নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী রমা চৌধুরী'র জন্য কিছু একটা করুন।। রেজা ঘটক

১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

চট্টগ্রাম শহরের রাস্তায় রাস্তায় খালি পায়ে হেঁটে নিজের লেখা বই ফেরি করেন রমা চৌধুরী। কে এই রমা চৌধুরী? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীরাঙ্গনা। সারা দিনের আহার সংগ্রহের জন্য নিজের লেখা বই বিক্রি করতে পারলে তবেই আহার জোটে রমা চৌধুরীর। আর বই বিক্রি না হলে উপাস থাকার নিয়ম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বস্ব হারিয়ে এখন রমা চৌধুরীরা পথের ফেরিওয়ালা। আর মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শত্রু গোলাম আযম বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি প্রিজন সেলে শুয়ে শুয়ে মধু-ডিম-মুরগি-খিচুরী খান। আহা স্বাধীনতা। এই স্বাধীনতা রমা চৌধুরীদের ভাগ্যের কোনো পরিবর্তন তো করতে পারেইনি, উল্টো ঘর-সংসার, সন্তান, স্বামী হারিয়ে রমা চৌধুরীরা এখন পথে পথে ঘুরে বেড়ায়। সংখ্যায় এরা অসংখ্য।



রমা চৌধুরী একজন একাত্তরের বীরাঙ্গনা। মুক্তিযুদ্ধের ঝাপটায় ঘরবাড়ি, তিন শিশু সন্তান, স্বামী হারিয়ে এখন রাস্তার বই ফেরিওয়ালা। রমা চৌধুরী মুক্তিযুদ্ধে শুধু নিজের সম্ভ্রমই হারাননি, সামাজিক গঞ্জণা, বঞ্চনা, টিটকিরি শুনতে শুনতে এখন তিনি পাগল প্রায়। রমা চৌধুরী'র দুই সন্তান মুক্তিযুদ্ধের চরম অসময়ের বলি। রমা চৌধুরী'র মত অসংখ্য মায়েদের মহান আত্মত্যাগেই একাত্তরের ১৬ ডিসেম্বরে আমাদের মহান স্বাধীনতা এসেছিল। স্বাধীনতার ৪২ বছর পরেও রমা চৌধুরীদের পথে পথে ঘুরে বেড়াতে হয়। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স করা রমা চৌধুরী পেশায় ছিলেন স্কুল শিক্ষিকা। গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পোপাদিয়ায়। মুক্তিযুদ্ধের সময়ে একাত্তরের ১৩ মে তিন শিশু সন্তান নিয়ে পোপাদিয়ায় গ্রামের বাড়িতেই ছিলেন রমা চৌধুরী। আর স্বামী ছিলেন তখন ভারতে। ওইদিন সেই এলাকার পাকিস্তানি দালালদের সহযোগিতায় হানাদার বাহিনীর লোকজন রমা চৌধুরীদের বাড়িতে হানা দেয়। নিজের মা, পাঁচ বছর ৯ মাস বয়সি ছেলে সাগর ও তিন বছর বয়সি ছেলে টগরের সামনেই তাকে ধর্ষণ করে এক পাকিস্তানি খানসেনা। পাকসেনারা রমা চৌধুরীকে শুধু ধর্ষণেই ক্ষান্ত হয়নি, তাদের বাড়িও পুড়িয়ে দেয় তখন। হানাদারদের হাত থেকে কোনমতে মুক্ত হয়ে রমা চৌধুরী পুকুরে ঝোপের আড়ালে লুকিয়ে থাকেন পুনরায় ধর্ষণের ভয়ে। চোখের সামনে গান পাউডার দিয়ে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় পাকসেনারা। ঘরের মূল্যবান মালামাল, নিজের লেখা সাহিত্যকর্ম চোখের পলকেই পুড়ে যেতে থাকল। কিন্তু হানাদারের ভয়ে কেউ আগুন নেভাতে সেদিন এগিয়ে যায়নি। এক পর্যায়ে রমা চৌধুরী নিজেই ঝোপের আড়াল থেকে বের হয়ে প্রাণপন চেষ্টা করেন ধ্বংসযজ্ঞ থেকে ছিঁটেফোটা কিছু রক্ষা করার, কিন্তু তিনি ব্যর্থ হন।



তারপর শুরু হয় আরেক লাঞ্চনা আর অপবাদ। সমাজের চোখে সে একজন ধর্ষিতা নারী। পাকিস্তানি হানাদারের হাতে সম্ভ্রম হারানোর পর কেউ কেউ হয়ত সহযোগিতার হাত নিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু নিকটজন সহ সমাজের কাছে শুরু হল তার দ্বিতীয় দফা লাঞ্চিত হবার পালা। পাক-হানাদারদের কাছে নির্যাতিত হবার পর সমাজের লাঞ্চনায় এবং ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়লেন রমা চৌধুরী। পোড়া দরজা-জানালা বিহীন ঘরে শীতের রাতে বস্রহীন থাকতে হয়েছে মাটিতে। গরম বিছানাপত্র নেই। সব পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। দিনান্তে ভাত জুটে না। অনাহারে, অর্ধহারে ঠান্ডায় দু`সন্তান সাগর আর টগরের অসুখ বেঁধে গেল।



ঠিক বিজয়ের আগের রাতে ১৫ ডিসেম্বর থেকে শ্বাসকষ্ট শুরু হয় সাগরের। ছেলেকে সুস্থ করতে তখন পাগলপ্রায় দশা রমা চৌধুরী'র। গ্রামের এক সাধারণ কক-ডাক্তার চেষ্টা চালালেন। সেই চেষ্টায় কোনো কাজ হল না। ২০ ডিসেম্বর রাতে সাগর মারা গেল। প্রথম সন্তানকে হারিয়ে রমা চৌধুরী তখন প্রায় পাগল হয়ে গেলেন। একই অসুখে আক্রান্ত হল দ্বিতীয় সন্তান টগরও। ১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি অর্ধউন্মাদিনী রমা চৌধুরী নিজের ছেলে টগরকে ওষুধ খাওয়াতে গেলেন। নিজের অসাবধানতায় কখন যে ছেলে টগরের শ্বাসরোধ হয়ে গেল, টের পেল না রমা চৌধুরী। এভাবে টগরও মারা গেল।



রমা চৌধুরী'র পরের ইতিহাস আরও বিপর্যয়ের, আরো করুণ। মুক্তিযুদ্ধে নিজের সম্ভ্রম হারানোর পর দু`সন্তান হারানো রমা চৌধুরী তখন অর্ধপাগল। তার মধ্যে সমাজের লাঞ্চনা, গঞ্জনা, অভাব, জীবন সংগ্রাম ইত্যাদি সব মিলিয়ে এক সময় রমা চৌধুরী'র প্রথম সংসারেরও পরিসমাপ্তি ঘটল। পরে দ্বিতীয় সংসার বাঁধতে গিয়ে হলেন প্রতারণার শিকার। দ্বিতীয় সংসারের ছেলে টুনু ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর বোয়ালখালীর কানুনগোপাড়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেল। হায় কি দুর্ভাগা কপাল রমা চৌধুরী'র! বাংলাদেশে রমা চৌধুরীদের জীবন এমনই।



রমা চৌধুরী জীবনে আর জুতা পড়েননি। হিন্দু ধর্মীয় রীতিতে শবদেহ পোড়ানোতে বিশ্বাস করেন না রমা চৌধুরী। তাই তিন সন্তানকেই দেয়া হয়েছে মাটিচাপা। প্রথমদিকে মুক্তিযুদ্ধের পর টানা চার বছর জুতো পড়েননি রমা চৌধুরী। এরপর নিকটজনের পীড়াপিড়িতে অনিয়মিতভাবে জুতা পড়া শুরু করলেও তৃতীয় সন্তান মারা যাবার পর আবার ছেড়ে দিয়েছেন পায়ে জুতা পরা। তারপর গত ১৫ বছর ধরেই জুতা ছাড়া খালি পায়েই পথ চলছেন রমা চৌধুরী।



জীবনের সব হারিয়ে রমা চৌধুরী এখন বইয়ের ফেরিওয়ালা। নিজের লেখা বই ফেরি করে বিক্রি করেন। তাকে ভালবাসেন, শ্রদ্ধা করেন এমন কিছু বাঁধা গ্রাহক আছেন তার। তারাই রমা চৌধুরীর বই প্রথমে কিনে নেন। এ পর্যন্ত ১৯টি বই প্রকাশ করেছেন রমা চৌধুরী। যেদিন বই বিক্রি হয় সেদিন তিনি দুমুঠো খান। যেদিন বই বিক্রি নাই সেদিন রমা চৌধুরী উপাস থাকেন। আমাদের মুক্তিযুদ্ধ রমা চৌধুরীদের মতো অনেকের কাঁধেই ঝোলা দিয়েছে। খালি পায়ে হাঁটা শিখিয়েছে। সম্ভ্রম হারাতে হয়েছে। সন্তান হারাতে হয়েছে। সমাজের লাঞ্চনা, বঞ্চনা সইতে হয়েছে। সত্যিকারের রমা চৌধুরীদের জীবনে কোনো পরিবর্তন হয়নি। অথচ রমা চৌধুরীরা আমাদের একাত্তরের জননী। রমা চৌধুরীরা আমাদের একাত্তরের বীরাঙ্গনা। রমা চৌধুরীরা আমাদের পথের ভিক্ষুক! আর গোলাম আযমরা এখনও প্রিজন সেলেও ভিআইপি সুযোগ সুবিধা পায়। ভিআইপি খাবার পায়। ভিআইপি স্বাস্থ্যসেবা পায়। এই লজ্বা আমরা কোথায় রাখি, মাননীয় প্রধানমন্ত্রী?



মাননীয় প্রধানমন্ত্রী, রমা চৌধুরী'র মতো হাজারো মায়েরা এখনো মুক্তিযুদ্ধের দুঃসহ স্মৃতি নিয়ে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আর গোলাম আযমরা এখনো আপনাদের ভোটের হিসেবের সবচেয়ে বড় হিসাব নিকাশ, আতাঁতের অংশ। এই জন্যই কি সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিযুদ্ধ করেছিল? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে রমা চৌধুরী'র জন্য একটা কিছু করার দাবী করছি। রমা চৌধুরী ভিক্ষা চায় না। রমা চৌধুরী শিক্ষিত। বাংলায় মাস্টার্স। নিজের লেখা বই বিক্রি করে পেট চালান। রমা চৌধুরী'র কোনো রাষ্ট্রীয় খেতাবও দরকার নাই। দেশের জন্য বীরাঙ্গনা হওয়ার কষ্টই তার সবচেয়ে বড় দুঃখ, বড় পাওনা। স্বাধীনতার ৪২ বছর গেল। রমা চৌধুরী নিজের ওষুধটুকুও কিনতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রমা চৌধুরী'র অন্তঃত একটু সুচিকিৎসার ব্যবস্থা করুন। রমা চৌধুরীদের জন্য এর বেশি আর কোনো দাবী নেই।



বিনীত নিবেদক

রেজা ঘটক

লেখক ও গবেষক

ঢাকা



আপডেট:

চট্টগ্রাম-৭ বোয়ালখালী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মঈনউদ্দিন খান বাদল সাহেবের সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে। এই লেখাটির একটি কপি বাদল সাহেবকে মেইল করেছি। এছাড়া চট্টগ্রামের লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং কালচারাল এক্টিভিস্টদের সঙ্গে আমার কথা হচ্ছে। খুব শীঘ্রই এই বিষয়ে একটি যথাযথ উদ্যোগ সম্মিলিতভাবেই গ্রহন করা হবে।



ইতোমধ্যে একজন স্বনামধন্য প্রকাশক রমা চৌধুরী'র বইগুলো পুনঃপ্রকাশ করাতে আগ্রহ দেখিয়েছেন। উপযুক্ত রয়্যালিটি'র ব্যাপারেও কথা হয়েছে। খুব শীঘ্রই সে বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো।



এর আগে ১৯৯৭ সালে, ২০০০ সালে ও ২০১৩ সালে রমা চৌধুরীকে নিয়ে মিডিয়ায় কিছু খবর এসেছিল। তখন ব্যক্তি উদ্যোগে কিছু সহায়তা উঠেছিল। কিন্তু সেই সহায়তা নিয়ে একটু ট্যাকনিক্যাল সমস্যা হয়েছিল বলে আমার কাছে খবর আছে। তাই হুট করেই কারো নাম্বারে বা কারো একক উদ্যোগে কোনো সাহায্য করলে আসল কাজটি আগের মতোই মাঠে মারা যাবে। তাই এই বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাননীয় সাংসদের পরামর্শ অনুযায়ী আমরা আগাতে চাই।



প্রিয় ব্লগারদের উৎসাহ এবং আগ্রহকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমরা রমা চৌধুরী'র জন্য স্থায়ী একটি সমাধান বের করতে সক্ষম হলেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগটি যথাযথ আলোর মুখ দেখবে বলেই আমি বিশ্বাস করি।



রমা চৌধুরী'র সংক্ষিপ্ত জীবনী:

রমা চৌধুরী ১৯৪১ সালে চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দক্ষিণ চট্টগ্রামের প্রথম নারী স্নাতকোত্তর (এমএ) তিনি। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরের বছর ১৯৬২ সালে ইংরেজি সাহিত্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রমা চৌধুরী। তখনকার দিনে এটাকে বলতো ডাবল এমএ। ১৯৬২ সালে তিনি কক্সবাজার বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ১৬ বছর তিনি দেশের বিভিন্ন উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন।



