![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।
লক্ষ ফাগুন আমি অবিচল রয়েছি প্রতীক্ষায় - শুধু তোমার ।
যেমনি বন্ধ্যা-বৃক্ষ ফুল প্রত্যাশায় থেকে থেকে ,
কোটি বসন্ত পেরিয়ে যায় ।
বৃক্ষের সাধনা ব্যর্থ নয় ।
অথচ এই আমি নিরন্তর ব্যর্থতায়
হয়ে যাই পলাতক তুফান ।
প্রচন্ড আক্রোশে নিসর্গে করি ভাঙচুর ।
.
বসন্তের প্রতিটি মুহূর্ত
শুধু একটি ফুল প্রত্যাশায় -জল নয় ,
আমার শিরা থেকে ঢেলে যাই উষ্ণ রক্ত ।
শুধু চাই সহস্র ফুল এই হৃদ-বৃক্ষের পত্রপল্লবের আড়ালে ।
তবু ফুলের দেখা নেই ,
হৃদ-বৃক্ষ হয়ে যায় মূর্তিমান কঙ্কাল ।
.
ফুল না ফুটুক , কেউ না আসুক ,
তাতে কি আসে যায় !
আমি কাটা থেকে খুঁজে নিতে জানি
ফুলের সুবাস ,
আর নিসর্গ থেকে নিরন্তর ভালোবাসা ।
তাই নিসর্গকেই ভালোবেসেছি ,
নিসর্গেই খুঁজে পাই সুললিত সুন্দর ।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩০
রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: আবারও পড়লাম।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৮
নেওয়াজ আলি বলেছেন: শ্রুতিমধুর লেখা।