![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।
ক্রমশ জ্বলে-পুড়ে ছাই হয়ে যাই,
কেউ ক্রোধের স্তুপ জ্বালায়,
কারো মনে বিষাদবৃক্ষ শেকড় ছড়াতে শুরু করলেই
ওরা আমাদের কাছে এসে সেগুলো ভস্ম করে দিতে চায়,
হৃদয়ে সুখের বান এলে তবু আমাদের ডাক আসে,
একবার,দুইবার,বারবার করে পুড়ে চলি অসংখ্যবার,
কখনও সাথে থাকে স্বপ্ন, ক্রোধ, আনন্দ, হতাশা কখনোবা বিষাদের
অবাধ্য ডালপালা।
।
এই যান্ত্রিক শহরে তাই আমাদের মূল্য
একটি ফুলের চেয়ে বেশি,
একসহস্র স্বপ্নের সমতুল্য,
বিষাদ জঙ্গলের চেয়ে কম নয়,
ব্রেসিয়ার চাপা সুঢৌল প্রেমের সাথে চলে আমাদের
তুমুল প্রতিদ্বন্দ্বিতা!
অথচ দিনশেষে শহুরে ক্লান্তির কুলখানিতে আমরা এক ও অদ্বতীয়, বাকিসব অস্পৃশ্য;
জনৈক প্রেমিকের ভাষ্যমতে প্রেমিকার স্পর্শের চেয়ে সেরা নয় কিছু,
আর আমরা বলি আমাদের কাছে এসে পাওয়া যায়
করোটির ভেতর দুষ্প্রাপ্য মুক্তার খোঁজ।
সব গতিশীল জীবাশ্মের ভেতরে আমরা -
সব স্বপ্নের সতীন।
আমাদের কাছে যে প্রশান্তির ছোঁয়া আছে
তাকে অবজ্ঞা করতে পারো,
বলতে পারো স্রেফ মরীচিকা,
এই উন্মাদ শহর ঠিকই আমাদের পায়ে
ফিরে ফিরে এসে লুটাবেই।
।
অথচ কিছু অসভ্য,খারাপ,দূর্নীতিবাজ মানুষকে দেখি,
আমাদের জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করার বদলে,নিজেরাই ভস্ম হতে থাকে,
ক্লান্তির বীভৎস আগুনে পুড়ে পুড়ে ক্রমশ
নিজেদের ছায়া হয়ে যায়,
এদের জন্য করুণা হয়না,হয় ঘৃণা।
এদের বাতিল করে দিলে,সামরিক আইন করে নিষিদ্ধ করে দিলে আমরাই থাকি,
একাকী রাজত্বে,
আমরা এ যন্ত্রনগরীর একচ্ছত্র রাজা।
মানুষের-মানুষীর হাতে হাতে ঘুরি মাথায় সৌরবলয়ের মত উজ্জ্বল গনগনে
অগ্নিগিরি নিয়ে,পুত্রপৌত্রাদিক্রমে।
আমরাই দিয়ে চলি প্রতিটি অর্থবছরে সিংহভাগ ট্যাক্স,ভ্যাট
মানুষ আমাদের নাম দিয়েছে তাই মহামতি সিগারেট!
২১-১১-১৭
০৬ ই জুন, ২০২০ রাত ৮:৪২
রেজাউল করিম সাগর বলেছেন: সিগারেটের জবানবন্দী নিয়ে কবিতা।
২| ০৬ ই জুন, ২০২০ ভোর ৫:০৬
সেলিম আনোয়ার বলেছেন: অনেকে প্রেমিকা ছেড়ে দিতে পারে কিন্তু সিগারেট নয়। অনেক প্রেমে ছেকা গিয়ে সিগারেট খাওয়া শুরু করে। এটা যে কোন মস্তিষ্ক থেকে উদ্ভুত। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
০৬ ই জুন, ২০২০ রাত ৮:৪৩
রেজাউল করিম সাগর বলেছেন: এখানে কী সাইকোলজি কাজ করে কে জানে! ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
৩| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো কবিতাখানি।
০৬ ই জুন, ২০২০ রাত ৮:৪৩
রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০২০ ভোর ৪:৫৬
নেওয়াজ আলি বলেছেন: সিগারেটের ছবি দিয়ে কবিতা ?