![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একলোকের খুবই খারাপ
একটি অভ্যাস ছিল। প্রতিদিন
সকালে ঘুম থেকে ভাঙলেই বিকট
শব্দে তার গ্যাস নির্গমন হত।
"পুত পুত পুত পুরররররররর..." বিকট
গন্ধে টেকাই ছিল দায়। তার স্ত্রী প্রথম প্রথম খুব
রাগ করত।
উৎকট গন্ধে বমি করে দিত।
সে প্রায়ই ডাক্তারের
কাছে যাওয়ার জন্য
পীড়াপীড়ি করত। কিন্তু
লোকটি তাতে গাঁ করত না। হাসিমুখে বলত, "এর
মধ্যে যে কি শান্তি তা তুমি কি বুঝবে?"
বিরক্ত হয়ে স্ত্রী বলত, "একদিন
দেখবে তোমার নাড়িভুড়ি সব বের
হয়ে আসবে।"
এভাবেই দিন কাটতে লাগল। দিন দিন যেন সকাল
বেলার ঘটান
বেরেই চলছিল। তার স্ত্রী সবসময়
ভাবত
কিভাবে তাকে বোঝানো যায়, জব্দ
করা যায়। একদিন সুযোগ এল।
কোন এক উপলক্ষ্যে লোকটি একদিন টার্কি ( তুরস্কের
বড় জাতের
মুরগি) নিয়ে এল। মুরগিটা দেখেই
স্ত্রী মাথায় বুদ্ধি এল। পরেরদিন
খুব ভোরে ঘুম
থেকে উঠে স্ত্রী নিচে নেমে মুরগিটা কেটে নাড়িভুড়ি বের
করল। তারপর তা হাতে নিয়ে উপরের
বেডরুমে গিয়ে স্বামীর
ট্রাউজারের ভিতর ঢুকিয়ে দিল।
গভীর ঘুমে থাকায় স্বামী কিছুই
টের পেল না।
নিচে নেমে ভাবতে লাগল আজকে দেখা যাক!
আধঘণ্টা পড়ে স্বামীর ঘুম
ভাঙলে কাঙ্খিত
শব্দটি শোনা গেল। একটু পরেই
স্বামী চিৎকার শোনা গেল।
ভদ্রমহিলা মুচকি হাসতে হাসতে নিজের কাজ
করতে লাগলেন। প্রায় মিনিট
পনের পরে লোকটি হন্তদন্ত
হয়ে নিচে নামল।
"ডারলিং, তুমি ঠিকই বলেছিলে।
সত্যিই আজকে আমার
নাড়িভুড়ি বেরিয়ে গিয়েছিল। কিন্তু
তুমি চিন্তা করো না,
আমি ভেসলিন আর কাঁটাচামচ
দিয়ে সবকিছু আবার জায়গামত
ঢুকিয়ে দিয়েছি!!!
©somewhere in net ltd.