নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিমন ৪০৮

রিমন ৪০৮ › বিস্তারিত পোস্টঃ

অনেক প্রশ্ন আমার মনে

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

আমার একটু আশা ছিল যে আমাদের বর্তমান দেশদ্রোহী বিদ্রোহী আন্দোলন কিছু সত্যিকারের নেতাকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সামনে এগিয়ে আনবে। সেটা যে দল-ই হোক, কিছু সত্যিকারের দেশপ্রেমিক নেতা বের হয়ে আসবেন যারা বৈরী পরিবেশের কারণে ঠিকমত বিকশিত হতে পারছেন না, সেটা আওয়ামীলীগ হতে পারে, হতে পারে বিএনপি এমনকি ঘৃণ্য জামাত।



আমার একটু আশা ছিল যে আমাদের বর্তমান দেশদ্রোহী বিদ্রোহী আন্দোলন কিছু সত্যিকারের নেতাকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সামনে এগিয়ে আনবে। সেটা যে দল-ই হোক, কিছু সত্যিকারের দেশপ্রেমিক নেতা বের হয়ে আসবেন যারা বৈরী পরিবেশের কারণে ঠিকমত বিকশিত হতে পারছেন না, সেটা আওয়ামীলীগ হতে পারে, হতে পারে বিএনপি এমনকি ঘৃণ্য জামাত।



কিন্তু কোথায়? কামড়া কামড়ি লেগেই আছে, মানুষ মরছে পোকা মাকড়ের মতো, দলাদলি চলছেই…



কোথায় আমাদের সেই একজন বা দুইজন ঠাণ্ডা মাথার দেশপ্রেমী রাজনিতিক যিনি সব ভেঙ্গেচুড়ে সব ঠিক পথে নিয়ে আশার শক্তি এবং সাহস রাখেন? দেশপ্রেমী আছেন, কিন্তু কোথায় সেই শক্তি? কোথায় সেই নেতা যিনি রাজনীতি বোঝেন, বোঝেন অর্থনীতি এবং আইন? এই স্বাধীন দেশ যে যুগে যুগে হাজার বছরে এতো মহান প্রতিভার জন্ম দিয়েছে, মহান একজন নেতার এতো অভাব কেন? ঘুরেফিরে চলছে সেই পরিবারতন্ত্র, একই মুখ আর একই মুখের কথা, দেশটা যেন কারো কারো বাপ-দাদা-চৌদ্দপুরুষের সম্পত্তি।



অবাক হয়ে গেলাম কি করে একটা রাজনৈতিক দল পরিকল্পনা করে এভাবে দাঙ্গা করে পুলিশ খুন করে! কিভাবে সম্ভব এটা একটা সভ্য দেশে! কি প্রমাণ করতে চায় জামাত পুলিশ মেরে ফেলে? কি হবে তাদের অর্জন?



আমি মনে মনে আশা করেছিলাম যে এই দলে কিছু হলেও মানুষ থাকবে যারা নীতি মেনে চলেন, সুতরাং দলটাকে একদম নিষিদ্ধ না করে কিছুটা মেরামত করে নেয়া যাবে হয়তো। কিন্তু ভুল ধারনা আমার, চরম ভুল ধারণা। অবস্থাদৃষ্টে মনে হয় এই দলের অস্তিত্বই কিছু ভীতিকর উদ্দেশ্য সাধনের জন্য, আর যাই হোক দেশের জন্য না। কিন্তু, এদের অস্তিত্ব কিসের সেবা করার জন্য? পাকিস্তানের সেবা করার জন্য? মনে হয় না, পাকিস্তান নিজেই মৃত এবং পচে গলে যাওয়া একটা দেশ, এদের সেই জোর আছে আর একটা দেশকে নিয়ে এতো মাথা ঘামানোর? তাহলে আমাদের অদৃশ্য শত্রুরা আসলে কারা?



আমাকে দয়া করে কেউ যদি কিছু জ্ঞান দান করতে পারতেন? অনেক প্রশ্ন আমার মনের মাঝে…।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.