![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক লোক একদিন চিড়িয়াখানায় গিয়ে এক অদ্ভুত ঘটনা দেখে হতবাক। সব জানোয়ারগুলো হেসে গড়াগড়ি খাচ্ছে। একপাশে একটা গাধা চুপচাপ শুয়ে আছে। লোকটি পরদিন আবার চিড়িয়াখানায় এসে আজ পূর্বদিনের বিপরীত দৃশ্য দেখে অধিকতর বিস্মিত হোলো। আজ সব জানোয়ার চুপচাপ, শুধু ঐ গাধাটা হেসে গড়াগড়ি খাচ্ছে। কৌতুহল নিবৃত্ত করতে সে কেয়ার-টেকারকে প্রশ্ন করে জানতে পেলো, আগেরদিন খুব মজার একটা ঘটনা ঘটেছিলো। আর সেজন্যই সব জানোয়ারগুলো হাসাহাসি করছিলো। গাধা ১ম দিন ঘটনাটা বুঝতেই পারেনি। একদিন পর গাধা ঘটনাটা বোঝার পর একাই হাসাহাসি করছে।
সাকা চৌধুরী-র বিরুদ্ধে ঘোষিত ফাঁসীর রায়ের ২৪ ঘন্টা পার হয়ে গেলেও বিএনপি ভাল-মন্দ কোন প্রতিক্রিয়া জানাতে পারেনি।
রায় ঘোষণার পর মঙ্গলবার রাতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্য ও বিশেষ নেতাদের সাথে জরুরী বৈঠক করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার পর বুধাবার বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, সুবিচার পাননি সালাহউদ্দিন কাদের চৌধুরী। রাজনৈতিক প্রতিপক্ষকে নিমূর্ল করতেই এই রায় দেয়া হয়েছে। এর প্রতিবাদে কাল সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।
ঘটনার এতো পরে হাসলো বিএনপি ! অথচ জামায়াত আগাম সিদ্ধান্ত মোতাবেক তাদের প্রত্যেক নেতার রায় ঘোষণার দিনই হরতাল ডেকে অন্যায় বিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। রায়সমূহ ঘোষণার অব্যবহিত পরপরই প্রতিবাদমূলক কর্মসূচী ঘোষণা করেছে।
©somewhere in net ltd.