![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪২ বছর ধরে বাঙালি প্রতীক্ষা করে ছিল একটি দিনের জন্য। আজ সেই দিনটি হতে পারত, আজ বাঙালির পাপমোচনের দিন হতে পারত। কিন্তু না, আবারও ছিনিমিনি খেলা হল বাঙালির আবেগ নিয়ে। আবারও বেঈমানি করা হল বাঙালির বিশ্বাসের সাথে। অবাক হবার কী আছে? এমনটিই তো হবার কথা ছিল। বারবার তো এমনি করেই বাঙালির সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বয়সজনিত কারনে এই বুড়ো শকুন কী কাউকে ক্ষমা করেছিল? আশিতীপর বৃদ্ধাকেও হতে হয়েছিল ধর্ষনের শিকার। সেই আর্তচিৎকার যে আজও বাংলার আকাশে-বাতাসে হাহাকারের ঢেউ তোলে। তবে কেন বিচারের নামে এই প্রহসনের নাটক। মাহামান্য আদালত কে বলতে চাই, এই দেশের আইন যদি গোলাম আজম এর ফাঁসীর রায় দিতে না পারে তবে আর কার ফাঁসী হতে পারে? এর মত ঘৃণিত অপরাধী তো এই দেশে আর একটিও নেই। সেই গোলাম আজম এরই যদি ফাঁসী না হয় তবে বাংলাদেশ থেকে ফাঁসীর মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার আইন উঠিয়ে নেয়া হোক।
©somewhere in net ltd.