নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
প্রথম আলো বলছে, আগামী ২০১৩-১৪ অর্থবছরের জন্য দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরের মূল বাজেট এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা থেকে আগামী অর্থবছরে ৩০ হাজার ৭৫৩ কোটি টাকা বেশি।
আগামীবারের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ধরা হচ্ছে ১১ লাখ ৮৮ হাজার ৮০০ কোটি টাকা।
ভাই বাজেটের আকার যদি দুই লাখের একটু বেশি হয়, সেখানে জিডিপি'র আকার প্রায় বারো লাখ হয় কি করে?? প্রথম আলুর কোনো অসৎ উদ্দেশ্য আছে এবারের বাজেট নিয়ে....
২| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৮:০৬
েবনিটগ বলেছেন: বাজেট হচ্ছে সরকারের আয় ও ব্যয়ের একটি প্রক্ষেপণ , যাতে বেসরকারি খাতকে কোন আম্ লে নেয়া হয়না, পক্ষান্তরে GDP হচ্ছে দেশীয় পূর্ব নির্ধারিত খাত ( সরকারি / বেসরকারিতে কোন বাধা নেই) গুলর উতপাদিত পণ্য বা সেবার বাজার নির্ধারিত মূল্য, যার সাথে বাজেটের অঙ্কের সংশ্লিষ্টতা নেই।
৩| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৮:১৯
কালবৈশাখীর ঝড় বলেছেন:
বাজেট হচ্ছে সরকারি খাতে সাম্ভাব্য আয়-ব্যায়।
আর জিডিপি হচ্ছে সরকারি-বেসরকারি, ব্যক্তিগত, বিদেশী রেমিট্যান্স সহ মোট উৎপাদন মুল্য।
৪| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:১০
নাজিম-উদ-দৌলা বলেছেন: বাজেটের সাথে জিডিপির সম্পর্ক কোথায়??? জিডিপি তো বাজেটের উপর নির্ভর করে নারে ভাই!!
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৮:০৬
েবনিটগ বলেছেন: বাজেট হচ্ছে সরকারের আয় ও ব্যয়ের একটি প্রক্ষেপণ , যাতে বেসরকারি খাতকে কোন আম্ লে নেয়া হয়না, পক্ষান্তরে GDP হচ্ছে দেশীয় পূর্ব নির্ধারিত খাত ( সরকারি / বেসরকারিতে কোন বাধা নেই) গুলর উতপাদিত পণ্য বা সেবার বাজার নির্ধারিত মূল্য, যার সাথে বাজেটের অঙ্কের সংশ্লিষ্টতা নেই।