নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসুন শরীর সুস্থ রাখুন

রিপোর্টটুয়েন্টি

i am a student. i am very cute

রিপোর্টটুয়েন্টি › বিস্তারিত পোস্টঃ

গভীর রাতে লুঙ্গী পরা

০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২১

গভীর রাতে

লুঙ্গী পরা এক লোক

একা রাস্তা দিয়ে যাচ্ছে।

পথি মধ্যে ডাকাত

ধরে বলতেছে,

তোর যা আছে সব দে।

দূর্ভাগ্য ক্রমে

ওই লোকের

কাছে কিছুই ছিল না।

ডাকাত কিছু না পেয়ে

ওই লোককে ছেড়ে দিছে।

লোকটা মনের

আনন্দে গুনগুন

করে গান করে আবার

হাঁটা ধরছে।

এই লোকের আনন্দ দেখে ডাকাতের

মেজাজ গেছে খারাপ

হয়ে।

ডাকাত ওই

লোককে আবার ডাক দিছে।

লোকটা কাছে আসলে ডাকাত

বলতেছে -

লুঙ্গী চ্যাগায়া উপরে তোল।

ওই লোক

লুঙ্গী উপরে তুলছে।

এবার ডাকাত টান দিয়া ওই

লোকের একটা বাল

ছিড়ছে এবং ঝাড়ি দিয়া বলছে

যা এইবার ভাগ।

ওই লোক ভ্যাবাচ্যাকা খায়ে

ডাকাত কে প্রশ্ন করে,

"এরকম করলে কেন ?"

ডাকাত বলে -

"তুই তো ফিরে গিয়ে সবাইকে বুক

ফুলায়ে বলবি -

রাস্তায় ডাকাত

ধরছিল আমার বালও

ছিঁড়তে পারে নাই।

সেই জন্য তোর

একটা *ল ছিঁড়ে রেখে দিলাম।

যাতে এই

কথা কইতে না পারিস"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.