![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।
শীত এসে দেয় উকি এই কার্তিক-সন্ধ্যায়,
জমে ওঠা শিশিরের ঘুম ঝরে ঝরে স্বপ্ন নামায়।।
.
হেমন্তে নেমে আসে পথে জীবনের মায়াবী প্রকাশ
জ্বলে ওঠে নক্ষত্রেরা ফুলের থালা বিরাট আকাশ!
মাঠে মাঠে রাঙা ধান আর ঘরে ঘরে মুড়ি-চিড়া-খৈ
পুকুরে পানি কমে আসে ঘাই মারে পুটি শিং কৈ!
.
শীত এসে দেয় উকি এই কার্তিক-সন্ধ্যায়
জমে ওঠা শিশিরের ঘুম ঝরে ঝরে স্বপ্ন নামায়।।
.
হাওরের জলে ডুবে রোজ জ্বলজ্বলে আগুন ভীষণ
মেঘে করে আঁকিবুঁকি আর আকাশে এক্সিবিশন,
শাপলার ফল ভেজে খই পানিফলে শাদা শাদা শ্বাস,
শালুকের জামিন পেটে মেটেনাতো সামান্য আশ।
.
শীত এসে দেয় উকি এই কার্তিক-সন্ধ্যায়
জমে ওঠা শিশিরের ঘুম ঝরে ঝরে স্বপ্ন নামায়।।
.
শিশিরে ভিজে যাওয়া ঘাস আশ্চর্য সবুজ নরম,
সে ঘাসে পা ভিজিয়ে হেটে মনে লাগে সুখ মনোরম!
বোধগুলো উড়ে যায় এই হেমন্ত সন্ধ্যায়
শঙ্খচিল, হাস হয়ে রোজ কলমীর গন্ধ জড়ায়!
.
শীত এসে দেয় উকি এই কার্তিক-সন্ধ্যায়
জমে ওঠা শিশিরের ঘুম ঝরে ঝরে স্বপ্ন নামায়।।
.
পৃথিবীর বিরাট খাচায় সকলেই বন্দী চড়ুই,
উড়ে যাওয়া স্বপ্ন নিয়ে প্রতিদিন নিজ ঘরে শুই!
নবান্নের রাঙা মাঠে কৃষকের বোবা কান্না
কাটেনা জীবনের গ্লানি চুরি যায় হীরা পান্না!
.
শীত এসে দেয় উকি এই কার্তিক-সন্ধ্যায়,
জমে ওঠা শিশিরের ঘুম ঝরে ঝরে স্বপ্ন নামায়।
.
শীত এসে দেয় উকি এই গরীব দেশটায়
ঠকঠক কেপে উঠে গাছ মানুষের খুন জমে যায়!
তবু জীবনের উত্তাপ আর ভালোবাসার জীবন,
শীতরাতে এনে দেয় ঘুম জীবনের গাঢ় আলাপন!
০৬-১১-২০২০
হবিগঞ্জ
** Rayhan Rahman Raahim আর অর্ঘ্য দেবের করা এই গানটা থেকে লেখাটা অনুপ্রাণিত
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=VOy5NSO2GFs
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।