স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের ১৩ মে সকালবেলা পাকিস্তানি হানাদার বাহিনী তার সম্ভ্রম কেড়ে নেয়। এরপর পাকিস্তানি হানাদাররা তাঁর একমাত্র ভিটেটুকু পুড়িয়ে ছারখার করে দেয়। সেই পোড়া ভিটায় রমা চৌধুরী নিজের একক প্রচেষ্টায় ‘দীপঙ্কর স্মৃতি অনাথালয়’ নামে একটি অনাথ আশ্রম গড়ে তোলার চেষ্টা করছেন।



বিগত ২০ বছর ধরে রমা চৌধুরী লেখাকে পেশা হিসেবে নিয়েছেন। প্রথমে একটি পাক্ষিক পত্রিকায় লিখতেন। বিনিময়ে সম্মানীর বদলে পত্রিকার পঞ্চাশটি কপি পেতেন। সেই পত্রিকা বিক্রি করেই তাঁর জীবনজীবিকা চলতো। পরে নিজেই নিজের লেখা বই প্রকাশ করে, সেই বই ফেরি করে বেড়ান পথে পথে পাঠকের কাছে। সেই পেশা এখনো বর্তমান। রমা চৌধুরী প্রবন্ধ, উপন্যাস ও কবিতা লেখেন। এখ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৯টি। উল্লেখযোগ্য আত্মজীবনীমূলক বই 'একাত্তরের জননী'। রমা চৌধুরী'র বর্তমান বয়স ৭২ বছর।



রমা চৌধুরীর বইসমূহঃ



প্রবন্ধ সংকলন (পুনঃ মূদ্রণের অপেক্ষায় আছে):

১) রবীন্দ্র সাহিত্য ভৃত্য

২) নজরুল প্রতিভার সন্ধানে

৩) সপ্তরশ্মি

৪) চট্রগ্রামের লোক সাহিত্যের জীবন দর্শন

৫) অপ্রিয় বচন

৬) যে ছিল মাটির কাছাকাছি

৭) ভাব বৈচিত্রে রবীন্দ্রনাথ (এই বইটি আপাতত পুনঃ মূদ্রণের প্রয়োজন নেই)

৮) নির্বাচিত প্রবন্ধ (মূদ্রণের অপেক্ষায়)



স্মৃতিকথা(পুনঃ মূদ্রণের অপেক্ষায় আছে):

১) সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়

২) স্মৃতির বেদন অশ্রু ঝরায়



কাব্যগ্রন্থ (পুনঃ মূদ্রণের অপেক্ষায় আছে):

১) স্বর্গে আমি যাব না

২) শহীদের জিজ্ঞাসা

৩) ১০০১ দিন যাপনের পদ্য (এই বইটি আপাতত পুনঃ মূদ্রণের প্রয়োজন নেই)



পত্র সংকলন (পুনঃ মূদ্রণের অপেক্ষায় আছে):

১) নীল বেদনার খাম



উপন্যাস(পুনঃ মূদ্রণের অপেক্ষায় আছে):

১) একাত্তরের জননী( এই বইটি আপাতত পুনঃ মূদ্রণের প্রয়োজন নেই)

২) লাখ টাকা

৩) হীরকাদুরীয়



গল্প সংকলন( এই বইটি আপাতত পুনঃ মুদ্রনের প্রয়োজন নেই)

১) আগুন রাঙ্গা আগুন ঝরা

২) অশ্রুভেজা একটি দিন



আপডেট:

রমা চৌধুরী একাত্তরে সম্ভ্রম হরানোর পর সামাজিক ভাবে অনেক লাঞ্চিত হয়েছেন। অনেক বঞ্চনার শিকার হয়েছেন। অনেক আত্মীয়স্বজনের কাছ থেকে মর্মাহত হয়েছেন। তাই কারো কাছ থেকে তিনি সরাসরি কোনো সাহায্য গ্রহন করেন না। তাই বিষয়টি অন্য দশ জনের মতো নয় বলে একটু সাবধানে পরিবল্পনা করেই আগাতে হচ্ছে। আপনাদের সকলের সহানুভূতি এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় আশা করছি আমরা রমা চৌধুরীর জন্য কিছু করতে পারবো।

রমা চৌধুরী নিজের একক প্রচেষ্টায় ‘দীপঙ্কর স্মৃতি অনাথালয়’ নামে নিজের সেই পোড়া ভিটায় একটি অনাথ আশ্রম গড়ে তোলার চেষ্টা করছেন। আমরা সেটাকে মাথায় রেখে সেই পরিকল্পনা করতে চাই। তাহলে হয়তো তিনি সেই সহায়তা মেনে নেবেন। আর প্রধানমন্ত্রী'র কাছে আবেদন করার আসল কারণ হলো, ব্যক্তি উদ্যোগে কিছু করলে তিনি তা গ্রহন করেন না। সম্মিলিত উদ্যোগের বেলায়ও সেই আশংকা রয়েছে। কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগকে রমা চৌধুরী নিশ্চয়ই সম্মান দেখিয়ে সম্মানের সাথেই গ্রহন করবেন বলে আমি মনে করি।

বিষয়টি আরেকটু সময় সাপেক্ষ ব্যাপারও বটে। প্রধানমন্ত্রী যতোক্ষণ না বিষয়টি নিয়ে নিজে উদ্যোগ না নেবেন, ততোক্ষণ আমাদের সম্মিলিত উদ্যোগটির জন্য অপেক্ষা করাই ভালো বলে আমার নিজের মতামত। তবে সবাই প্রস্তুত থাকেন। শীঘ্রই আমরা সাংসদ মঈনউদ্দিন খান বাদল সাহেবের মাধ্যমে প্রধানমন্ত্রী'র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তারপরে আমাদের যেসব পরিকল্পনা আছে তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। রমা চৌধুরী কোনো সরাসরি সাহায্য গ্রহন করেন না বলেই বিষয়টি একটু সেনসিটিভ। এটা না পাওয়ার বেদনা জড়িত দীর্ঘ দিনের ক্ষোভের একটি বহিপ্রকাশ।

আর আমরা কি কি করতে পারি, সে বিষয়ে আপনারা খোলা মনে পরামর্শ দিন। যাতে আমরা সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীকে বলার সুযোগ পাই। সকলকে আমার আন্তিরক ধন্যবাদ রইল।


মন্তব্য ১৬৭ টি রেটিং +৮৬/-০

মন্তব্য (১৬৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

লেখোয়াড় বলেছেন:
পোস্টটি স্টিকি করা হোক।

রেজা ঘটক অসাধারণ উপস্থাপনা!!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

রোজেল০০৭ বলেছেন: ভাষা হারিয়ে ফেলেছি।

চোখটা ভিজে উঠল।

পোস্ট স্টিকি করার জন্য দাবি জানাচ্ছি।

৩| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

খাটাস বলেছেন: লেখোয়াড় বলেছেন:
পোস্টটি স্টিকি করা হোক।

রেজা ঘটক অসাধারণ উপস্থাপনা!!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৪| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মর্মান্তিক এবং পাশবিক। ধিক্কার জানাই সহস্রতম অযুততম বার!

ধন্যবাদ লেখককে :)

৫| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: অসাধারণ পোষ্ট। ++।

৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:০১

নীলমেঘ আমি বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক।

৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: দুঃখজনক ।

৮| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯

একজন ঘূণপোকা বলেছেন: শিরোনাম আর ছবিটা দেখেই কান্না আসছে, ভাইরা ও আপুরা ব্লগ থেকে চলেন না আমরা কিছু করি। অনেকেই তো সাহায্য করা হয়েছে ব্লগ থেকে। চলুন একাত্তরের দায় কিছুটা হলেও মেটাই। সরকারের আশায় থাকলে হবে না কিছুই।

৯| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১

রায়হান মাহবুব বলেছেন: াননীয় প্রধানমন্ত্রী, রমা চৌধুরীদের রাষ্ট্রীয় সম্মান দিন। গোপন বৈঠক করে ৩০ লাখ শহীদের রক্তের সাথে বেইমানি করার ষড়যন্ত্র বন্ধ করুন ।

১০| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

বিল্লাল মেহদী বলেছেন: রমা চৌধুরীর হৃদয়যাতনা বুঝতে চেষ্টা করছি।

কত কষ্টে টিকে আছেন এই বীরাঙ্গনা!

এর একটা বিহীত করুন মাননীয় প্রধানমন্ত্রী...

১১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৩

মোতাব্বির কাগু বলেছেন: কিছু বলার ভাষা নেই
ঘুন পোকাকে শ্রদ্ধা

১২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: প্রথমেই বিনম্র শ্রদ্ধা রমা চৌধুরীকে ।

২য়ত সামু কতৃপক্ষকে অনেক ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্য ।

৩য়ত মানননীয় প্রধানমন্ত্রীর এত টাইম কোথায় এসব বীরঙ্গনাদের খবর নেওয়ার !!

এরকম কত মুক্তিযুদ্ধা , মুক্তিযুদ্ধা পরিবার আর বীরঙ্গনা যে এভাবে বঞ্চিত সেটার হিসাব কি আমাদের আছে ??

১৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

ফুরব বলেছেন: দেশে কি আর মানুষ নাই?? বাল ফেলাইতে হলেও প্রধান মন্ত্রীর ডাক পরে।

১৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

রাজ্ু দাশ বলেছেন: আমি সাধারণতঃ লগ ইন না করে ব্লগ পড়তে থাকি। এই পোস্টে কমেন্ট করার জন্য আজ অনেকদিন পর সামুতে লগ ইন করলাম।
এবার আসল কথায় আসি।
রমা চৌধুরী'র মত অজস্র বীরাঙ্গনাদের জন্য আজ এই স্বাধীন বাংলাদেশ। কিন্তু আমাদের পরম দুর্ভাগ্য যে আমরা উনাদের জন্য কিছুই করতে পারি নি।
আপনার সাথে সহমত পোষণ করছি।
আমি তো চাকুরিজীবি। হাতে সময় থাকে খুব সামান্য।
আমি চট্টগ্রামের সকল ব্লগারকে আহ্বান করছি একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি যেকোনো ধরণের প্রয়োজনে আপনাদের সাথে আছি। প্রধানমন্ত্রীর আশা ধরে লাভ নাই। উনি কি করতে পারবেন এবং কি করেছেন সেটা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি।

১৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫০

পাগলামামা বলেছেন: কিছু করা উচিত।

১৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫০

কবীর হুমায়ূন বলেছেন: কোন মন্তব্য নয়।

রমা চৌধুরীর কোন ব্যাংক একাউন্ট থাকলে, তা পোষ্টে উল্লখে করুন। আর, যদি তা না থাকে, দয়া করে আপনি সোনালী ব্যাংকের কোন এক শাখায় তাঁর নামে একটি একাউন্ট করে আমাদেরকে জানাতে চেষ্টা করুন। রাষ্ট্রীয় সাহায্যের আগে আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসি।

আপনাকে অনেক ধন্যবাদ রেজা ঘটক।

১৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৩

কাজী দিদার বলেছেন: হায়রে মানবতা ,,,,,,,,,,,,,
নারী তুমি বেঁচে থাক যুদ্ধ করে
আমরা যে শুধু দেখে যাব ................

১৮| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৮

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমার শ্রদ্ধা এই মায়ের পায়ে। লেখককে ধন্যবাদ

১৯| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:২১

শহুরে আগন্তুক বলেছেন: খারাপ লাগলো .......

২০| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:২২

মায়াবী ছায়া বলেছেন: ভাষা হরিয়ে ফেলেছি...
অনেক ধন্যবাদ এমন পোষ্টের জন্য ।।

২১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৮

অয়োময় বলেছেন: কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।দু চোখে জলের বন্যা।যে মায়ের জন্য আজ স্বাধীন দেশে বাস করি ,তার কষ্ট সহ্য করি কিভাবে?
আসুন কারো দিকে না তাকিয়ে আমরা সন্তানরা এই মায়ের জন্য কিছু করি।

২২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪১

জেনারেশন সুপারস্টার বলেছেন: আমি যতটুকু জানি স্হানীয় কিছু ছাত্রলীগ কর্মী এব্যাপারে গতবছরই একটা উদ্যোগ নিয়েছিলেন।তবে আপডেট জানা নেই।উনার বর্তমান অবস্হান,কোন এলাকায় ফেরি করে বেড়ান এসব ডিটেইলস উল্লেখ করে দিতে পারলে ভালো হয়।ধন্যবাদ রেজা ঘটক।

২৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: ভাগ্যর নির্মম কি পরিহাস
কঠিন বাস্তব , কোথায় সে মানবতা
রাস্তায় কেঁদে ফিরে রোগ্ন স্বাধীনতা
এযেন বাংলা মায়ের বুকে জলন্ত ইতিহাস

তার ক্ষীণ করুন বেদনা
আজও বাংলার আকাশ বাতাস হয় ভারি
হে বিরঙ্গনা তোমায় ছালাম
স্বাধীনতার মন্ত্রে তুমি হারনি

আজও শির উন্নত
যদিও জুটেনা মুখে অন্ন
দেশের তরে দিরেছ বিলিয়ে জীবন
হে বিরঙ্গনা তোমার স্পর্শে এ বঙ্গ ভুমি ধন্য ।।

২৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫২

টিকলু বলেছেন: লাল সালাম...

২৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

দখিনা বাতাস বলেছেন: সব কিছু প্রধানমন্ত্রীদের দরকার হলে আমরা আছি কি করতে? এই ব্লগ থেকে এইরকম অনেক সাহায্যমুলক কাজ করা হয়েছে। এইবার কি কেউ আছে রমা চৌধুরীর জন্য উদ্যোগ নেওয়ার। ভাল হয় উনি যেই শহরে থাকে ঐখানের কেউ একজন জন্য এগিয়ে আসে। কেউ কি আসবেন এগিয়ে? আগের আরো অনেক বারের মত টাকা পয়সা দিয়ে সাহায্য করার মত আমরা ব্লগাররা তো আছিই।

২৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৯

সায়েম মুন বলেছেন: উনার প্রতি বিনম্র শ্রদ্ধা। ছবি আর লেখাটা পড়ে চোখে পানি এসে গেল।

প্রকৃত যোদ্ধারা এরকমই। কেউ হকার। কেউবা পথের ফকির। কেউবা বোবা কান্নায় দিন গুজরায়।



২৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৩

খেয়া ঘাট বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রমা চৌধুরী'র অন্তঃত একটু সুচিকিৎসার ব্যবস্থা করুন। রমা চৌধুরীদের জন্য এর বেশি আর কোনো দাবী নেই।

২৮| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফুরব বলেছেন: দেশে কি আর মানুষ নাই?? বাল ফেলাইতে হলেও প্রধান মন্ত্রীর ডাক পরে।

একজন অবহেলিত বীরাঙ্গনার সন্মান জনক জীবিকা নির্বাহে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা , আপনার কাছে '' --- ফেলাইতে হলেও ''
টাইফের মনে হোল ? আফসোস !!

২৯| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৫

provat বলেছেন: রমা চৌধূরীর ঘটনাটা পড়ে সত্যি কষ্টে বুকটা ফাইট্টা গেল । একজন রমা চৌধূরীর জন্য প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইতে হবে কেন ? অামরা সকল ব্লগাররা মিলে কি পারব না একজন রমা চৌধূরীর জন্য কিছু করতে ? রমা চৌধূরীর নামে ব্যাংক একাউন্ট খুলে তাতে সকল ব্লগাররা যার যার সাধ্যমত টাকা জমা করে একাটি ফান্ড গঠন করে তা রমা চৌধূরীর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা সম্ভব । ৩০লক্ষ শহীদদের পরিবার অার ২লক্ষ সম্ভ্রম হারানো নারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত না করে অামাদের রাজনীতিবিদেরা শুধু ক্ষমতা নিয়ে কামড়া-কামড়ি করার কারনে তাদেরকে অামি ব্যক্তিগতভাভে খুবই অপছন্দ করি । তাই তাদের কাছে কোন কিছু চাওয়াকে নিজেদেরকে ছোট করা মনে করি । কারন, অামাদের দেশের রাজনীতিবিদেরা শুধু জনগনের কাছ থেকে কিছু পাওয়ার জন্যই রাজনীতি করে, জনগনকে কিছু দেওয়ার জন্য নয় ।

৩০| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০

শাহজাহান মুনির বলেছেন: আপসোস । আমরা বড়ই স্বার্থপর ।

৩১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০

সরলপাঠ বলেছেন: অসাধারাণ উপস্হাপনার জন্য ধন্যবাদ। সরকার আছে মুক্তিযুদদ্ধ বিক্রি করে রাজনীতির ফায়দা হাসিল করতে। কত রমা চৌধুরী অযত্নে, অবহেলায় শেষ হয়ে যাচ্ছে কে জানে। জানলেও কয়জনেই বা আর খবর রাখে।

৩২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫২

সরলপাঠ বলেছেন: অসাধারাণ উপস্হাপনার জন্য ধন্যবাদ। সরকার আছে মুক্তিযুদ্ধ বিক্রি করে রাজনীতির ফায়দা হাসিল করতে। কত রমা চৌধুরী অযত্নে, অবহেলায় শেষ হয়ে যাচ্ছে কে জানে। জানলেও কয়জনেই বা আর খবর রাখে। রমা চৌধুরী তাদেরই একজন যারা সরকারের কোটারী সুবিধার পিছনে দৌড়াননা।

৩৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫২

রাতের মারুফ বলেছেন: রমা চৌধুরীর কোন নাম্বার থাকলে কমেন্টে উল্লেখ করুন ।

৩৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৪

সৌমিক জামান বলেছেন: চট্টগ্রামে যে ব্লগার ভাই বোনের আছেন, তারা কিছু করতে পারেন না? আর তার যদি কোন মোবাইল নাম্বার/ ব্যাংক একাউন্ট থাকলে জানাবেন প্লিজ। মা, তোমায় সালাম।

৩৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৫

বাঙ্গালীর কুঠার বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক।

৩৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: পোস্টে প্লাস! অনুভূতি জানানোর ভাষা নেই!

প্রধানমন্ত্রী কি করবেন সেটা তার ব্যাপার। ব্লগ থেকে থেকে আমরা হইত কিছু পারি এই দুঃখিনী মানুষটার জন্য।

রেজা ঘটকের প্রতি অনুরোধ রইলো কিছু সুনির্দিষ্ট প্রস্তাব এবং রমা চৌধুরীর বর্তমান ঠিকানা ও অবস্থা সম্পর্কে জানাতে।

৩৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বই বিক্রি করে খেতে হয় রমা চৌধুরীদের !

এ আমাদের লজ্জা !

৩৮| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

নাজ_সাদাত বলেছেন: প্রতিটি অসহায় মানুষের জন্য সমাজের ও কিছু দায় আছে। সকলের উচিত এই সব মানুষের পাশে দাঁড়ানো।

৩৯| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

রাতের মারুফ বলেছেন: যারা রমা দিদি কে সাহায্য করতে চান অথবা উনার সাথে দেখা করতে চান আপনারা আলাউদ্দিন খোকন উনার সাথে যোগাযোগ করতে পারেন।।
উনার মোবাইল নং-- ০১৭১৬৮৮২৩১৯

আলাউদ্দিন খোকন গত ১৯ বছর ধরে রমা দিদির দেখা শোনা এবং ভরন পোষণ এর সমস্ত দায়িত্ব পালন করে আসছেন।। উনি একজন সাংস্কৃতিক কর্মী এবং লেখক।।

(সংগৃহীত )

৪০| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

ল্যাটিচুড বলেছেন: উফ্ ... এই লজ্জা রাখি কোথায় ? ................

৪১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪০

মনপবন বলেছেন: লেখককে সাধুবাদ ও শ্রদ্ধা এভাবে খুজে এনে তুলে ধরার জন্য। আপনার কন্টাক্ট টা কী পেতে পারি? দয়া করে যদি দিতেন। রমা চৌধুরীকে নিয়ে লেখা আরেকটি পোস্ট আমার চোখে পড়ে কিছুদিন আগে। তখন থেকেই আমি ও আমার কয়েক বন্ধু মিলে একটি প্লান করি।এ বিষয়ে আপনার সাথে আলোচনা করতে চাই, যেহেতু আপনি তার বিষয়ে অনেক বিস্তারিত লিখেছেন এবং খুজে এনেছেন। আপনার সাথে যদি রমা চৌধুরীর যোগাযোগ থাকে তবে তার সাথে যোগাযোগ করা আশা করি সুবিধা হবে।প্রাথমিকভাবে বলি, আমাদের একটি পাঠচক্রভিত্তিক সংগঠন আছে "বায়ান্ন" নামে।যদিও সদস্য সংখ্যা খুব ই কম। এটি কেবল আমরা শুরু করেছি, কোন প্রচার নেই।আমরা এধরণের মানুষদের জন্য নিজেদের সীমিত সামর্থে কিছু করতে চাই। হয়তো খুব বেশি কিছু করতে পারবো না, কারণ আমাদের শিক্ষা জীবন শেষ হয়নি এখনো।যাহোক, এবিষয়ে একজন বিশিস্ট গবেষক ও লেখক হিসেবে আপনার পরামর্শ কাম্য কিন্তু আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে এই মেধাবী অথচ নির্যাতীত মানুষটির জন্য কিছু করতে চাই।রমা চৌধুরী এ দেশের জন্য যে ত্যাগ করেছেন এজন্য অবশ্যই তিনি এ অনাকাংখিত জীবন বয়ে বেড়াতে পারেন না।আমাদের পেজের ফেসবুক ঠিকানা
Click This Link

mail id: [email protected]

আমাদেশ সংগঠনের সাথে যুক্ত হতে চাইলে যোগাযোগ রাখুন মেইল এ এবং ফেসবুক পাতায় চোখ রাখুন লাইক দিয়ে। ধন্যবাদ।

৪২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৩

বঙ্গদর্পণ বলেছেন: ১৯৭৫ সালের পর বোয়ালখালী উপজেলায় এম পি হয়েছে জিয়া, এরশাদ ও খালেদার দলের লোক। যার দরুন এই এলাকায় স্বাধীনতার পক্ষের লোকেরা বৈষম্যের শিকার হয়েছে। দরিদ্র মুক্তিযোদ্ধা ও বিরঙ্গনাদের খবর কেউ নেয় নি বা সরকারি কোন পৃষ্টপোষকতা পায় নি। এই প্রথম আওয়ামী লীগের মার্কা নিয়ে জাসদের মঈনুদ্দীন খান বাদল এখানে এম পি হয়েছেন। মঈনুদ্দীন খান জাসদ থেকে এর আগে অনেকবার সংসদ নির্বাচনে প্রতিদ্ধন্তিতা করে জামানত হারিয়েছেন। যা-ই হোক এব্যাপারে প্রধানমন্ত্রির আগে প্রথমে মঈনুদ্দীন খান বাদলকে উদ্যোগ নিতে হবে। রমা চৌধুরীর মত একজন শিক্ষিত মহিলাকে চাঁদা তোলে সরাসরি আর্থিক সাহায্যের পরিবর্তে সন্মানজনকভাবে স্থায়ী কোন বন্দোবস্ত করতে পারলেই তাঁর প্রতি সুবিচার করা হবে। সবাই আন্তরিক হলে কিছু একটা করা যাবে। লেখক রেজা ঘটককে আন্তরিক ধন্যবাদ।

৪৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

প্রশান্ত মহাসাগর বলেছেন: রেজা ঘটক, আপনি আমাকে কাঁদালেন! অনেক দিন পরে আবার আমার চোখে জল এলো! শুধু এই কথাটি বলার জন্যই সাইন ইন করেছি আজ।

হুমায়ূন আজাদ "সব কিছু নষ্টদের অধিকারে যাবে" কবিতাটিতে সতর্কবাণী করেছিলেন যে সব কিছু নষ্টদের অধিকারে যাবে।এখন সব কিছুই নষ্টদের অধিকারে চলে গেছে। রাজনীতিও। হাসিনা খালেদারা সবাই।

৪৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

আমিনুর রহমান বলেছেন:


বিনম্র শ্রদ্ধা জানাই রমা চৌধুরী'র প্রতি।

আমার সকল সহ-ব্লগারের প্রতি অনুরোধ জানাচ্ছি তার পাশে দাঁড়ানোর। বিশেষ করে চট্রগ্রামের ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি তার বর্তমান অবস্থান সম্পর্কে খোঁজ খবর নিয়ে তার জন্য আমরা কি করতে পারি এবং তা কিভাবে করতে পারি

৪৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রেজা ঘটক ,আপনাকে অনেক ধন্যবাদ এরকম একজন মানুষকে নিয়ে লেখার জন্য।
যাদের এখন রাষ্টীয় সম্মানে থাকার কথা তারা এখন দিনহীন বেশে দিন কাটায় আর যাদের ফাঁসির দড়ি ছাড়া আর কিছু প্রাপ্য নয়, তারা রাষ্ট্রীয় আদরে থাকে।
সত্যি সেলুকাস , কি বিচিত্র এই দেশ!

৪৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৭

জহিরুলহকবাপি বলেছেন: রমা চৌধূরীর সাথে যোগাযোগ হয়েছে । তাও সরাসরি না । উনি কারে সাথেই নাকি কথা বলেন না ?!
আমরা উনার স্থায়ী একটা সম্মানি এবং চিকিৎসার ব্যাবস্থা করতে চেয়েছিলমা কিন্তু তিনি রাহী হন নি নিতে ।
তার চাহিদা ছিল তার সবগুলো বই আবার রিপ্রিন্ট করা । কিন্তু কোন ব্যাবস্থা করা সম্ভব হয় নি । একজন প্রকাশক নিজ খরচায় বই ছাপলেও বইতো ওনাকে দিবেন না । তাহলে তার লাভ টা কি হবে ।
আমি খুজে দেখছি নম্বরটা আছে কিনা !

৪৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৩

শাহ আলম বাদশাহ বলেছেন: আমি নিজেও একজন লেখক হয়ে চরম লজ্জিত যে, এমন অসহায় বয়সেও এমন একজন মা-নারী গুণী লেখক হকারের মতো বই বিক্রি করে, আমার ভাষা নেই?

