![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনার ভেলায় চড়ে
তুমি আস হৃদয়ের মাঝে।
দেখেনা এ পৃথিবী
তোমার আমার প্রীতি।
তুমিও হয়তো জানোনা,
কখনো ভাবোনা,
তোমার আমার মিলন।
যা অবাস্তবতার মতন।
তবু ঘটে চলে মনের মাঝে,
হৃদয়ে রক্ত ক্ষরনের সাখে সাথে।
রক্ত ক্ষরণ হয় না তো এমনি,
যখনই ভাবি বাস্তবতা তখনি
হয় তা বুঝি আমি।
©somewhere in net ltd.