![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।
( *ছবির দেশে কবিতার দেশে পড়ে থাকলে মার্গারিটের পছন্দের ফ্রেঞ্চ কবি গিয়ম এপোলেনিয়ারের প্রতি টান কাজ করা খুবই স্বাভাবিক। সেই টান থেকে খানিকটা দু:সাহস!)
.
মিরাবু ব্রীজের নিচে বয়ে যায় সীন
এবং আমাদের ভালোবাসা ফিরে আসে
যেভাবে প্রত্যেক দু:খের পর আবারো আনন্দ এসে ফিরে যায়!
.
গোধূলির ঘণ্টাধ্বনির পথ ধরে আসুক রাত্রি,
আমায় ফেলে
চলে যায় দিন, আমি স্থবির -
থেমে থাকি!
.
দুহাত জোড়বদ্ধ মুখোমুখি
এভাবেই চলো থাকি - যখন নিচ দিয়ে
আমাদের বন্ধনের মধ্য দিয়ে বয়ে যায় স্রোতের দিকে একটানা, ক্লান্তিকর দৃষ্টি!
.
গোধূলির ঘণ্টাধ্বনির পথ ধরে আসুক রাত্রি,
আমায় ফেলে
চলে যায় দিন, আমি স্থবির -
থেমে থাকি!
.
সমুদ্রের পানে বয়ে চলা নদীর মতই সব ভালোবাসাও বহমান,
ভালোবাসারা বহতা নদী,
আমার কাছে জীবন যে কি ধীর বোধ হয়!
আর ভালোবাসার সুতীব্র ইচ্ছা যে কি ধ্বংসাত্মক হতে পারে!
.
গোধূলির ঘণ্টাধ্বনির পথ ধরে
আসুক রাত্রি,
আমায় ফেলে
চলে যায় দিন, আমি স্থবির -
থেমে থাকি!
.
আমাদের অজ্ঞাতেই বয়ে চলে দিন - সপ্তাহ!
না সময় প্রাক্তন হয়
আর না ভালোবাসা ফিরে ফিরে
আসে রাত্রিদিন!
তবুও মিরাবু ব্রীজের নিচে বয়ে
চলে সীন!
.
গোধূলির ঘণ্টাধ্বনির পথ ধরে আসুক রাত্রি,
আমায় ফেলে
চলে যায় দিন, আমি স্থবির -
থেমে থাকি!
২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৯
রেজাউল করিম সাগর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
২| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল আপনার পোষ্টটি পড়ে।
২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২০
রেজাউল করিম সাগর বলেছেন: আপনার কমেন্টে প্রাণিত হলাম আরো
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
সুনীলের ছবিত দেশে কবিতার দেশে পড়েছি।