এদেশে অনেক লেখকই অনাহারেও মরেছি শুনেছি--গুনীর কদর নেই বলেই এমন হয়। কিন্তু এই নারী যিনি মুক্তিযুদ্ধের একজন জীবন্ত স্মারক তিনি ভিক্ষা না করে বরং মাথা উঁচু করে সাহিত্য চর্চার মত মহান পেশায় নিয়োজিত--কী অভূতপূর্ব !! তার কাছে আমাদের যেমন শেখার আছে--তেমনই আমাদের অকৃতজ্ঞতার জন্য আমরা লজ্জিত।

বাংলা একাডেমীর উচিত এই মহান নারীর বই কিনে নিয়ে তাকে উপযুক্ত সম্মানী দিয়ে তার সাহিত্যের যথাযথ মূল্য দেয়ার মাধ্যমে তাকে সম্মানিত করা। আর সরকারের উচিত তাকে মানবেতর জীবনের হাত থেকে মুক্তি দিয়ে জাতীয় বীরাঙ্গনার মর্যাদা দেয়া।

৪৮| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৫

রাতের মারুফ বলেছেন: যারা যারা রমা দিদি কে সাহায্য করতে চান অথবা উনার সাথে দেখা করতে চান আপনারা আলাউদ্দিন খোকন উনার সাথে যোগাযোগ করতে পারেন।।
উনার মোবাইল নং-- ০১৭১৬৮৮২৩১৯

এইখানে উল্লেখ্য যে, আলাউদ্দিন খোকন গত ১৯ বছর ধরে রমা দিদির দেখা শোনা এবং ভরন পোষণ এর সমস্ত দায়িত্ব পালন করে আসছেন।। উনি একজন সাংস্কৃতিক কর্মী এবং লেখক।।

আপনারা স্ট্যাটাস টি শেয়ার করে রমা দিদি কে সাহায্য করার হাত বাড়িয়ে দিন।।
অনুরোধ রইল।। অন্তত রমা দিদির লেখা একটি বই কিনে হলেও রমা দিদিকে একটু সাহায্য করুন।।

যারা এখনো রমা দিদিকে নিয়ে লেখা টি পরেন নি তাদের জন্য লিঙ্ক দিচ্ছি--
Click This Link

(সংগৃহীত)

৪৯| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৫

তামীল০০৯৬ বলেছেন: কিছুই বলার ভাষা নেই।
স্যালুট রমা চৌধুরী।

৫০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৭

কাজী মামুনহোসেন বলেছেন: কিছু বলার নেই। :( :(

৫১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৫

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
এই রকম লাখো রমা চৌধুরীর কত শত বিসর্জনে আমাদের আজকের এই বাংলাদেশ। অথচ এই বংলাদেশেই রাজাকারেরা গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়ায় আর রমা চৌধুরীরা ফেরি করে বেড়ান।

৫২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৬

পেলব চক্রবর্তী বলেছেন: আমরা নিজেরা নিজ নিজ স্থান থেকে চেষ্টা করে গোটা দেশে যতজন রমা চৌধুরী আছেন, তাদের সবাইকে কি খুঁজে বের করতে পারি না ?

প্রিয় রেজা ঘটক, আপনি আমাকে অনুপ্রাণিত করেছেন।

আজ থেকে আমিও চেষ্টা করব, একাত্তরের নির্যাতিত/নির্যাতিতাদের খুঁজে বের করে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার। অন্তত নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব, ততটুকু করার।

৫৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রেজা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই ধরনের একটি বিষয় সামনে উপস্থাপনের জন্য।

আমরা এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করছি।

৫৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব খারাপ লাগতেছে।
রাষ্ট্র কি ভুলে যাচ্ছে তার দায়িত্ব?

৫৫| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২

মিজান আব্দুর রশিদ বলেছেন: লেখাটা পড়তে পড়তে কখন যে চোখ ভিজে উঠল বুজতে পারিনি। ধন্যবাদ রেজা ভাইকে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নিকটও অনুরোধ প্লিজ উনার জন্য কিছু একটা করুন প্লিজ...

৫৬| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৩

ঊদাসপথিক বলেছেন: পোস্টটি অসম্ভব ভাল হয়েছে।
একজন ভাগ্য প্রতারিত বীরাঙ্গনাকে তুলে আনার জন্য আপনাকে ধন্যবাদ।
সময় এসেছে কিছু করার। উনাদের শেষ বয়সটা যাতে একটু ভালভাবে কাটে সেই জন্য কিছু করার জন্য ব্লগারদের কাছে উদ্যেগ চাই।

সেই সাথে গনজাগন মঞ্চের কর্মীদের প্রতি অনুরোধ শাহবাগে চিল্লাচিল্লি না করে এই সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য আপনারা উদ্যোগ নিন জনগন আপনাদের সাদরে গ্রহন করবে।

ট্রাইবুনালের রায় নিয়ে আপ্নারা গলা ফাটিয়ে দিলে কেউ তাতে সাড়া দিবে না । যেভাবে মঞ্চের সমর্থক সংখ্যা কমছে তাতে আগামীতে সমাবেশ করার কোন লোক খুজে পাবেন না।

তার ছেয়ে ভাল হবে আপনারা মুক্তিযোদ্ধাদের জন্য কার্যকর উদ্যোগ নিন।

৫৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৮

মাথাল বলেছেন: পাশবিক....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

৫৮| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১৯

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: আশা করছি প্রধানমন্ত্রী কিছু একটা করবেন অবশ্যই। এমন একটা সময়োপযোগী পোস্টের খুব দরকার ছিল।


আফসোস মুক্তিযোদ্ধা ব্যান্ডগুরু আজম খান বিদায় নিয়েছেন চরম অর্থকস্টে আর স্বাধীনতা বিরোধী গোলাম আজম রাজার হালে সরকারী চিকিৎসা পায়। এ দু:খ রাখি কোথায়।

৫৯| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: :( :( :(

পোষ্টটি স্টিকি করার জন্য সামুকে ধন্যবাদ।



সরকারকে কিছু বলে লাভ হবে বলে আমার মনে হয়না। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে চট্রগ্রামের ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি রমা চৌধুরী'র জন্য কি করা যায়??? আপনারা উনার বর্তমান অবস্থানের উপর কোন একটি ব্যবস্থা নেন। পাশে থাকার পূর্ণ ইচ্ছা রইলো।



লেখক কে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি বিষয় সকলের সামনে তুলে আনার জন্য।

৬০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪১

~মাইনাচ~ বলেছেন: খুবিই দুঃখজনক

৬১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৪

শ্রাবণধারা বলেছেন: অনেক ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য। সরকার কিছু করুক বা না করুক, আশা করি ব্লগারদের মধ্য থেকে কেউ উদ্যোগ নেবেন ফান্ড সংগ্রহের। সাথে থাকবো ইনশাআল্লাহ.......।

৬২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৯

অনন্ত আরেফিন বলেছেন: দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন তাদের এইরকম অবস্থা আসলেই দুঃখজনক। আশা করছি আমরা সবাই মিলে আমাদের ভুলগুলোকে সঠিক করতে পারবো।

৬৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:


কাব্য০৮ এর পোষ্টে রমা চৌধুরীর সাথে যোগাযোগকারী এক ব্লগারের মন্তব্য।
এখানে উনার সাথে যোগাযোগের নাম্বার দেওয়া আছে।

সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

৬৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১

মিত্রাক্ষর বলেছেন: ধিক্কার দেই তাদের যারা রমা চৌধুরীদের প্রাপ্য সম্মানটুকুও দিতে শেখে নি। এ কেমন শিক্ষায় শিক্ষিত আমরা???

৬৫| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: রেজা ভাই, আপনাকে ধন্যবাদ একজন লড়াকু বিরঙ্গনার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য।

এই জন্য আমি সব সময় বলি মুক্তিযোদ্ধা ও বিরঙ্গনাদের জন্য রাষ্ট্রের অর্থিক সাহায্য বাড়াতে হবে যাতে করে তাদেরকে ছেলে -মেয়েদের উপর নির্ভর করতে না হয়।


৬৬| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৭

আলস্যের আনন্দে আমি বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী, বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটা প্রথা বাদ দিয়ে এই মহিয়সী মুক্তিযোদ্ধাকে সর্বাত্মক সাহায্য করুন।

৬৭| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৮

চলতি নিয়ম বলেছেন: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বস্ব হারিয়ে এখন রমা চৌধুরীরা পথের ফেরিওয়ালা। আর মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শত্রু গোলাম আযম বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি প্রিজন সেলে শুয়ে শুয়ে মধু-ডিম-মুরগি-খিচুরী খান। আহা স্বাধীনতা।


সরকারের দিকে চেয়ে না থেকে আসুন আমরা নিজেরা কিছু করার চেষ্টা করি।

৬৮| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১০

অপূর্ণ রায়হান বলেছেন: খুব অসহায় লাগে :(

৬৯| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬

এন ইউ এমিল বলেছেন: ফুরব বলেছেন: দেশে কি আর মানুষ নাই?? বাল ফেলাইতে হলেও প্রধান মন্ত্রীর ডাক পরে।

কেউই কোন বাল ফালাইতে পারেনা,
কলম দাদির জন্য কত কিইনা করলাম,
শেষে কিছু বেইমানের দল, কুকুরের দল, শকুনের দল, দাদির টাকা গুলো লুটে পুটে খেল

৭০| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৭

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর একটা পোস্ট দিয়েছেন! বিনম্র শ্রদ্ধা তার প্রতি।

খুব খারাপ লাগল । যাদের বিনিময়ে আমাদের এই দেশ তারা কত অবহেলিত! এই লজ্জা কোথায় রাখব আমরা? :(

৭১| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৯

পুলক ঢালী বলেছেন: কেউ উদ্যোগ নিলে সহায়তা পাঠাবো । রানা প্লাজায় মানবতার ডাকে অনেকে সাড়া দিয়েছেন । মুক্তিযোদ্ধাদের জন্য মানবতার ডাকে সাড়া দেবোনা কেন ? রেজা ঘটক আপনাকে ধন্যবাদ মুক্তিযোদ্ধাদের করুন অবস্থা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য । রাজাকারেরা তাদের প্রজন্মকে রক্ষা ও বৃদ্ধির জন্য বহু অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলে এমনভাবে শিকড় গেড়েছে বাংলার মাঠিতে যে, সব রাজনৈতিকদলই হীন স্বার্থে নীতি ফিতি বিসর্জন দিয়ে সেই শিকড়ে জল সিঞ্চন করছে । মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করা হয়নি মুক্তিযোদ্ধা কল্যানট্রাস্ট নামে একটা প্রতিষ্ঠান আছে বটে তবে ওটা যে মুক্তিযোদ্ধাদের জন্য নয় তার প্রমান রমা চৌধুরী এবং আরও অসংখ্য মুক্তিযোদ্ধা যারা রিক্সা,ঠেলাগাড়ী, আর হকারি করে জীবনধারন করছেন ।

৭২| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২১

রোহান খান বলেছেন: মা তোমার ছেলেরা এখনো আছে। আসবো তোমার কাছে মা...।

৭৩| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০০

সািহদা বলেছেন: কিছু লিখার ভাষা হারিয়ে ফেলেছি।

অসাধারণ পোষ্ট। + + + + + +

৭৪| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৩

অেসন বলেছেন: লেখক, আপনার লেখা সবসময়ই ভাল লাগে। আর এই লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে আপনার এই লেখা পাঠকদের যেভাবে অনুপ্রানিত করেছে তাতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান এর প্রয়োজন হবে না।

৭৫| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৩

ঢাকাবাসী বলেছেন: কোন দেশে আবেদন করছেন? অনর্থক বিশেষ উদ্যেশ্যে ৮০০০ কোটি টাকার অস্ত্র কেনা হয় পররাস্ট্রমন্ত্রী খামাখা কোটি কোটি টাকা খরচ করে বিদেশ ঘুরে বেড়াতে পারেন কিন্তু এইসব দেবীদের জন্য ৫ লাখ টাকা থাকেনা! ধিক!

৭৬| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫১

সত্য-মিথ্যা বলেছেন: ধন্যবাদ এমন পোষ্টের জন্য ।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রমা চৌধুরী'র অন্তঃত একটু সুচিকিৎসার ব্যবস্থা করুন

৭৭| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৬

অপরাজিতা হিমু বলেছেন:
”র” বাদে শুধু “মা”
কিভাবে মায়ের জন্য কিছু করব?

৭৮| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১০

ব্লগ ৪১৬ বলেছেন: উনার কোন ব্যাংক একাউন্ট থাকলে কেন শেয়ার করা হচ্ছে না। সরকারের আশায় থেকে কোন লাভ নেই।

লেখক এই বিষয়ে এগিয়ে আসেন। উনাকে হেল্প করা জরুরী।

৭৯| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১২

আহলান বলেছেন: চট্টগ্রামে এমন কোন হ্যাডম ওয়ালা মুক্তিযোদ্ধা নাই যে কিনা তার ব্যপারে কোন সুষ্ঠ ব্যবস্থা নিতে পারে? সরকারকেই কি সব করতে হবে?

৮০| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৩

ঘূণে পোকা বলেছেন: খুব সুন্দর একটা পোস্ট দিয়েছেন! বিনম্র শ্রদ্ধা তার প্রতি।

খুব কষ্ট লাগল । যাদের বিনিময়ে আমাদের এই দেশ তারা কত অবহেলিত! এই লজ্জা কোথায় রাখব আমরা ?

৮১| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রেজা ঘটক অসাধারণ উপস্থাপনা!!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

++++++

৮২| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

রিমঝিমবৃষ্টি বলেছেন: লেখাটি পড়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না। নিজেকে খুব হতাশ মনে হয় মাঝে মাঝে। রাষ্ট্রই যেখানে দুর্বুত্ত। সেখানি রমা চৌধুরী জননীদের এমনি হবে এটাই স্বাভাবিক

৮৩| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১

জাবের তুহিন বলেছেন: উপস্থাপনা অসাধারণ ।
আর একটা ছোট প্রশ্ন । তার লেখা বইগুলো কি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাকি গল্পের ?

৮৪| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

হাবিব০৪২০০২ বলেছেন: মোস্তফা কামাল পলাশ বলেছেন: রেজা ভাই, আপনাকে ধন্যবাদ একজন লড়াকু বিরঙ্গনার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য।

এই জন্য আমি সব সময় বলি মুক্তিযোদ্ধা ও বিরঙ্গনাদের জন্য রাষ্ট্রের অর্থিক সাহায্য বাড়াতে হবে যাতে করে তাদেরকে ছেলে -মেয়েদের উপর নির্ভর করতে না হয়।

৮৫| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

কাফের বলেছেন: খুবই মর্মান্তিক!

