![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটা ভালবেসে মরেই গেল
আর ছেলেটা জানতেও পেল না ....
ঠিকই তো জানবে ক্যামনে ? দুজন দুজনের থেকে অনেক দূরে যে ....
একজন বাংলাদেশের উত্তর বঙ্গে আর একজন বাংলাদেশের দক্ষিণ বঙ্গে !!! তাদের মনের দূরত্ব টাও বেড়ে গিয়েছে ঠিক স্থানের দূরত্বের মতো .....
মেয়েটা হাসলেও ছেলেটা শুনতে পাবে না আর কাঁদতে কাঁদতে আধা মরা হয়ে গেলেও দেখতে
আসবে না
এ যুগে এসেও দূরত্ব টাই দুজনের মধ্যে বিরাট একটা বাঁধা হয়ে
দাঁড়ায় ।
২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৭
রেজা এম বলেছেন: এখানে দূরত্ব টাই মেইন ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
একটু স্বপ্ন বলেছেন:
দূরত্বটি আসলে বড় কারণ ছিলনা। মনের নৈকট্য প্রশ্নবিদ্ধ থাকেই..