![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।
একদিন জোছনা বেচা টাকায় তোমার আমার স্বপ্নের ঘরবাড়ি হইবো,
বাড়িটা সুন্দর করে সাজায়ে গোছায়ে রাখবো,
আউলাঝাউলা করে রাখবো,
যা মন চায় তাই কইরা রাখবো।
তুমি নাক্ষত্রিক শাড়ি পইড়া আমার সামনে দাঁড়ায় কইবা,
' আমারে কেমন লাগতাছে কও তো?'
আমি তখন ঘোর লাগা চোখ নিয়া তোমারে খালি দেখমু,
আর ভাবতে থাকমু, এই জোছনাকুমারীরে কি আমি চিনি?
কোন কথা কমুনা, আর তুমি রাগে দুক্ষে ফুলবা!
.
আমি সকাল বিকাল জোছনা বেচতে যাইমু,
লাল জোছনা, হলুদ জোছনা, শাদা শাদা হুরি জোছনা।
তুমি জোছনার ছালন রানবা, আর-
আর আমার আশায় বইয়া থাকবা, বইয়া থাকতে থাকতে বিরক্ত হইয়া যাইবা, আমি আসুমনা,
আমি আসলে পরে রাগারাগি করবা, গাল ফুলায় বইসা থাকবা,
আমি কাজের ব্যস্ততা দেখায় নিজেরে ডিফেন্ড করমু,
তুমি কাণ্ডজ্ঞান নিয়া আমারে লেকচার দিবা,
আমি তোমারে ধৈর্য ধরতে লেকচার দিমু,
কষ্টে তোমার চোখ দিয়া জল গড়াইবো,
আর কষ্টের সমুদ্রে জল বাইরা যাইতে থাকবো,
আমার মনের মরুভূমিতে সুখবৃক্ষ কইমা যাইতে থাকবো।
আমি তোমারে আদর কইরা স্যরি বলমু,
শেষে তোমার লাগি আনা সস্তা, রঙিন
জোছনার আরক মাখা হাওয়াই মিঠাই দিমু হাতে তুইলা!
আর তুমি কষ্ট ভুইলা গিয়া আমারে মাফ কইরা দিবা,
দুইজনে একসাথে বইসা জোছনা মাখায় মাখায় ভাত খামু,
শাদা শাদা ভাতের সাথে রঙবেরঙের জোছনার ছালন খাইয়া আমরা দুইজনে
জোছনার বিছনায় শুইতে যামু,
আর না ঘুমায়া দুইজনে মিইল্যা সারারাইত জাল দিয়া জোছনা ধরমু!
২১-০৪-২০২০
হবিগঞ্জ
১৬ ই মে, ২০২০ রাত ৯:২০
রেজাউল করিম সাগর বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২| ১৬ ই মে, ২০২০ রাত ২:০৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
সুনীলের একটা বই আছে জোছনা কুমারী নামে।
১৬ ই মে, ২০২০ রাত ৯:২০
রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই। পড়েছি বইটা। বেশ ভালো লেগেছিলো।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০২০ রাত ২:০০
নেওয়াজ আলি বলেছেন: বেশ ভাল লাগলো