উনার অনেক বয়স হইছে সময় নষ্ট না করে দ্রুত কোন ব্যবস্থা করা উচিৎ।

নিজে গোলামী করি তাই ইচ্ছা থাকলেও পাশে থাকতে পারছি না। টাকা পাঠানোর জন্য কোন বিকাশ নাম্বার দিলে আমার জন্য সুবিধা হয় সাধ্যমত পাঠাইয়া দিতাম।

৮৬| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২০

মহামহোপাধ্যায় বলেছেন: কি লজ্জা !! কি লজ্জা !! এই লজ্জা রাখি কোথায়?? রাজাকার রাজভোগ খায়, আর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার কপালে উপোস :(

৮৭| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

তুহিন সরকার বলেছেন: ক্ষমা কর মা তোমার ইজ্জত ও আমার ভাইদের বাঁচিয়ে রাখতে কিছুই করতে পারিনি।

রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ।

মাননীয় প্রধানমন্ত্রীর আকুল আবেদন আমাদের মায়ের কষ্ট একটু লাঘব করার চেষ্টা করুন।

ধন্যবাদ রেজা ঘটক।
শুভকামনা রইল।

৮৮| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮

ইখতামিন বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রীর আকুল আবেদন আমাদের মায়ের কষ্ট একটু লাঘব করার চেষ্টা করুন।

ধন্যবাদ রেজা ঘটক। :)

৮৯| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

রুম৭৪ বলেছেন: অসাধারন মর্ম্মষ্পর্শী উপস্থাপনা, পড়তে পড়তে চোখ ভিজে উঠেছে নিজের অজান্তেই। একত্তরের এই জননীর ঋন আমরা কোনদিন শোধ করতে পারবনা। তাঁর জীবনের শেষ কয়দিন যাতে স্বতিতে কাটে সেই চেষ্টা অন্তত আমাদের সকলের সম্মিলিতভাবে করা উচিৎ।

৯০| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

রুম৭৪ বলেছেন: অসাধারন মর্ম্মষ্পর্শী উপস্থাপনা, পড়তে পড়তে চোখ ভিজে উঠেছে নিজের অজান্তেই। একত্তরের এই জননীর ঋন আমরা কোনদিন শোধ করতে পারবনা। তাঁর জীবনের শেষ কয়দিন যাতে স্বতিতে কাটে সেই চেষ্টা অন্তত আমাদের সকলের সম্মিলিতভাবে করা উচিৎ।

৯১| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

বাঙলি বলেছেন: রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের মাধ্যমে এঁদের যথাযথ পুনর্বাসন করা সরকারের দায়িত্ব। জাতি হিসেবে আমাদের দায়িত্ব এঁদের খুঁজে বের করা এবং রাষ্ট্রের সামনে উপস্থাপন করা, তাঁদের পাশে দাঁড়ানো।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত রমা চৌধুরীদের সম্মান দিতে না পারলে আমরাও জাতি হিসেবে সম্মান দাবি করতে পারি না।

৯২| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯

কৌশিক বলেছেন: হায় আমার জননী!

৯৩| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০

বংশী নদীর পাড়ে বলেছেন: বলার ভাষা নাই। তবে এই টুকু বলা যায় নিশ্চিত যে, এই দেশটাকে আমরা স্বাধীন হিসেবে পাওয়ার পর প্রকৃত কোনো রাষ্ট্রনায়ক আজো পাইনি। আর তাই যদি না হতো তা হলে এই ৪২টি বছর পরও রমা চৌধুরীর মতো স্বাধীনতা যুদ্ধে আত্মবলিদানকারিনীর এই বেহাল দশার খবর আজ শুনতে হতো না। শুধুই আফসোস।

৯৪| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৪

আশীষ কুমার বলেছেন: কোন শুভ পরিকল্পনাই মাঠে মারা যায় না। কিছু না কিছু একটা হবেই।

৯৫| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

প্রািন্ত বলেছেন: রেজা ঘটককে অনেক ধন্যবাদ। অনেক রথি মহারথি অনেক মন্তব্য করেছেন। অনেকেই শুধু রাজাকারদেরকেই গালি দিয়েছেন। কিন্তু সকলের অবগতির জন্য বলি বর্তমানে আমাদের দেশের জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে অর্ধেকই ভূয়া। তারা সরকারী সুযোগ সুবিধা ভোগ করছে, প্রতিমাসে মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করছে, মেধা না থাকলেও তাদের সন্তানেরা চাকরী বাগিয়ে নিচ্ছে। আবার এই ভূয়া মুক্তিযোদ্ধারা মারা গেলে পুলিশ তাদের গার্ড অব অনার দিচ্ছে। কিন্তু অনেজ রমা চৌধুরী রয়েছে যারা নিজেদের মুক্তিযোদ্ধা সনদ পত্র জোগাড় করতে পারেন নাই। মুক্তিযুদ্ধের ফেরীওলা এই আওয়ামীলীগ কি রমা চৌধুরীদের জন্য কিছু করবেন? নাকি ভূয়া মুক্তিযোদ্ধাদেরকে একের পর এক সুবিধা দিয়েই যাবেন? এই পোষ্ট পড়ে নিজেদের আর স্বাধীন ভাবতে ভাল লাগছে না। যে স্বাধীনতা মানুষকে শুধুই যন্ত্রণা দেয় তা দিয়ে কি হবে? তবু আশায় রইলাম সরকার যদি রমা চৌধুরীর জন্য কিছু করেন।

৯৬| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সপ্নাতুর আহসান বলেছেন: আলস্যের আনন্দে আমি বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী, বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটা প্রথা বাদ দিয়ে এই মহিয়সী মুক্তিযোদ্ধাকে সর্বাত্মক সাহায্য করুন।

৯৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১১

প্রণতি বলেছেন: রমা মা'র জন্য কি আমরা নিজেরাই কিছু করতে পারি না! সরকার আদৌ কখন কি করবে! সে অপেক্ষায় বসে থাকা কি ঠিক হবে!

৯৮| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার ভাবতে অবাক লাগে যে চট্টগ্রামের কবি, সাহিত্যিক এতদিন কি করেছেন‍ !!!! কি করেছেন চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক, আর নারী নেত্রীগণ,,!!! তারা কি একটু হলেও এই মার কথা শোনেন নাই !!!

মাকে শ্রদ্ধা ,,, কোটি কোটি শ্রদ্ধা,,,,,,,,,

লেখককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মায়ের কথা দেরীতে হলেও আমাদের জানানোর জন্য,,,,,,,,,,,,,,, রমা মার মতো যত মা আছো,,,,,,,সবাই তোমরা ভাল থাক,,,,,,,সাহস রাখ বুকে!!! এগিয়ে চল মাথা উচু করে। আমরা তোমাদের অধম সন্তান,,,,,,,আমাদেরকে তোমরা ক্ষমা করে দিও,,,,,,,,, তোমরা আমাদের জন্য একটি দেশ দিয়েছো, দিয়েছো উজাড় করে স্নেহ,ভালবাসা,,,,,,,,,,,,, আর আমরা সব ভুলে শুধুমাত্র নিজেদের নিয়ে ব্যস্ত,,,,,,,!!!

লাল সালাম,,,,,,,,,লাল সালাম

৯৯| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৩

মাহমুদুর রাহমান বলেছেন: +++++

১০০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

রাসেল হোসেন বলেছেন: আমার নানির বাড়ি বোয়ালখালীর পোপাদিয়ায়। কি দূর্ভাগ্য, কোনদিন রমা চৌধুরীর কথা কেউ বলেনি। এটাই হয় আমাদের দেশে। সমাজ মূল্য দিতে জানে না। আগামী প্রজন্মের কাছে অনেক কিছুই লুকিয়ে যান প্রবীনরা। আমি রমা চৌধুরীর ঠিকানা চাই অথবা কোথায় গেলে ওনার সাথে দেখা হবে তা জানতে চাই। আমার পেশাগত দিক থেকে এগিয়ে গিয়ে কিছু একটা করতে চাই। কেউ ওনার ঠিকানা জানলে অনুগ্রহ করে জানাবেন।

১০১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১৬

ইউসুফ আলী রিংকূ বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী, রমা চৌধুরী'র মতো হাজারো মায়েরা এখনো মুক্তিযুদ্ধের দুঃসহ স্মৃতি নিয়ে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আর গোলাম আযমরা এখনো আপনাদের ভোটের হিসেবের সবচেয়ে বড় হিসাব নিকাশ, আতাঁতের অংশ। এই জন্যই কি সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিযুদ্ধ করেছিল? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে রমা চৌধুরী'র জন্য একটা কিছু করার দাবী করছি। রমা চৌধুরী ভিক্ষা চায় না। রমা চৌধুরী শিক্ষিত। বাংলায় মাস্টার্স। নিজের লেখা বই বিক্রি করে পেট চালান। রমা চৌধুরী'র কোনো রাষ্ট্রীয় খেতাবও দরকার নাই। দেশের জন্য বীরাঙ্গনা হওয়ার কষ্টই তার সবচেয়ে বড় দুঃখ, বড় পাওনা। স্বাধীনতার ৪২ বছর গেল। রমা চৌধুরী নিজের ওষুধটুকুও কিনতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রমা চৌধুরী'র অন্তঃত একটু সুচিকিৎসার ব্যবস্থা করুন। রমা চৌধুরীদের জন্য এর বেশি আর কোনো দাবী নেই।

ৎঁৎঁৎঁ বলেছেন: পোস্টে প্লাস! অনুভূতি জানানোর ভাষা নেই!

প্রধানমন্ত্রী কি করবেন সেটা তার ব্যাপার। ব্লগ থেকে থেকে আমরা হইত কিছু পারি এই দুঃখিনী মানুষটার জন্য।

সহমত

১০২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন: পোস্টে প্লাস! অনুভূতি জানানোর ভাষা নেই!

প্রধানমন্ত্রী কি করবেন সেটা তার ব্যাপার। ব্লগ থেকে থেকে আমরা হইত কিছু পারি এই দুঃখিনী মানুষটার জন্য।

সহমত

১০৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৬

বাঘ মামা বলেছেন: আদালতে এত সাক্ষী জেরা কেন। একজন রমা চৌধুরী কি যথেষ্ট নয় ওদের সবার গলায় ফাঁস লাগানোর জন্য?

রমা চৌধুরীর জন্য এগিয়ে আসুক সরকার

ধন্যবাদ রেজা ভাই

শুভ কামনা সব সময়

১০৪| ১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই দুঃখজনক এবং মর্মস্পর্শী। আশা করি রমা চৌধুরীর ব্যাপারটা প্রধান মন্ত্রীসহ বিরোধী দলীয় নেত্রীরও নজরে আসবে, এবং তাঁরা রমা চৌধুরীদের জন্য একটা স্থায়ী সমাধান বের করবেন।

এর আগে ব্লগে জনৈকা ‘কলমদাদী‘র এরকম দুঃসহনীয় দিনযাপনের কথা শুনেছিলাম। তিনিও সুশিক্ষিত, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তাঁর খবর আর জানা নেই।

১০৫| ১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩৬

সাজিদ ইমরান বলেছেন: দুঃখজনক এবং মর্মস্পর্শী। রমা চৌধুরীর ব্যাপারটা প্রধান মন্ত্রীর নজরে আসবে, এবং ব্লগের পক্ষ থেকেও এই উচ্চ শিক্ষিতা মহিলার জন্য বাস্তব মূখী পদক্ষেপে অগ্রনী ভূমিকা নেবেন এই আশাও করছি ।

১০৬| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪২

সরদার হারুন বলেছেন: সহমত +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১০৭| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৬

হুমায়ুন তোরাব বলেছেন: বহু ডিন াগে লিখছিলাম

২ লাখো মা-বনের ইজ্জত ও ব্যবসা পাগল এক জাতির গল্প ।

১০৮| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭

রবিউল ফকির বলেছেন: মানীয় প্রধান মন্ত্রীর কাছে এইসব ঘটনা না বলাটাই বাল। তাদের এইসব দেখার সময় উনাদের হাতে নেই। তাদের চিন্তা চেতনায় এখন সামনের নির্বাচন নিয়ে, কি ভাবে ক্ষমতায় থাকতে পারবেন সেই চিন্তায় মগ্ন। শুধু গোলাম আজমরাই নয় এই দেশে এই সরকারের ইঞ্জিনিয়ার মোশারফ, মখা আলমগীর এখনো বাংলাদেশ মন্ত্রী পরিষদেই আছেন। সুতরাং কামারের দোকানে কোরআন পড়া নিষ্প্রোজন।

১০৯| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫

নীহারিক০০১ বলেছেন: আমরা কিছু করতে চাই

১১০| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
রমা চৌধুরীর মত যে মানুষগুলা দেশের স্বাধীনতার পেছনে প্রত্যক্ষ অবদান রেখেছেন তারা থাকে অনাহারে অর্ধাহারে, এদের সাহায্য করার খবর নাই! সরকার কিনা মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা দিতে উঠে পরে লাগছে!

১১১| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪

আরমিন বলেছেন: যতবার লেখাটি পড়ি বাকরুদ্ধ হয়ে যাই! এত কস্টের জীবন কেন হয় মানুষের? ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স, বিশাল ব্যাপার! জীবনযুদ্ধে না হেরে নিজের লেখা বই বিক্রী করে সংগ্রাম চালিয়ে যাওয়া এই মহিয়সী নারীর প্রতি রইলো বিনীত শ্রদ্ধা!

লেখককেও আন্তরিক ধন্যবাদ রমা চৌধুরীরকে আমাদের সামনে তুলে ধরবার জন্য! আপনার এই লেখাটির মাধ্যমে রমা চৌধুরীর উপর মানুষের সুনজর পড়ুক এবং তাঁর সাহায্যে সবাই এগিয়ে আসুক এই প্রত্যাশাই থাকলো।

১১২| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩

মুশে হক বলেছেন: সরকার ও সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদলের দৃষ্টি আকর্ষণ করে বলছি; অবসর প্রাপ্ত শিক্ষক ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতার ব্যবস্থা করুন। আইনী জটীলতা ওভাররুল করে এটা করলে ও দেশবাসি
সমর্থন করবে।

১১৩| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬

চাদের জোসনা বলেছেন: প্রধানমন্ত্রী ,আপনি এগুলো দেখেন না? এই রমার কথা না হয় রেজা ঘটক লেখল সমাজের আর বাকী রমাদের খোঁজ কে নেবে?

