নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

ডুগ ডুগ ডুগ বাজে অম্বরি...

০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৫০

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর উদ্বেগ হল, ৩ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ভ্যাট, কর ও বিমা যুক্ত হয়ে বর্তমানে প্রতি টন নিউজপ্রিন্টের আমদানিতে ২৩ শতাংশ শুল্ক দিতে হয়। বাজেটে প্রস্তাবিত ২৫ শতাংশ আমদানি শুল্কের প্রস্তাব কার্যকর হলে এই শুল্কের পরিমাণ দাঁড়াবে ৫৭ থেকে ৫৮ শতাংশ। যাতে সার্বিকভাবে প্রকাশনা ব্যয় ২৮ শতাংশ বাড়বে। ইতিমধ্যে বিদেশ থেকে আমদানি করা নিউজপ্রিন্টের আমদানি-মূল্যও বেড়ে যাচ্ছে। এ ছাড়া সাম্প্রতিককালে মুদ্রণ, পরিবহনসহ সব খাতেই সংবাদপত্রসহ প্রকাশনা ব্যয় অনেক বেড়ে গেছে। সো, বইয়ের দাম স্বাভাবিক গতিতেই বাড়ার কথা। বাড়তি দামের কারণে পাঠক বই কিনবে, সিগারেট কিনবে নাকি তেল-নুন কিনবে? পাঠকের তো হাত মাথায় ওঠার কথা। পড়ার সময় কোথায় পাবে! ওদিকে আবার সেই টাকাওয়ালাদের কথা মাথায় রেখে গাড়ির দাম কমানো হয়েছে। গাড়ি যতো পুরানো দাম ততো কম। আচ্ছা, গাড়ি পুরানো হলে কি ফিটনেস নিয়ে একটা ব্যাপার স্যাপার থাকার কথা না। তাছাড়া পরিবেশ দূষণের কথা তো বইপত্রের ব্যাপার। বই যখন পড়াই লাগবে না, তখন কিন্তু আরামসে টাকাওয়ালারা পুরানা গাড়ি দিয়ে পরিবেশ দূষণ করে ধরিত্রির বারোটা বাজিয়ে দেবে। তখন একটা স্বাভাবিক লাভ হবে চিকিৎসকদের। মানুষ নানা ধরনের জটিল রোগ নিয়ে ডাক্তার বাবুকে স্মরণ করবে। আর যদি কবিরাজ মহাশয় সোই সুযোগটি বুঝতে পেরে সময় মতো বাটি আর আমলকি হরতকি নিয়ে নামতে পারেন, তাহলেই ব্যবসা। পাঠকের মাথায় হাত। আর কারো কারো পোয়া বারো। ডুগ ডুগ ডুগ বাজে অম্বরি, মেঘে বাজায় অম্বরি....

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:২০

ডেনজারাসবয় বলেছেন: অসাধারন বিশ্লেষণ।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৪

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আর নিচের কমেন্ট সম্পর্কে আপনার ধারণা কি ভাই?

২| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:২৩

শামা বলেছেন: ১. টাকাওয়ালার পুরোনো গাড়ি কিনে না...!
২.দেশে সংবাদপত্র কতগুলো....! এই য়েকহাজার পত্রিকার কয়টা ানুষ পড়ে!!
৩.পরিবেশের কথা বললেন, কয়জন সাংবাদিক ওয়েজ বোর্ড অনুসারে বেতন পায়!!! কোথায় থাকে তখন মানবতা!!!
৪. এই পত্রিকার নামে আমদানি করা কাগজ কোথায় যায়!!
৫, লতিফুর রহমান, আহমদ আকবর সোবহান, আনোয়ার হোসেন মঞ্জু, বাবুল সাহেবরা এই পত্রিকা দিয়ে কি কি করে, তাদের কেন সুযোগ দেওয়া হবে!!
৬. একটা সিগারেট যদি কেউ ১০ টাকায় কিনতে পারে, তাহলে ২০ টাকায় পত্রিকা কেনার সামর্থ তার আছে,, ! আর যে পত্রিকা পড়ার সে দাম দেখে কিনবেনা...!!!
৭. বাইয়ের দাম কম কোথায়, এক ফর্মার একটা বইয়ের দাম ১০০ টাকার ওপরে,,,,! কই তখন তো কথা বলেন না,,,!
৮. সরকারের কাছে প্লট পান, সাংবাদিক হিসেবে বিদেশে যান, টেক্স দিতে এতো খারাপ লাগে কেন???

