![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাজিলিং যেতে চাই, এই প্রথম । তাই আগে যারা থেকে ওখানে গিয়েছিলিয়েন, দয়া করে আমার নিচের অনুসন্ধান গুলোর উত্তর দিয়ে একটু সাহায্য করবেন।
১। বুড়িমারি সীমান্ত দিয়ে যাওয়াই কি উত্তম?
২। ওখানে হোটেল গুলোর ভাড়া কেমন?
৩। ৭ দিনের মত থাকলে কত টাকা লাগতে পারে।
৪। সাথে করে ডলার নেয়া যাবে কি না?
আরো যদি কোন উপদেশ থাকে, দয়া করে জানাবেন।
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭
ইভেন বলেছেন: অনেক টা ধন্যবাদ
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৮
ইভেন বলেছেন: ওই ভুতের গলি..... লিংক টা কাজ করছে নাতো?????
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০
Shurjodoy বলেছেন: আমি যেতে চাই? কবে যাবেন?
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬
ইভেন বলেছেন: আপুনি ও কি আমার মত প্রথম???
৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৬
ভুেতরগলি বলেছেন: Click This Link
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯
ইভেন বলেছেন: কাজ হচ্ছেরে ভুতেরগলি.... মন থেকে ধন্যবাদ.......
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ১। বুড়িমারি সীমান্ত দিয়ে যাওয়াই উত্তম। শ্যামলী এস আর এসি বাসের টিকেট কাটবেন, ঢাকা - শিলিগুড়ী (আসা যাওয়া দু'টোই একবারে কেটে নিবেন)
২। হোটেল ভাড়া এক থেকে দেড় হাজার রুপি পড়বে প্রতি রাত
৩। ৭ দিনে ৩০ হাজার টাকা হলে হয়ে যাবে
৪। ডলার পাসপোর্টে এনডোর্স করে নিবেন