১১৪| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫

বোরহান বলেছেন: ২০০০ সালের কথা। তখন আমি চট্টগ্রাম কলেজ পড়ি। কলেজ থেকে ফিরছিলাম। হটাত এক বয়স্ক মহিলা আমার পথ আগলে দাঁড়াল। জীর্ণশীর্ণ শাড়ি পরা। মাথায় ছাতা আর কাঁদে ঝোলা। আমি খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম সাহায্য চাইবে। উনি আমার নাম, কোথায় পড়ি ইত্যাদি জানতে চাইলেন। আমার উত্তর দিলাম। তারপর উনি নিজের পরিচয় দিয়ে বললেন, আমি রমা চৌধুরি। আমি একজন লেখিকা। আমার একটা ছেলে ছিল, দেখতে অবিকল তোমার মত। কিছুদিন আগে মারা গেছে। বলতে বলতে কেঁদে ফেললেন। আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন উনার ছেলে কবিতা লিখতেন। আমাকে মন দিয়ে লেখাপড়া করার উপদেশ দিলেন। বললেন আমার ডিপার্টমেন্ট চেয়ারম্যানের সাথে তাঁর পরিচয় আছে। মাঝে মধ্যে ডিপার্টমেন্ট আসেন। কোন দরকার পরলে যেন তাঁকে বলি। অনেকদিন পরে আরেকবার দেখেছিলাম মুসলিম হলের সামনে বইমেলায়। তবে উনার ব্যাপারে এতকিছু জানতাম না।
এতদিন পর এই মহিলার দুঃখের কথা জেনে মনটা খারাপ হয়ে গেল। রেজা ঘটক ভাইকে ধন্যবাদ এই দুখিনি মহিলাকে নিয়ে লেখার জন্য।
মাননীয় প্রধানমন্ত্রী রমা চৌধুরী'র জন্য কিছু একটা করুন।।

১১৫| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: শ্রদ্ধা রমা চৌধুরীর প্রতি।

লেখককে ধন্যবাদ রমা চৌধুরীর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি।

১১৬| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩

আনোয়ার ভাই বলেছেন: মাগো তোমার কান্না মাখা মুখ দেখে খুব কষ্ট লাগে। এ প্রিয় দেশের জন্য তোমার ত্যাগের যে সম্মান জানানোর দরকার ছিল তা দিতে পারিনি আমরা অভাগারা।
অথচ দেখ মা চোখে সামনে দেশের স্বাধীনতা বিরোধীরা গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরল। কালোবাজারিরা কত আরাম আয়েশে দিন কাটায়। সাভারের রানারা রাজনীতি দলের মার্কা লাগিয়ে রাতারাতি হয়ে যায় ধন্যাঢ্য। শেয়ার বাজার কেলেংকারী করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে কতজন।

মাগো তুমি কেদনা আর। ভগবানও তোমাকে সুখ দিতে কৃপনতা করল বলে।

১১৭| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৯

রোকেয়া ইসলাম বলেছেন: কোন কিছু গুছিয়ে বলার ভাষা হারিয়ে ফেলেছি। যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি তাদের এই করুন অবস্থার কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। নিজের কাছেই নিজেকে খুব অসহায় মনে হচ্ছে।
এমন মায়ের প্রতি শশ্রুদ্ধ সালাম। এই দুঃখিনী মায়ের জন্য এগিয়ে আসুক সরকার এগিয়ে আসুক দেশের জনগন এটাই আমার কামনা। পাশাপাশি আমিও কিছু করতে চাই তবে তা কিভাবে বুঝতে পারছিনা।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন স্পর্শ কাতর একটা বিসয়কে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য।

১১৮| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৬

কসমিক- ট্রাভেলার বলেছেন:










লেখককে অসংখ্য ধন্যবাদ রমা চৌধুরীকে ব্লগে তুলে আনার জন্যে

আমাদের সমাজে এমন অসংখ্য রমা চৌধুরী আছেন আমরা যাদের খোজ রাখিনা।



আর প্রধানমন্ত্রীকে বলে কোনো লাভ নেই কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর গঠনপ্রণালীই হচ্ছে অনিয়ম, জোচ্চুরী আর তেলা মাথায় তেল দেবার মন্ত্র দিয়ে।


সঠিক সমাধানের জন্যে প্রয়োজন সততা, দক্ষতা,সঙ্ঘবদ্ধতা আর পরিপূর্ণ সেবার মানসিকতা।





১১৯| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২

সাংগু বলেছেন: আমরা কিছু করতে চাই

১২০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫২

সাজিদ এহসান বলেছেন: সহমত

১২১| ২০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হায়রে স্বাধীনতা!!!

১২২| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৫

নেকড়েমানব বলেছেন: স্পিচলেস...কি বলবো, বুঝতে পারছিনা

১২৩| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৮

নাফাজি বলেছেন: আমরা মানে সাধারণ জনগণ যদি সাহায্য করতে চাই তাহলে কিভাবে করবো? আর উনি সেই সাহায্য গ্রহণ করবেন কিনা সেটাও যদি বলতেন!

১২৪| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: এমনি করে হাজারো রমা চৌধুরী নীরবে চোখের জল ফেলে যায়...
তাদের কান্নার শব্দ পৌছায় না শাসকের দরবারে...

ব্যর্থ , বিশ্বাসঘাতক জাতি করতে পারে না সেই পশুদের বিচার
আদায় করতে পারে না ন্যূনতম ক্ষমাপ্রার্থনা...

এই লজ্জা কোথায় রাখি??

___________________

১২৫| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০০

রেজা ঘটক বলেছেন: রমা চৌধুরী একাত্তরে সম্ভ্রম হরানোর পর সামাজিক ভাবে অনেক লাঞ্চিত হয়েছেন। অনেক বঞ্চনার শিকার হয়েছেন। অনেক আত্মীয়স্বজনের কাছ থেকে মর্মাহত হয়েছেন। তাই কারো কাছ থেকে তিনি সরাসরি কোনো সাহায্য গ্রহন করেন না। তাই বিষয়টি অন্য দশ জনের মতো নয় বলে একটু সাবধানে পরিবল্পনা করেই আগাতে হচ্ছে। আপনাদের সকলের সহানুভূতি এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় আশা করছি আমরা রমা চৌধুরীর জন্য কিছু করতে পারবো।
রমা চৌধুরী নিজের একক প্রচেষ্টায় ‘দীপঙ্কর স্মৃতি অনাথালয়’ নামে নিজের সেই পোড়া ভিটায় একটি অনাথ আশ্রম গড়ে তোলার চেষ্টা করছেন। আমরা সেটাকে মাথায় রেখে সেই পরিকল্পনা করতে চাই। তাহলে হয়তো তিনি সেই সহায়তা মেনে নেবেন। আর প্রধানমন্ত্রী'র কাছে আবেদন করার আসল কারণ হলো, ব্যক্তি উদ্যোগে কিছু করলে তিনি তা গ্রহন করেন না। সম্মিলিত উদ্যোগের বেলায়ও সেই আশংকা রয়েছে। কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগকে রমা চৌধুরী নিশ্চয়ই সম্মান দেখিয়ে সম্মানের সাথেই গ্রহন করবেন বলে আমি মনে করি।
বিষয়টি আরেকটু সময় সাপেক্ষ ব্যাপারও বটে। প্রধানমন্ত্রী যতোক্ষণ না বিষয়টি নিয়ে নিজে উদ্যোগ না নেবেন, ততোক্ষণ আমাদের সম্মিলিত উদ্যোগটির জন্য অপেক্ষা করাই ভালো বলে আমার নিজের মতামত। তবে সবাই প্রস্তুত থাকেন। শীঘ্রই আমরা সাংসদ মঈনউদ্দিন খান বাদল সাহেবের মাধ্যমে প্রধানমন্ত্রী'র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তারপরে আমাদের যেসব পরিকল্পনা আছে তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। রমা চৌধুরী কোনো সরাসরি সাহায্য গ্রহন করেন না বলেই বিষয়টি একটু সেনসিটিভ। এটা না পাওয়ার বেদনা জড়িত দীর্ঘ দিনের ক্ষোভের একটি বহিপ্রকাশ।
আর আমরা কি কি করতে পারি, সে বিষয়ে আপনারা খোলা মনে পরামর্শ দিন। যাতে আমরা সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীকে বলার সুযোগ পাই। সকলকে ধন্যবাদ

১২৬| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৯

বাংলার আকাশ বলেছেন: সত্যি অনুভূতি জানানোর ভাষা নেই ...ধন্যবাদ লেখক কে একজন বীরাঙ্গনার পাশে দারানোর জন্য। আমাদের স্বাধীনতার সুবিধাভোগি অনেক , ভুক্তভগিদের খবর কেউ রাখে না ।

১২৭| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১১

বাংগাল গাজী বলেছেন: :(( :(( :(( :((

১২৮| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ভুদাই আমি বলেছেন: খুবই কষ্ট লাগলো লেখাটা পড়ে। দেশের স্বাধীনতার কি দোষ। দোষ তো রমা চৌধুরীরই। তার সবচেয়ে বড় দোষ এই দেশের মাটিতে জন্ম গ্রহন করা। কেননা এদেশে স্বাধীনতার ধারক ও বাহকদের কোন মুল্যায়ন করা হয় না। মূল্যায়ন করা হয় শূধু স্বাধীনতার সপক্ষ শক্তিকে (!) আজও অনেক মুক্তিযোদ্ধা আছে যারা তিন বেলা খেতে পায় না। কিন্তু এই স্বাধীনতাকে বিক্রি করে কোটি কোটি টাকার ব্যবসা করে নিচ্ছে কর্তারা।


ভাই, রমা চৌধুরিদের মত বাংলার সাহসী মা দের জন্য কি কোন ফান্ড গঠন করা যায়? আমরা যারা অনলাইন এক্টিভিস্টরা আছি, সবাই মিলে প্রচারনা করে জনসাধারন থেকে ২-৫-৫০-১০০ টাকা করে একটা ফান্ড করা যেতে পারে। শুধু সরকার কেন, আমরাও তো তাদের মহান ত্যাগের কাছে দায়বদ্ধ।।

১২৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

হাবিব০৪২০০২ বলেছেন: সঠিক সমাধানের জন্যে প্রয়োজন সততা, দক্ষতা,সঙ্ঘবদ্ধতা আর পরিপূর্ণ সেবার মানসিকতা

১৩০| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৪

ঈমানদার পাপী বলেছেন: মুক্তিযুদ্ধ দেখিনি..............
মুক্তিযোদ্ধা দেখেছি...........
পাকহানাদার দেখিনি........
রাজাকার দেখেছি.............

রিকসার প্যাডেল ঘোরাতে ঘোরাতে ক্লান্ত মুক্তিযোদ্ধা..
আর রাজাকারের গাড়ীতে উড়ে লাল সবুজ পতাকা !!!
হায়রে বাংলাদেশ...........

১৩১| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫১

রেজা ঘটক বলেছেন: একাত্তর টিভি আজ সকাল ৯ টার সংবাদ সংযোগে রমা চৌধুরী'র উপর একটি প্রতিবেদন দেখায়। এছাড়া চট্টগ্রাম স্টুডিওতে রমা চৌধুরীকে উপস্থিত রেখে সংবাদ পাঠিকা তাঁকে কিছু লিখিত প্রশ্ন কাগজ দেখে দেখে করেন। পুরো জিনিসটি দেখে আমার নিজের খুব লজ্বা লেগেছে। আমাদের সংবাদ মিডিয়ার মানুষগুলো শিক্ষিত হবে কবে? একটি প্রশ্ন ছিল- আমাদের আপনার একাত্তরে মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি বলুন? প্রশ্নের জবাব দিতে দিতে রমা চৌধুরী কেঁদে দিলেন। আপনারা প্রতিবেদন আর সাক্ষাৎকারের নামে রমা চৌধুরীকে আর কতো কাঁদাবেন? ৪২ বছরে দেশের বিবেক আসলেই মরে গেছে। রমা চৌধুরী'র জন্য কিছু করতে না পারলে এভাবে তাঁকে ডেকে এনে শুধু শুধু কাঁদানোর কোনোই মানে হয় না। আর আমাদের রাষ্ট্রযন্ত্র তো নাকে তেল দিয়ে ঘুমায়। আর রমা চৌধুরীদের ৪২ বছর ধরেই এভাবে প্রকাশ্যে অথবা আড়ালে কেবলই কাঁদার নিয়ম। হায়রে স্বাধীনতা!!! হায়রে রাষ্ট্রযন্ত্র!!! হায়রে অসভ্য মিডিয়া!!! এদের সবার দৈন্যতা দেখে নিজেরই খারাপ লাগে...

১৩২| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৫

কদমা বলেছেন: ওনার জন্য প্রধানমন্ত্রি কি করবেন, সেটা তার বিষয় । আমরা নিজেরাই কিছু করি না কেন !

