নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

" মৃত্যুদ্বীপে একদল আগন্তুক "

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৪




বন্ধুরা , মৃত্যুদ্বীপে এই অন্ত্যেষ্টিক্রিয়ায় আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ।

আর হ্যাঁ , প্রথমেই বলে নেই এই আমি সেই লোক , যার অন্ত্যেষ্টিতে তোমরা এসেছো ।

আমি এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম ।
কেন জানিনা মৃত মানুষকে অন্য সবাই সেচ্ছায় কিংবা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেখতে গেলেও , আমি যেতাম না - আর গেলেও সেটা নিতান্ত অনিচ্ছায় ।

অন্ত্যেষ্টিতে এসে সবাই মৃতের প্রশংসায় পঞ্চমুখ হয় , কেউ বা আবার অতিরঞ্জিত কথাও বলে ফেলে ।

তখন মৃত লোকটার অনুভূতি কেমন হয় ?

তখন কেউ কি তার সাথে শত্রুতা পুষে রাখেনা ? ( হয়তোবা ! )

মৃতরা কি শত্রুহীন ? ( তবে মরতে চাই । )

মরে গেলে চারপাশ দেখতে কেমন লাগে ? ( অদ্ভুত নিরব - শান্ত নিশ্চই ! )

সবাই আমার সম্পর্কে কি ভাববে ? ( নাকি আমাকে চিনবেই না ! )

কেউ কি আমার জন্য কাঁদবে ? ( চাইনা কেউ কাঁদুক !)

নাকি আমার মৃত্যুতে হবে আনন্দউৎসব ? ( চাইনা হোক !)

প্রশ্নগুলোর উত্তর পাইনি এতদিন ।

ভাবতে ভাবতে মাথার চুল ছিড়ে ফেলেও উত্তর পাইনি ! তখন বুঝেছি মৃত্যু বুঝতে মৃত্যুই একমাত্র পথ - আমায় মরতে হবে ।

আর আজ দেখুননা আমি এই সব প্রশ্নেরই উত্তর জানি !

একজন প্রশ্ন করতে চেয়ে হাত তুললো ।

আমি - হ্যাঁ বলুন ।

জনৈক আগন্তুক - এই প্রশ্নগুলোর উত্তর কি আমাদের বলবেন ?

আমি - বলবোনা ।

তারপর ওরা আমাকে গুলি করে হত্যা করলো ।

আমার কপাল ফুড়ে বেড়িয়ে গেছে গুলিটা , কপালের মাঝ বরাবর একটা গোল গর্ত করে দিয়ে !

টেবিলে একটা ধুলোজমা আয়না পড়েছিল , ওটা আমি দাড়ি কাটতে ব্যবহার করতাম ।

আয়নাটা আমায় অতন্দ্রিলা দিয়ে বলেছিল , " তুমি এই আয়নার দিকে তাকিয়ে দৈনিক ১ ঘণ্টা অন্তত নিজেকে খুব ভালোভাবে দেখবে , নিজের জীবনকে ভালোবাসতে শেখো । তাহলে তোমার মনে মৃত্যুচিন্তা আসবেনা । "

এর পরদিনই অতন্দ্রিলাকে খুন করি ।


জীবনের প্রতি আমার কোনই মোহ ছিলনা ।

সে আয়নাটা দিয়ে ওরা আমায় গর্তটা দেখালো - কি সুন্দর এক রক্ত তিলক আমার কপালে !

মৃত্যু এতো সুন্দর হয় ! মুগ্ধ বিস্ময় নিয়ে দেখতে দেখতেই আমার মৃত্যু হল ।

- মৃত্যুর সময় কেমন লাগে ?

- বলবোনা ।

- ওরা তোমায় কেন হত্যা করলো ?

- বলবোনা ।


আবারো গুলি এসে ঝাঝরা করে দিলো আমার বুক । ( হৃদয়ে লাগেনি , আমার হৃদয় ছিলোনা ।)

এভাবে মৃত্যুর মোহে , জীবনের প্রতি অবহেলা নিয়ে মরতে মরতে আজ আমি এই আপনাদের সামনে এসে দাড়িয়েছি; আমার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে এক মৃত্যুদ্বীপের বাসিন্দার আত্মকাহিনী শোনানোর জন্য ।

আপনাদের এই মৃত্যুদ্বীপে স্বাগতম ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫১

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: পোষ্ট কেমন হলো?
বলব না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৯

রেজাউল করিম সাগর বলেছেন: আচ্ছা, তাই সই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.