নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

সময়ের পত্রাবলী

০২ রা জুন, ২০২০ রাত ৩:০৮



হে বহতা সময়,
জীবনের পথে যত ক্লেদ, গ্লানি, নিশ্চুপ
মরে যাওয়া আছে, তারচেয়েও ভালোবাসা বেশি;
এই আপাত ভুল কথা জেনে যদি কেটে যায় অর্ধেক জীবন,
তাতে ক্ষতি কার?
সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র কণা জমিয়ে জমিয়ে
জীবনের ঋণটুকু শোধ করে যদি আচমকা নিভে যেতে পারি,
ফুরিয়ে যাওয়া মোমবাতি কিংবা আধপোড়া সিগারেটের মত: অথচ সে তত্ত্ব তালাশ বন্ধ থাক।
.
শকুনের মত লুলোপ চোখে জীবনের অত্যাশ্চর্য সম্ভাবনার দিকে না চেয়ে,
শীর্ণ বৃদ্ধের মত নির্লিপ্ত থাকা যদি সম্ভবপর হয়, তবে তাই হোক,
এছাড়া সাহারার তপ্ত বালুতে মধ্যাহ্নে শুয়ে থাকা যদি নিয়তি হয়, তবে
কুরুক্ষেত্রের প্রান্তরে কিংবা কারবালায় শরবিদ্ধ হতে হতে স্বেচ্ছাকৃত গোর খুড়ে যাওয়াই তো ঠিক!
.
জীর্ণশীর্ণ শরীরে পাথর গিলে হজম করে, আগ্নেয়গিরির গলিত লাভা বুকে চাপা দিয়ে
নিতান্ত স্বাভাবিক হাস্যমুখি সুখি মানুষটি হয়ে থাকা যদি নিয়তি না হয়,
তবে দোটানায় হৃদয়ের সব প্রকোষ্ঠ শাখের করাতে কেটে ফালি ফালি হোক!
জমাট স্তব্ধতা চেপে বসুক হৃদয়ে,
স্নায়ুযুদ্ধের ধীরস্থির উত্তেজনাও পানসে মনে হোক,
বিশ্ব উচ্ছন্নে যাক, মানবতার ঘোড়েল বান্দারা মরুক,
বসতি পুড়িয়ে সেখানে ফাইভস্টার লঙ্গরখানা উঠুক, তাতে কিইইবা যায় আর আসে!
.
স্বভাবত মুক্তকচ্ছ রমনী যদি দেবীই হবে,
তবে তাকে পূজা দেয়া পুরুষ, পুজারী নয়, ভাড়!
প্রেম আর সুন্দর বলে যদি কিছু থাকে, তাকে নির্বাসনদণ্ড দিয়ে,
কিংবা কারাবাসে আছড়ে ফেলে,
হিংস্র স্বাপদের সাথে জীবনের দেয়ানেয়া ফেলে রেখে,
হতাশার জীবন কাটুক নিতান্ত বেহিসেবী হঠকারী চলনে।
.
আমি তবু কষ্টের সাতকাহন লুকিয়ে রেখে নির্লিপ্তির সাতখন্ড রামায়ণ নিয়ে বসি,
তাতে যদি সুখে থাকা সহজ হয় খানিকটাও, তবে তাই সই!
নাট্যশালা নামের জীবনে যদি কোন হতাশা নামক নৃত্যনাট্য থাকে সেটাই সেরা হবে জেনে,
শিল্পবোধ আর সৌন্দর্যবোধের শেষকৃত্য করি আমি
এই নবীন শতাব্দীর গাঢ়, স্যাঁতসেঁতে, ঈষদোষ্ণ অন্ধকার গায়ে জড়িয়ে।
এভাবেই বারে বারে মরে মরে বেচে থাকা চলে,
এভাবেই বার বার বেচে বেচে মরে যাওয়া চাই!
২০-০৫-২০২০
ঢাকা

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২০ ভোর ৫:০২

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

০২ রা জুন, ২০২০ সকাল ১০:৪৬

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা জুন, ২০২০ সকাল ৯:৫২

আমি সাজিদ বলেছেন: সালভাদর দালি এই ছবিতে কি বুঝাতে চেয়েছে বলে মনে হয় আপনার?

০২ রা জুন, ২০২০ সকাল ১০:৪৬

রেজাউল করিম সাগর বলেছেন: গতিশীল সময়, সম্ভবত।

৩| ০২ রা জুন, ২০২০ সকাল ৯:৫৫

আমি সাজিদ বলেছেন: প্রথম কমেন্টের পর কবিতাটা পড়লাম। সুন্দর। বেশ সুন্দর।

০২ রা জুন, ২০২০ সকাল ১০:৪৭

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ০২ রা জুন, ২০২০ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০২ রা জুন, ২০২০ সকাল ১০:৪৭

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ

৫| ০২ রা জুন, ২০২০ দুপুর ১:০৫

Sujon Mahmud বলেছেন: নান্দনিক সৃষ্টি

০৬ ই জুন, ২০২০ রাত ২:১৬

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.