নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...........

রেজা এম

...........

রেজা এম › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গতার পরিবর্তন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

কিছু স্বপ্ন আছে যা ভেঙ্গে যেতে দিতে হয় ।



মাঝে মাঝে অনেক কিছু লিখতে ইচ্ছে করে ,

অনেক অনেক কিছু বরবর করে বলে দিতে ইচ্ছ করে ।



ভেঙ্গে পড়ি....

মুচকি দিয়ে আবার উঠে দাঁড়াই ।



তুমি হয়তো কিছুই জানো না !

তোমাকে সব জানাতে বড্ড ইচ্ছে হয় ।



জানো এখন অনেক বদলে গেছি আমি । যাদের নিঃসঙ্গ থেকে অভ্যাস নেই তাদের নিঃসঙ্গতা অনেক বদলে দেয় ।



এখন আর ঐ আকাশ নিয়ে ঝগড়া হয় না কারো সাথে । এখন ঐ আকাশ টা শুধুই আমার রাজত্বে ।





কাউকে ভালবেসে শুভ রাত্রি জানানোও হয়ে ওঠে না আজকাল ।

এখন আর দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে যায় না ।

কেমন করে যাবে বলো দুঃস্বপ্ন তো চোখে লেগেই থাকে !



হুম , অনেক খানি বদলে গেছি । হয়তো বদলে দিয়েছি নিজেকে । হয়তো বা তুমি বদলে দিয়েছ আমাকে ।



যদি পারো একবার উঠোনে নামো ,

আমি দীর্ঘতম সমুদ্র পার হয়ে তোমাকে স্পর্শ করব ।



একবার বলো " ভালবাসি "

এই ব্রক্ষান্ড থেকে নিজেকে ছিনিয়ে যদি তোমার হাতে না দেই ..দেখো !!

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.