আমি অনলাইনে ওনার বই কিনতে চাই

আর ওনার জন্য ১টা বিকাশ ফান্ড করলে তাতে কিছু টাকা পাঠাতে পারি । আমার মত লাখ মানুষ ওনাকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে । কিন্তু ওনাকে সাহায্য করার পদ্ধতিটা যেন বিকাশ বা অনলাইনে বই কেনার মত সহয হয় ।

১৩৩| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০০

অলওয়েজ ড্রিম বলেছেন: কি লিখব কিভাবে লিখব বুঝতে পারছি না। আমার খালি কান্না পাচ্ছে।
একজন মানুষ অসাধারণ একজন মানুষ, মুক্তিযুদ্ধে যার অবদান কোনো নিক্তিতে পরিমাপযোগ্য নয়, গত চার দশক ধরে এভাবে বঞ্চিত আছেন অথচ এই অকৃতজ্ঞ জাতি তার জন্য কিছুই করেনি!!
মাগো আমরা লজ্জিত আপনার কাছে।

১৩৪| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

নবকবি বলেছেন: রমা চৌধুরীকে বীরাঙ্গনা হিসেবে মুক্তিযুদ্ধের চেতনার মালিক আওয়ামী লীগের সাহায্য করার সময় কোথায়। তারা ব্যস্ত জামাত আর বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে শিবির খোজা নিয়ে ব্যস্ত।

১৩৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৪

ছাসা ডোনার বলেছেন: আসুন দেশবাসী এই মা জননীর জন্য কিছু একটা করি। আমরা সবাই শুধু দেশপ্রেমিক বলে চিল্লাই কিন্তু কাজের বেলায় ঠনঠনা। রাজনীতিবিধরা শুধু রাজনীতি করে ভোট চাইতে গেলে দুনিয়ার সব কিছু দেয়ার অংগিকার করে আর ভোটের পরে চিনেইনা।তাই রমা চৌধুরীদের মত শত শত মা বোনেরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।মুক্তিযোদ্ধার যে কোটা আছে সেখানে রাজাকারের সন্তানরা ঢুকে সব সুবিদ্ধা নিতেছে।

১৩৬| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:১০

Palol বলেছেন: স্বাধীনতার জন্য রমা চৌধুরী সবচেয়ে বেশি মূল্য দিয়েছেন। তার এ দুরাবস্থা মানে জাতির মননের দুরাবস্থা। মঈনুদ্দীন খান বাদলতো একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং বর্তমানে এমপি। তিনিই তো এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে পারেন। রমা চৌধুরীর এমন অবস্থা আমরা দেখতে চাই না।

১৩৭| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৮

হাসান জহুরুল বলেছেন: দু:খ-কষ্ট যাই-ই প্রকাশ করি তাতে ষোলো আনার পনেরো আনাই বাকি থেকে যাই মনে করি।

প্রথমত: পোষ্টটি স্টিকি করার জন্য ব্লগ পরিচালকের কাছে আবেদন জানাচ্ছি।

দ্বিতীয়ত: যেহেতু সর্বহারা এ মানুষটি সরাসরি সাহায্য নিতে নারাজি সেহেতু তার সকল বই কেনার ব্যবস্থা করা যেতে পারে। গ্রাহক একজন না হয়ে একাধিক হলে ভালো হয়। এক্ষেত্রে, চট্রগ্রাম শহরে বসবাসকারী ব্লগার ভাই-বোন মিলে বইয়ের দাম জেনে নিতে পারেন এবং পরবর্তীতে তা শেয়ার করতে পারেন সবার সাথে এবং সেই সাথে আহ্বান করতে পারেন অর্থ সাহায্য চেয়ে।

তৃতীয়ত: ৭২ বছর বয়সের একজন মানুষকে তার রুটি-রুজির ব্যাপারে সহযোগিতা করার জন্য কালক্ষেপণ করার সুযোগ নাই। আর সেজন্যই, খুব দ্রুত এ ব্যবস্থাটা করতে হবে। যে মহৎপ্রাণ প্রকাশক তার বইগুলো রয়্যালিটি সুবিধা সমেত প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করেছেন তাকে অনুরোধ কাজটি দ্রুত করুন।

চতুর্থত: অনাথালয় নিয়ে রমা চৌধুরীর ভাবনার বিস্তারিত জেনে আমাদের খুঁজে বের করতে হবে কোন ক্ষেত্রে কতটুকু সহযোগিতা প্রয়োজন, এবং অত:পর সকলে মিলে সেই সহযোগিতা নিশ্চত করা প্রয়োজন।

উপরের প্রস্তাবনা খুব একটা ভাবনার ফসল নয়, প্রবন্ধটি পড়ার প্রতিক্রিয়া মাত্র। সংযোজন, বিয়োজন বা বাতিল সম্ভব যদি আরো গাঠনিক কিছু পাওয়া যায়।

আকুন্ঠ সমর্থণ এবং সহায়তা থাকবে সকল কাজে।

ঠিক এইভাবে মুক্তিযুদ্ধের কোনা বীরাঙ্গনা জীবন যাপন করলে আর যেই সুখে থাকুক আমরা সুখের ঠেকুর তুলতে পারি না।।

১৩৮| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:৫১

সেতু আশরাফুল হক বলেছেন: এই পোষ্টের কারনে লেখককে ধনবাদ। আমি রমা চৌধুরীকে চিনি, তাঁর পায়ের ধুলো নেয়ার সুযোগ হয়েছে আমার । বতমানে তাঁর লিখিত 'ভাব বৈচিতে রবীন্দনাথ' বইটি আমার হাতে।

আমি চাই সরকার থেকে তাঁকে ও তাঁর আশমের জন বিশেষ সুবিধা দেয়া হোক।

বিনীত।

১৩৯| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৫

ইজীটক বলেছেন: সবাই বলেছেন "মাননীয় প্রধানমন্ত্রী রমা চৌধুরী'র জন্য কিছু একটা করুন"। কেন আমরা নিজেরা কি কিছুই করতে পারিনা? আর কিছু না পারলেও উনার বই তো কিনতে পারবো। আসুন আমরা সবাই এই দুখিনি মায়ের লেখা বই কিনি এবং অন্যকে বই কিনতে উত্সাহিত করি।

১৪০| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭

মেঘ ঘুড়ি বলেছেন: পোস্টের জন্য ধন্নবাদ দিলেও ছোট করা হবে ।

১৪১| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫

এসএমফারুক৮৮ বলেছেন: ব্লগে বিষয়টি তুলে আনার জন্য

রেজা ঘটক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৪২| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২০

আসাদুজ্জামান ইব্রাহি২২১১ বলেছেন: হায়রে স্বাধীনতা,হায় রে মানবতা,হায়রে সোনার বাংলাদেশ, !!!!!!
যেই জামাত,আলবদর,আলসামসদের পশুরূপী আচরণের বলি এই রমা আজকে স্বাধীন বাংলাদেশের নিপীড়িত,নিষ্পেষিত বীরাঙ্গনা ,আর ওই গোলাম আজম, নিজামী,কাদের মোল্লাদের কে আমরা জেলে লালন পালন করছি এই রমাদের ভ্যাট এর টাকা দিয়ে ।রমাদের মত অসংখ্য সম্ভ্রম হারা মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলা আজকে গোলাম আজম, সাইদি, কাদের মোল্লাদের জুতার ভার এখনও সহ্য করতে হয় এই সোনার বাংলার পবিত্র মাটির ।

১৪৩| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: লেখাটি পড়েছি .. এত এত নোনা জল জমা হয় যে আর ব্লগেই বসতে ইচ্ছে করেনি... কমেন্ট তো দুর....... জানি ইশ্বর এত নির্মম নয়......

১৪৪| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৪

বর্ণহীণ বলেছেন: :(

১৪৫| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫১

জাতির নানা বলেছেন: প্রধানমন্ত্রী রমা চৌধুরীদের নিয়ে ভাবেন না।



(অপ্রাসঙ্গিক কমেন্টের জন্য দুঃখিত)

১৪৬| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৪

বাংলার হাসান বলেছেন: বীরাঙ্গনা মায়ের কষ্ট কতটুকু লাগব করতে পারব জানি না। তবে চেষ্টা করছি মায়ের জন্য নিজ ক্ষমতায় যতটুকু সাধ্য।

১৪৭| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৩

দখিনা বাতাস বলেছেন: আমার নিজের বাস্তব অভিগ্গতা থেকে বলি, ময়মনসিংহে আমার মেজোমামা ছিল নিজে মুক্তিযোদ্বা, আবুল হাশেম, বীর প্রতীক। ভালুকা হালুয়াঘাট ভৈরব -এইসব অন্চলে বিভিন্ন অপারেশনে তার অনেক সহযোদ্বা ছিল গরীব। ৯৭ এর দিকে এমন অসুস্হ গরীব ৬জন মুক্তিযোদ্বার চিকিৎসার জন্য কিছু মাসিক অনুদানের ব্যাবস্হা করে দিয়েছিল সরকারের কাছ থেকে নিজের ব্যাক্তিগত যোগাযোগের মাধ্যমে। যাই হোক, ২০০১ এ সরকার বদলের পরে ভাতাতো বন্দ হলোই সাথে ছিল কিছু অপমানও। এমন আরো অনেক ঘটনা আছে অনেকের কাছে শোনা। ঐসব ঘটনা আর না বলি। মামা নিজেও ২০০৫ এ মারা যায়।

অতীতের ঘটনা দেখেই বলছি, এই সরকার আছে আর ৩ মাস। এখন যদিও প্রধানমন্তি দিয়ে বা এলাকার আওয়ামীলীগ সাংসদ বাদল সাহেবকে দিয়ে কিছু হয়ও, সরকার বদলের সাথে সব বন্দ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কারন, রমা চৌধুরীর ঘটনাটা মুক্তিযুদ্ব কেন্দ্রিক। আমার মামার সহযোদ্বাদের মত ঘটনা হলে রমা চৌধুরী আরেকবার অপমানকর অবস্হার মাঝে পড়বেন। এইটা মাথায় রেখে চেস্টা করেন এই ব্লগের ব্যানারে কিছু করা যায় কিনা।

১৪৮| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:২৯

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: ফেসবুকে শেয়ার দিচ্ছি ভাইয়া, যদি শিঘ্রই রমা চৌধুরীর জন্য কিছু না করা হয়- আমাদের মত নির্লজ্জ জাতি বোধহয় ইতিহাসে ২য়টি থাকবে না।

১৪৯| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৮

মিজানুর রহমান মিলন বলেছেন: রমা চৌধুরীরা আমাদের পথের ভিক্ষুক! আর গোলাম আযমরা এখনও প্রিজন সেলেও ভিআইপি সুযোগ সুবিধা পায়। ভিআইপি খাবার পায়। ভিআইপি স্বাস্থ্যসেবা পায়। এই লজ্বা আমরা কোথায় রাখি, মাননীয় প্রধানমন্ত্রী?



প্রধানমন্ত্রীকে অনুরোধ, যতদ্রত সম্ভব রমা চৌধুরীর জন্য কিছু করুন । আর কতকাল পরে এই রমা চৌধুরীদের আমরা প্রাপ্য সম্মান দিব ?

কিছুই আর বলতে পারলাম না ভাই । আমার চোখ পানিতে টলমল করছে !

১৫০| ২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১১

ইরফান রিজভী বলেছেন: আমি তাঁর জন্য কিছু করতে চাই। আপনার সাথে কথা বলতে চাই। কী ভাবে যোগাযোগ করবো? আমার ইমেইল: [email protected]
বিস্তারিত সরাসরি আপনার সাথে কথা বলবো যদি আপনার যোগাযোগের ঠিকানাটি পাই।

১৫১| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৬

ফটিক জল বলেছেন: সস্মান ও শ্রদ্ধা জানানোর ভাষা হারিয়ে ফেললাম। আসুন আমরা সবাই সহায়তার হাত বাড়াই... প্লিজ।

১৫২| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৬

আশরাফ উদ্দিন বলেছেন: আমি তাঁর জন্য কিছু করতে চাই।

১৫৩| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১০

মাহমুদা সোনিয়া বলেছেন: sedin TV te onar shomporke protibedon dekhe kanna peye gelo. lojjai laglo amon akjon nari je achen ctg te setai jantam na!


oshadharon akti oddog! sokol shafollo kamona kori.

১৫৪| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

শহুরে কাউয়া বলেছেন: আমরা কেউ যদি রমা মায়ের জন্য কিছু করতে চাই, কিভাবে করব?

১৫৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৩

তানিয়া হাসান খান বলেছেন: রমা চৌধুরীকে সালাম।

কিভাবে করব?
জানিনা .......
আমাদের দেশে হবে সেই ছেলে কবে ?
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

১৫৬| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৫

কাউসার রানা বলেছেন: আমার চোখ পানিতে টলমল করছে ! অন্য কিছু বলতে পারলাম না......

