নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

আজন্ম কারাদন্ড ও মুক্তির গান

০৬ ই জুন, ২০২০ রাত ৮:২১



মহান দার্শনিক সক্রেটিস নিষ্ঠুর রাষ্ট্রপ্রধানের প্রেরিত হেমলক
পান করেছিলেন সুপেয় অমৃতের মত,
তেমনি তোমার দেয়া আজন্ম কারাদন্ডকে আমার পরম মুক্তি বলে মানছি।
সক্রেটিসের মধ্যে যেমন ছিলোনা কোন ক্ষোভ -
শুধু ছিলো অনন্ত প্রশান্তি ,
সত্যের-জ্ঞানের-প্রাজ্ঞতার আর মূর্খের সামনে নতজানু না হবার।
আমার মধ্যেও নেই কোন হতাশা কিংবা ক্ষোভ।
শুধু ভালোবাসার অনন্ত-অসীম সমুদ্রের তল খুঁজছি,
আর ক্রমাগত মুগ্ধ হচ্ছি।

তোমার বিস্ফোরণপ্রবন হাসিতে হঠাৎ বিস্ফোরিত হই,
তুমি যখন আলতো ছুঁয়ে দাও , আমার সমস্ত অস্তিত্ব হয় লীন,
তোমার ঝমঝম কান্নার শব্দে কাচের মত ভেঙে পরি।
যদি চুমু খেতে আমার ঠোঁটে নামিয়ে আনো ঠোঁট -
তবে ফ্রস্টবাইটে আক্রান্ত অভিযাত্রীর মত জমে যাই।
তবুও আমি চাই তুমি আমার পাশেই থাকো,
হাসো, কাঁদো, আলতো করে হঠাৎ ছুঁয়ে দাও,
চুমু খেতে আমার ঠোঁটে নামিয়ে আনো ঠোঁট।

তোমার জন্য তেলাপোকার মত জীবন্ত জীবাশ্ম হয়ে
টিকে রইবো আরো লক্ষাধীক বছর।
তুমি চাইলে ম্যামথের মত লুপ্ত করবো অসীম জগতে এআমার অসীম অস্তিত্ব।

১৪-১০- ১৫ইং
শহীদুল্লাহ্‌ হল

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৮ ই জুন, ২০২০ রাত ১২:৫১

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০৬ ই জুন, ২০২০ রাত ১১:৫২

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।

০৮ ই জুন, ২০২০ রাত ১২:৫১

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.