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৪

রেজা ঘটক বলেছেন: টাকা ওয়ালারা পুরান গাড়ে বিক্রি করে তাই বলতে চাইছেন তো? বড় লোকদের যতো জন ফ্যামিলি মেম্বার গাড়ির সংখ্যা তার চেয়ে বরং একটা বেশি বাংলাদেশে....
পত্রিকা যতোগুলোই হোক, মানুষ সেই পত্রিকা পড়ে। না পড়লে এতো পত্রিকা চলতো না। বিজ্ঞাপনের জন্যও ঞলেও পড়ে।
পরিবেশের সঙ্গে ওয়েজবোর্ডের সম্পর্ক কি বুঝলাম না। পত্রিকার মালিক তো সেই টাকাওয়ালারা। সো, সূত্র মেলাতে তো জ্ঞানী হবার দরকার নাই...
আপনার কথিতরাই এদেশে সুযোগ সুবিধা পাচ্ছে। আমার কথাগুলো বুঝতে আবার হেডকোয়র্টারে আরেকটু ঝা্লাই দরকার...
পত্রিকা কেনার সঙ্গে অবশ্যই দামের একটা সম্পর্ক আছে। যাদের কালো টাকার ব্যাপার স্যাপার তারা অবশ্য জানেই না পত্রিকা বিল কত আসে মাসে...
এক ফর্মা বইয়ের দাম ১০০ টাকা উপরে? কোথায় দেখাবেন একটু? আপনার স্ক্রু মনে হচ্ছে একটু ঢিলা হইছে...
সরকারের কাছে যারা প্লট পান বা যারা ট্যাক্স না দিয়ে পেশা দেখিয়ে বিদেশে যান সেখানে উভয় পক্ষের লাভ লোকসানের লেনদেন চলে...এইটা আপনার অমুন ঢিলা স্ক্রু দিয়া ঠাওর করা সম্ভব না...ধন্যবাদ

৩| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:৫৪

শামা বলেছেন: পত্রিকা যতোগুলোই হোক, মানুষ সেই পত্রিকা পড়ে। না পড়লে এতো পত্রিকা চলতো না। বিজ্ঞাপনের জন্যও ঞলেও পড়ে।

দেশে দৈনিক পত্রিকার সংখ্যা কত....জানেন আড়াই হাজারের ওপরে,,মানুষ এতো পত্রিকা পড়ে?????

পরিবেশের সঙ্গে ওয়েজবোর্ডের সম্পর্ক কি বুঝলাম না। পত্রিকার মালিক তো সেই টাকাওয়ালারা। সো, সূত্র মেলাতে তো জ্ঞানী হবার দরকার নাই...

সূত্র মিলছে আপনার, পত্রিকার বিলতো টাকাওয়ালারাই দেয়,,,,,!!! তাই না, তাদের জন্য আপনার এতো দরদ কেন????? জনাব,,,

এক ফর্মা বইয়ের দাম ১০০ টাকা উপরে? কোথায় দেখাবেন একটু? আপনার স্ক্রু মনে হচ্ছে একটু ঢিলা হইছে...


শেষ কবে বই কিনেছেন, দাম দেখেছেন, কত পাতার কত দাম......!!! কি করে জানবেন,,,না জেনেই তো যা খুশি লিখেন,,,,,!!

নোয়াবেব তথ্য দিয়ে লেখা শুরু করেছেন,,,,,তাই বলছি নিজে কি বলেন তা নিজে জানেন তো, তা পান্ডত্যি দেখান.....!!!

আপনার স্ক্র তো অনেক টাইড,,,তাই না, তাহলে অনেক প্রশ্নের উত্তর দেওয়ার সাহস পাননি...বা আপনার জানা নেই......!!! স্ক্র টাইড হলে কিন্তু অনেক সময় ঠিক মত কাজ করে না.....!! তাই বলি,, আগে জানুন তারপর লিখুন.....!!

১০ ই জুন, ২০১৩ রাত ১০:৫০

রেজা ঘটক বলেছেন: শামা নামের এই মতলববাজের সঙ্গে কুতর্ক করার আমার সময় নাই। ব্যটা একটা মুখোশধারী

৪| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:৪১

শামা বলেছেন: হা হা যুক্তিতে না পারলে মানুষ এমই ই বলে...!!!ঞটক সাহেব,,,,,আমি মুখোশধারী নই......!আর ব্যাটাও নই....!!! আমি শামা,,বরং আপনিই ঘটক নামের ভন্ড, মুখোশধারী...!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.