![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটি অন্ধ
মেয়েটি জন্মবোবা
ছেলেটির প্রেমে
মেয়েটি চিরদিন হাবুডোবা
ছেলেটির হাত ধরে মাথা ছুঁয়ে
মেয়েটি বোঝাতে চায় বারেবারে কিছু
মেয়েটি নাছোড় ছাড়া
ছেলেটির পিছুপিছু
ছেলেটি দেখে না কিছুই বোঝেনা
শুধুই জানতে চায় এসব কি হচ্ছে ?
এত পাশাপাশি !
মেয়েটির মুখে ভাষা নেই
তাই
বলতে পারে না ভালবাসি।/
০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:১২
রেজা এম বলেছেন: ধন্যবাদ আপু ।
২| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:৫১
ডার্ক ম্যান বলেছেন: এটা কি আপনার নিজের লিখা কবিতা?
আমার ধারণা কবিতাটা আপনার না।যদি হত, তাহলে কবিতার শিরোনাম চেন্জ হত না। তবে আমার ধারণা ভুলও হতে পারে।
০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:১৬
রেজা এম বলেছেন: জী ,এটা আমার লেখা না । ধন্যবাদ দিন সেই মোহনা কে, যে এর রচয়িতা।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:১৩
শায়মা বলেছেন:
সুন্দর দুঃখ কবিতা!