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৭
রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯
নেওয়াজ আলি বলেছেন: দারুণ ,বেশ মনে লাগলো ।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৭
রেজাউল করিম সাগর বলেছেন: মনে লাগলো জেনে আনন্দিত। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৫
অধীতি বলেছেন: চিন্তার বিষয়টা কবিতার হাত ধরে উঠে এসেছে।শুভ কামনা।