![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই সকল লোককে বিয়ে থেকে দূরে থাকুন যারা কিনা বিয়ের আগেই আপনার জন্যে পাগল হয়ে যায়। আপনাকে ছাড়া বাঁচবেনা এমন মনোভাব নিয়ে থাকে। এইগুলো দুনিয়ার মোহ ছাড়া আর কিছুই না। তারা হাজার বার "true love true love" বলে চিল্লালেও বিশ্বাস করবেন না।
যে আল্লাহ্ তাকে বানালো, দুনিয়ায় পাঠালো, তাঁকে প্রাধান্য না দিয়ে, আপনার পিছনে ঘুরে ঘুরে যে নিজের আখিরাতের বারোটা বাজাতে পারে, তার 'love' কোনদিন ট্রু তো না-ই, ওইটা কোন love এর মধ্যেই পড়েনা।
যারা দুনিয়ায় আল্লাহ্র আগে আপনাকে বেশি প্রাধান্য দেবে, তারা আখিরাতেও জান্নাতের আগে জাহান্নামেই প্রাধান্য পাবে। সতরাং, এই সকল পাগল থেকে দূরে থাকেন। আর বিয়ের ক্ষেত্রে তাকেই প্রাধান্য দিন যিনি কিনা আল্লাহ্কে সবার আগে প্রাধান্য দেয়।
©somewhere in net ltd.