![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমি খুব গর্বিত বোধ করছি আমাদের দেশের জনগণ দের নিয়ে। যেখানে পুলিশ আর্মি উদ্ধার শুরু করতে পারেনি সেখানে আমার দেশের সাধারণ জনগণ, যারা প্রশিক্ষণ প্রাপ্ত ও নয়, তারা সুন্দর ভাবে সাভার রানা প্লাজা থেকে আহত বাক্তি দের উদ্ধার করে নিয়ে আসল। কিন্তু খুব কষ্ট পাচ্ছি আমাদের দেশের মাথা দের নিয়ে। অক্সিজেন, মেডিসিন, শুকনো খাবার, পানি বেশির ভাগ জিনিস ই বেসরকারী ভাবে যোগার হচ্ছে। অথচ আমাদের সরকার চাইলেই পারে সব কিছু পর্যাপ্ত পরিমান এ সেখানে মজুত রাখতে।
তাও খুশির খবর যে এই পর্যন্ত অনেক জীবিত মানুষ ক উদ্ধার করা সম্ভব হয়েছে। সকাল থেকে এ পর্যন্ত কয়েক জনকে জীবিত উদ্ধার।সাধারণ মানুষরা না এগিয়ে আসলে এটা সম্ভব হতনা।
যারা উদ্ধার কাজে স্বেচ্ছায় অংশগ্রহণ করছেন তাদের দেখেই ভরসা পাচ্ছি, কারণ তারা এতটাই মোটিভেটেড যে শেষ পর্যন্ত দেখে ছাড়বেন।
প্রার্থনা করুন এই সব মানুষের জন্যে, আর আটকে থাকা মানুষ গুলোর জন্যে।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫
এল এইচ, জুয়েল বলেছেন: আমিও খুব গর্বিত , তাইতো এই পোষ্টা করেছিলাম ,আশা করি দেখবেন View this link