নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

কাজীদার প্রতি প্রণতি

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৩



( বিদ্রোহী পাগল প্রেমিক কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে আমার সামান্য প্রণতি। বাংলা কবিতা ভালো না লাগার সময়ে তার কবিতাগুলো ছিলো অক্সিজেন। কৈশোরের বিমুগ্ধ শ্রদ্ধমিশ্রিত স্মৃতি যাকে নিয়ে তার প্রতি অতিরিক্ত টান কাজ করে। )


তুমি দ্রোহের আকাশে নবযুগ রবি,
প্রেমে ও বিরহে ব্যাথাতুর কবি ।

তব বঞ্চিত বুকে সঞ্চিত ব্যাথা ,
দুঃখী মানবের অকথিত কথা ,
মিলে মিশে হল দ্রোহ!

তব অগ্নিবীণার নিপুণ ছন্দে,
সন্ধ্যা ও ঝড়ের তুমুল দ্বন্দ্বে ,
টলোমলো মনগ্রহ ।

আঘাতে জাগালে স্থবির জীবন ,
বেঁচে বেঁচে মরা করোনি বরণ,
মৃত্যুতে আনো ত্রাণ ।
বিষের বাশির বিষধর সুরে ,
সঞ্চিতার সারা পটভূমি জুড়ে ,
গেয়েছো , জীবনের স্তবগান ।

বাগিচায় একা বুলবুলি ডাকে ,
কার হারা সুর তার সুরে জাগে ,

বাতায়ন পাশে আজো জেগে আছে
গুবাক তরুর সারি ,
দোলনচাপা , কেতকী , কদম,
ব্যাথায় পড়েছে ঝরি ।

বনের পাখিরা কেঁদে কেঁদে গায় ,
কলহাস্যের সভা ছেড়ে কেন ,
চলে গেলে মৌনসভায় ।

মৌন হয়ে দিয়েছিলে তুমি ,
সবার কণ্ঠে ভাষা ,
তারো আগে তুমি , গান কবিতায়
হৃদয়ে জাগালে আশা ।

অসি হাতে সেনা ভীমরণভূমে ,
মসি হাতে হলে দ্রোহী ,
একতারা হাতে সন্যাসী তুমি ,
প্রেম - পরিণয়ে গৃহী ।

তুমি বলেছিলে ' উন্নত শির ',
শির হিমালয় ছুঁলো তাই ,
তুমি বলেছো সবাই সমান
তাই সামগান গেয়ে যাই ।

যুগে যুগে পুনঃবিপ্লব হেতু
তুমি এসো এ বঙ্গভূমে ।
জীবনশিল্পের শিল্পাঙ্গনে এসো
দ্রোহ , বিরহ ও প্রেমে ।

দ্রোহ ,প্রেম ও সাম্য গগনে ,
তুমি উজ্জ্বল ধ্রুবতারা ।
বাংলা সাহিত্য অপূর্ণ রবে ,
তোমার সৃষ্টি ছাড়া ।

১১ ই জ্যৈষ্ঠ ১৪২২ বাংলা
২৫/০৫/১৫ ইং
শহীদুল্লাহ্‌ হল, ঢাবি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২০ রাত ৯:৩৮

নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধা এবং ভালোবাসা কবির প্রতি

২| ২৬ শে মে, ২০২০ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.