![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।
নদীর নরম জল মাছের দেহ নিয়ে খেলা করে,
হাজারো তরুণীর কাছে পুরুষের হৃদয় এক দারুণ ক্রীড়াসামগ্রি,
নদী ও নারী সমার্থক, তেমনি সত্য নারীর ক্রীঢ়নকসমাজ,
পুরুষের কাম তাকে নারীর কাছে করেছে আজন্ম ঋণী,
একে অপরের প্রগাঢ় প্রেমের কাছে সে ঋণ কিছু নয়,
তবুও কোন কোন নারী যেন এক ভেনিসের শায়লক,
রক্ত না ঝরিয়েই যারা কেটে নিতে জানে হৃদয়, সুদ দাবি করে,
জমিনে আদম মানব মানবীর কাছে ঋণী হয়ে যে ধারা শুরু করেছেন,
আদম থেকে এই অভাজন পর্যন্ত সকলেই সে দেনার দায়ে ন্যুজপীঠ,
আর স্বর্গের অপ্সরা প্রায়শই মাটির পৃথিবীর ভুলে ভরা নারীদের কাছে হেরে যায়!
এইসব আকাশ-পাতাল ভাবতে ভাবতেই আকাশে তাকিয়ে দেখি,
মেঘেদের শরীরজুড়ে আঁকা আছে এক দারুণ প্রশ্নবোধক '?'
যার উত্তর জানা নেই ঈশ্বরেরও, তিনিও এখানে পরাজিত
কৌরবের দলে নাম লেখান; কখনোবা যুধিষ্টিরের মত মিথ্যাবাদী।
17-9-19
শহীদুলাহ্ হল , ঢাবি
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২
রেজাউল করিম সাগর বলেছেন: কবিতাটা ভালো লেগেছে জেনে ভাল লাগলো ভাই।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪
নেওয়াজ আলি বলেছেন: দারুণ এক অনুভুতি ,বেশ মনে লাগলো ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১২
রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: আজ ব্লগে অনেক গুলো কবিতা এসেছে।
আপনার কবিতাটা সবচেয়ে ভালো লাগলো।