নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

খালি আফসোস লাগে বুঝলা!

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:১৭



ম্যারি মাগদালিনের মতই আড়ালে বইসা থাকো তুমি
বিস্মৃতির অতলে হারায় যাও,
অথচ ইতিহাসের পাতার চেয়েও ভঙ্গুর হৃদয়ের পাতায় চিহ্ন রাইখা যাও,
বারে বারে হৃদয়ের জানলা দিয়া উঁকিঝুঁকি মারো, হাসো,
ইশারায় ডাকো অতীতের মোহন ফাদে।
আফসোস লাগে বুঝলা! আফসোস!
কারণ আমি আর আগের সেই এমেচার মরুচারী না যে-
মরিচীকারে পানি ভাইবা আহ্লাদে দৌড়ামু,
বা আলেয়ার আলোর পিছে বরবাদ করমু সব উদ্যম!
.
আমি আজকাল অনেক সতর্ক,
সজাগ, অনেক অভিজ্ঞ হয়া গেছি,
হাসিতে ভুলিনা, স্মৃতিকাতর হয়া হৃদয় মোচড়ানো থিকা
বিড়ি ফুকি বেশি, বিড়ি ফুকা থিকা তোমারে মাটিচাপা দেই আরো বেশি,
আরও অনেক বেশি!
.
আফসোস লাগে তুমি তো বুঝবানা, আফসোস লাগে খালি।
বুঝলে আফসোস এর কারণ থাকতোনা,
বিকাল কিংবা রইদের মাঝে আমার দুইটাই ঘেন্না লাগে কেন কইতে পারো?
ফেসবুকের লাল-নীল দুইন্নাইটারে এমন পরাবাস্তব লাগার কোন কারণ নাই যদিও,
তাও লাগে। ক্যান লাগে কইতে পারো?
চোখের আড়াল হইয়াও
মনের বাক্সে বাক্সে বন্দী হইয়াও
মাটিচাপা পইরা গলিত লাশ হইয়াও
ম্যারি মাগদালীন বারে বারে আসে, বনলতা আসে,
সুরঞ্জনারা আসে আর যায়,
অপর্ণা নাই, নাই সুচেতনা
সবাই সবার মতই নিজ নিজ পথে হাটে, ক্লান্ত হয়, ফালায় চইলা যায়,
আর অদ্বিতীয়ারা পাশে থাকে,
অদ্বিতীয়ারাই উকি মারে,
এভাবেই বারবার বিস্মৃতির অতলে হারায়।
ক্যান হারায় কইতে পারো?
২১-১১-২০২০
ঢাকা

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: একদম বাস্তব কবিতা।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:১২

রেজাউল করিম সাগর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

২| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:১৭

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ, সুন্দর লিখেছেন।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:০৩

রেজাউল করিম সাগর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

৩| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩৪

নেওয়াজ আলি বলেছেন: সার্থক লেখা

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.