নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

ঊনমানুষ

২৮ শে মে, ২০২০ রাত ১:৪২



অনুভূতির ধারালো ছুরিটা মরচে পরে ভোতা হয়ে গেছে, জমে গেছে,
জমে বরফ হয়ে গেছে বুকের মাঝে জমানো একমাত্র কান্নার সমুদ্রটা,
নিতান্ত ঊনমানুষ বলে নিজের কাছেই নিজে বড় বেশি বিব্রত হই আজকাল,
কী দরকার ছিলো এই পৃথিবীর বুকে হেটেচলে বেড়ানোর, হাসার, কাদার, কষ্ট পাবার?
কি দরকারটা ছিলো!
নিতান্ত ঊনমানুষ বলে বড় বেশিই বিব্রত হই আজকাল, বড় বেশিই বিব্রত,
কী দরকার ছিলো কারো মায়ায় জড়াবার, মায়ার বাধন যে শক্ত বেশি!
আমার মত উদাসীন ঊনমানুষের সে শক্ত বাধন গায়ে কেটে বসতেই পারে!
কি দরকার ছিলো এ বৃথা মানব জন্মের!
গাছ হলেই ভালো হত বোধ করি, গাছের মত ধ্যানী কিন্তু যদি পাখির হৈচৈ ভালোই লাগে!
অবসন্ন, অলস অনুভূতিরাই যদি আমার মগজ জুড়ে থাকবে তবে মানুষ হয়ে,
মানুষের মত এ পৃথিবীর বিরাট জঞ্জালের মত একখানা বিরাট মস্তিষ্কের বোঝা
মাথায় চাপিয়ে ছুটে চলছি কেন এই জীবনের ক্লান্তিকর পথে!
এরকম নিতান্ত অলস মানুষ হিসেবে এ বোঝা ফেলে মৃত্যুর মুক্তিপণ যোগানোই কি পরম আরাধ্য নয়!
পৃথিবীর বিশাল পিঠের উপর ঘাসের বুকে জমা একফোটা স্ফটিক্স্বচ্ছ শিশিরেরও আমার চেয়ে
ঢের বেশি স্বার্থকতা এই জগতের কাছে।
আমার হৃদয় তবে কেন এন্টার্কটিকার বরফের মত কঠিন - শীতল!
অথচ ঢের বেশি জীবনের ঐকতান বাজে জরাজীর্ণ বৃদ্ধের অবয়বজুড়ে,
মগজে শব্দের কারফিউ আর হৃদয়ের ধুলোজমা বাড়িতে নির্বাক শ্মশান স্তব্ধতা!
তাতে দমবন্ধ হয়ে যায় মন ও মননের,
শৈল্পিক খেলাঘর;
অবাধ্য অসুখের যেথা অবাধ বিচরণক্ষেত্র!
হায়, অচ্ছুৎ ঊনমানুষ না হয়ে যদি মানুষ হতে পারতাম!
১৮ এপ্রিল, ২০২০
হবিগঞ্জ

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২০ রাত ২:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর আবেগ। আবেগ থেকে কবিতা।

২৮ শে মে, ২০২০ বিকাল ৩:৩৫

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে মে, ২০২০ ভোর ৪:৩৫

নেওয়াজ আলি বলেছেন: বেশী ভালো না

২৮ শে মে, ২০২০ বিকাল ৩:৩৬

রেজাউল করিম সাগর বলেছেন: ্মতামত জানানোর জন্য ধন্যবাদ। ভালো করার চেষ্টা থাকবে।

৩| ২৮ শে মে, ২০২০ দুপুর ১২:৪৪

আহমেদ রুহুল আমিন বলেছেন: ঊনমানূষ...। বেশ ভালো লাগলো ।

২৮ শে মে, ২০২০ বিকাল ৩:৩৬

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.