১৫৭| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯

সফদার ডাকটার বলেছেন: ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২.৩৯ মিনিটে সামহোয়্যারইন ব্লগের প্রথম পাতায় একটি পোস্ট এলো যার শিরোনাম,

মুক্তিযুদ্ধ আমার কাঁধে ঝোলা দিয়েছে। আমার খালি পা, দু:সহ একাকীত্ব মুক্তিযুদ্ধেরই অবদান। আমার ভিতর অনেক জ্বালা, অনেক দু:খ। আমি মুখে বলতে না পারি, কালি দিয়ে লিখে যাব। আমি নিজেই একাত্তরের জননী।

ব্লগার লুব্ধক০১ এর লেখা চমৎকার এই আর্টিকেলটি বেশিরভাগ পাঠকের চোখ এড়িয়ে যায়, ভালোলাগা-০৩ মন্তব্য-০২, ১২২ বার পঠিত ।

অত্যন্ত সুন্দর ভাবে লিখিত এই আর্টিকেলটি পড়লে যেকেউ চমকে যাবে । একাত্তরের বীরঙ্গানা, মুক্তিযোদ্ধে সন্তান ঘর-বাড়ি সর্বস্ব হারানো এক জীবন সংগ্রামী নারীর বেঁচে থাকার চিত্র সুনিপুনভাবে ধাপে ধাপে তুলে নিয়ে এসেছেন প্রতিবেদক ।

ব্লগার লুব্ধক০১ পোস্টের শেষে খুব সুন্দর ভাবে লেখাটির তথ্য যুক্ত করেছেন । লেখাটি গত ডিসেম্বারে বাংলা নিউজে প্রকাশিত হয় ।


সেই একই পোস্ট একই দিন অর্থাৎ ১৭ জুলাই সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে সামহোয়্যারইনের প্রথম পাতায় আসে এই শিরোনামে,

মাননীয় প্রধানমন্ত্রী রমা চৌধুরীর জন্য কিছু একটা করুন । । রেজা ঘটক

বাংলানিউজের প্রতিবেদনটি মোটামোটি অবিকৃত রেখে রেজা ঘটক প্রধানমন্ত্রী বরাবর রমা চৌধুরীর জন্য কিছু করার জন্য আবেদন জানিয়েছেন । কিন্তু তিনি কোথাও লেখাটির মুল সূত্র উল্লেখ করেন নি ।

একজন বীরঙ্গানা, একাত্তরে সর্বস্ব হারানো এক জীবনসংগ্রামী নারীকে নিয়ে চমৎকার পোস্ট সামহোয়্যারইনে প্র্থমে নির্বাচিত পাতা এবং সর্বশেষ বেশ কিছুদিন যাবত স্টিকি পোস্ট হিসাবে দৃষ্টি আকর্ষনী হয়ে থাকছে ।

খুব স্বাভাবিক ভাবেই পোস্ট পাঠকের ব্যাপক সহানুভুতি অর্জন করে, এবং রেজা ঘটক পোস্টের লেখক হিসাবেই মম্তব্যের উত্তর দিয়ে যাচ্ছেন ।


অন্যের লেখাকে নিজের বলে চালিয়ে দেয়া কাউকে কোন লেখক সমাজ বা ব্লগিং প্লাটফর্মের প্রমোট করা নিতান্টই অনুচিত । এটা স্রেফ চৌর্যবৃত্তি । আর রেজা ঘটক নিজেকে যেখানে একজন গবেষক বলে দাবী করেন, সেখানে প্ল্যাগিয়ারিজম বা লেখাচুরি কতটা নিকৃষ্ট কাজ তা উনি ভালো করেই জানেন । তবু নিতান্ত কিছু হিটের আশায় তিনি এই চৌর্যবৃত্তিতে লিপ্ত হয়েছেন ।


রেজা ঘটক ব্লগে 'স্টিকিখোর' লেখক হিসাবে আগে থেকেই খ্যাত । সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়ে উনি কলম চালান, মডারেটরদের নজর পাওয়ার জন্য । এবং অনেকবারই তার পোস্ট স্টিকি হয়েছে, যেমন- অমুকের জন্মদিন বা তমুক দিবসের গুরুত্ব ।


রেজা ঘটক নিজে প্রচুর পোস্ট দিলেও অন্য কারো পোস্ট পরেন না বা কমেন্ট করেন না । এই জুলাই মাসে তিনি একটা মাত্র কমেন্ট করেছেন অন্যের পোস্টে ।


রমা চৌধুরীকে নিয়ে কোন বিতর্ক নয় । আমরা জাতি হিসাবে লজ্জিত । এই রমা চৌধুরীদের আত্মত্যাগে আমরা আমাদের প্রিয় স্বদেশ আর স্বাধিনতা পেয়েছি । এখন রাস্ট্রের দায়িত্ব এই মহি্যষী নারীর দায়িত্ব কাঁধে নেয়ার ।


এত কথার সারমর্ম হলো এটাই, লেখা চোর রেজা ঘটকের পোস্ট টি অবিলম্বে স্টিকি থেকে নামানো হোক । প্রয়োজনে রমা চৌধুরীর জন্য 'নোটিশবোর্ড' থেকে পোস্ট দেয়া হোক ।


বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন




২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

রেজা ঘটক বলেছেন: জনাব সফদার ডাকটার, আপনি কিছু না জেনেই কাউকে লেখা চোর বলার কি কুউদ্দেশ্য আমার জানা নেই। রমা চৌধুরী'র উপর যতোগুলো লেখা আমি পড়েছি, সেই তথ্য আমার আগে থেকেই জানা ছিল। এটিএন নিউজে মুন্নী সাহা রমা চৌধুরী'র উপর একটি প্রতিবেদন করেছিল, সেটি আমি দেখিনি। কিন্তু মুন্নী সাহা'র সঙ্গে টেলিফোনে অন্তঃত আধা ঘণ্টা কথা বলে আমার তথ্যগুলো যাচাই বাছাই করেছি। এছাড়া আলাউদ্দিন খোকন নামে যে ভদ্রলোক গত ১৯ বছর ধরে রমা চৌধুরীকে দেখাশোনা করছেন, তার সঙ্গেও আমি কথা বলেছি। আমার এক লেখক-সাংবাদিক বন্ধু সৌমেন ধর, রমা চৌধুরীর আত্মীয়। বন্ধু সৌমেনের সঙ্গে আমার এ বিষয়ে দীর্ঘ আলোজনা হয়েছে এবং হচ্ছে। চট্টগ্রামের বইয়ের দোকান 'বাতিঘর'-এর মালিক আমার বন্ধু কবি জাফর আহমেদ রাশেদ ও দীপংকর। ওদের সঙ্গেও আমার কথা হয়েছে। দীপংকর 'বাতিঘর'-এ রমা চৌধুরী'র বইগুলো রাখার ব্যাপারে সক্রিয় চেষ্টা করছে।
ইতোমধ্যে আমি বোয়ালখালী'র মাননীয় সাংসদ মঈনউদ্দিন খান বাদল ভাইয়ের সঙ্গেও আমি বেশ কয়েকবার কথা বলেছি। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী'র কাছে পৌঁছানোর একটা চেষ্টা চলছে। আর আপনি কোথাকার কোন ছাগু, আমারে বলছেন লেখা চোর??
বাঙালি'র সবচেয়ে বড় দোষ হল হিংষা। সেই রোগে আপনিও আক্রান্ত। যারা রমা চৌধুরীকে নিয়ে লিখেছে এবং এখনো লিখছে, তাদের আমি অবশ্যই সাধুবাদ জানাই। আর আপনি আছেন কুমতলব নিয়ে। আপনার সাথে তর্ক করার সময় আমার একদম নেই।
ইতোমধ্যে একজন প্রকাশক রমা চৌধুরী'র বইগুলো রিপ্রিন্ট করার আগ্রহ দেখিয়েছেন। এই কাজগুলো'র কোনোটার সঙ্গে আপনার স্বপ্নেও পরিচয় হবে না। আর আপনি বলছেন আমাকে লেখা চোর!!! হাসব না কানবো বুঝতেছি না। আয়নায় নিজের চেহারা দেইখেন মিঞা!!!!!

১৫৮| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

মনুআউয়াল বলেছেন: রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, যতদ্রত সম্ভব রমা চৌধুরীর জন্য সম্মানের সাথে বেচে থাকার ব্যাবস্হা করুন । আর কতকাল পরে এই রমা চৌধুরীদের আমরা প্রাপ্য সম্মান দিব ?

১৫৯| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সফদার ডাকটার বলেছেন: রমা চৌধুরীকে নিয়ে কোন বিতর্ক নয় । আমরা জাতি হিসাবে লজ্জিত । এই রমা চৌধুরীদের আত্মত্যাগে আমরা আমাদের প্রিয় স্বদেশ আর স্বাধীনতা পেয়েছি । এখন রাস্ট্রের দায়িত্ব এই মহিয়ষী নারীর দায়িত্ব কাঁধে নেয়ার ।



মিঃ ঘটক আমার পোস্টে লেখা উপরোক্ত অংশটি না পড়েই কমেন্ট করতে আসছেন, তা আপনার কমেন্ট দেখেই বুঝা যাচ্ছে ।

রমা চৌধুরীকে নিয়ে কোন বিতর্ক এই লেখার উদ্দেশ্য নয় । এই লেখার সারমর্ম একজন লেখাচোর 'রেজা ঘটক' কে নিয়ে ।


নিজেকে বিভিন্ন জায়গায় 'গবেষক' অর্থনীতিবিদ পরিচয় দিতে ভালোবাসেন । আর প্ল্যাগিয়ারিজম না পড়েই গবেষক হয়ে যাওয়ায়, আপনার দোষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার পরেও নির্লজ্জের মত নিজের পক্ষে সাফাই গাইতে আসছেন ।

প্ল্যাগিয়ারিজম এর আভিধানিক অর্থ 'লেখাচোর' কিনা যাচাই করে নিবেন ।

লুব্ধক০১ পরিষ্কারভাবে বাংলানিউজ কে পোস্টের সোর্স বলে উল্লেখ করেছেন । এমনকি বাংলানিউজকে দেয়া রমা চৌধুরীর সাক্ষাৎকারের চুম্বক অংশটিকে তার লেখার শিরোনাম করেছেন ।

আর গুবেশক ঘটক সেই লেখাটিকে সামান্য অদল বদল করে নিজের নামে পোস্ট দিয়ে গোঁফে তা দিয়ে বেড়াচ্ছেন । একবারের জন্যেও তথ্যের সোর্স দেয়ার প্রয়োজন বোধ করেন নি ।

আমার পোস্টের কমেন্টে যতগুলো তথ্যসূত্র উল্লেখ করেছেন, নিজের পোস্টে সেটা উল্লেখ করলেও এই পোস্ট দেয়ার দরকার পরত না ।

এই এই আজীব লেখাচোর ঘটকরাই আমাদের জাতীর ভবিষ্যতের বুদ্ধিজীবি.. এর চেয়ে নিদারুন রসিকতা আর কি হতে পারে ।

১৬০| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আপডেট টুকু জেনে ভাল লাগল।

১৬১| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সফদার ডাকটার বলেছেন: 'প্ল্যাগিয়ারিজম এন্ড কপিরাইট ইনফ্রিন্জমেন্ট' এর দায়ে অভিযুক্ত লেখাটি স্টিকি হতে নামিয়ে দেয়ার জন্য মডারেশন কে ধন্যবাদ ।


আমাদের বিশ্বাস ছিল, বাংলা ভাষায় ব্লগিংয়ের পথিকৃত সামহোয়্যারইন প্ল্যাগিয়ারিজম বা লেখাচুরি কে সাপোর্ট এবং প্রমোট করবে না ।


লেখাটির বিরুদ্ধে তথ্যপূর্ণ অভিযোগ দেয়ার পোস্টদাতা আমাকে 'ছাগু' ট্যাগ দিয়েছেন, আমি ব্লগের নীতিমালা অনুযায়ী এই ব্লগারের ট্যাগবাজির শাস্তি দাবী করছি ।

১৬২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪০

দ্য রেড ব্যারন বলেছেন: ঠিক কি ধরনের বেকুব নিজের পোস্ট ই "আমার প্রিয় পোস্ট" তালিকায় রাখে?

এইখানে উদাসী স্বপ্ন বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়া আমার একটু এলার্জী আছে। এরা হইলো মাদ্রাসা শিক্ষকের আপডেট ভার্সন। মাদ্রাসার পোলাপান পুচকি পুচকি পোলাপান নষ্ট করে আর ঢাকা ইউনির শিক্ষকরা নষ্ট করে তাদের কন্যা বয়সী ছাত্রীদের।

আর ইদানিং এমন পাগল ছাগল লোক শিক্ষক হয় যে তারা মানুষের লেখা চুরি করে গবেষক হয়ে পিএইচডি লাভ করে।

এই লোকটার একটা ব্যাপার ছেলে মানুষী যে লেখার টাইটেলে নিজের নাম দেয় আর নিজেকে খুব বড় মনে করে। নিজেকে হিট করার এত আকাংখা উনার যে কি বলবো। আর লেখা চুরির কথা আসলে যখনই শুনি ব্যাটা ঢাকা ইউনির টিচার তখনই বুঝছি ক্লাশে বইসা ছাত্রী টার্গেট করে আর অফিসে বইসা ছাত্রীদের বাটে ফেলাইয়া বিছানায় নেয়!

এইসব বুদ্ধি প্রতিবন্ধি হিটসিকারগো থাপড়াইয়া বিদায় করন দরকার!

আর সামুর মডারেশন আর নির্বাচক মন্ডলী বর্তমানে এমনই মেধাশূন্য যে একটা লেখা কিভাবে নকল হিসেবে পরীক্ষা করতে হয় সেটাও তারা জানে না!

এসব রাম ভূদাইগো দিয়া ব্লগেরই ক্ষতি অলরেডী করে ফেলেছে বৈকি!

১৬৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৮

আসমিনা আসমা বলেছেন: রমা চৌধুরীকে দেখতে চান প্রধানমন্ত্রী

১৬৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৭

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: ভাইয়া! চ্যানেল আই তে আমাদের ব্লগ এ আপনার স্টিকি পোস্টটা দেখিয়েছে! প্রধানমন্ত্রীর সাথে রমা চৌধুরীর সাক্ষাত হয়েছে! কি যে খুশী লাগতেছে!!!! :D :D :D :D

১৬৫| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৪

শাফি সমুদ্র বলেছেন: বিষয়টি আগে জানা ছিলনা। রমা চৌধুরীকে প্রথমবারের মতো পাঠ করলাম। রেজা ভাই অনেক ভাল একটি কাজ করেছেন তথ্য উম্মোচন করে। লাল সালাম।

১৬৬| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৪

বাপ্পি নাহিদ বলেছেন: অসাধারণ এবং তথ্যবহুল লেখার জন্য ধন্যবাদ। আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই।।
একটা তথ্য জানাতে পারবেন??
ওনার যে বইগুলো পুনঃ মূদ্রণের অপেক্ষায় আছে সেগুলোর কোন কপি কি অবশিষ্ট আছে??
কবে নাগাদ প্রকাশিত হবে ? যদি কিছু জানেন তাহলে একটু জানাবেন,

আবারো ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.