নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

আমেরিকান গভর্নমেন্ট সাটডাউন!!!

০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে আমেরিকান গভর্নমেন্ট সাটডাউন। দীর্ঘ ১৭ বছর পর আমেরিকার সরকার আবার সাটডাউনে পড়লো। আপাতত ১৯টি ন্যাশনাল মিউজিয়াম, আর্ট গ্যালারি ও ন্যাশনাল চিড়িয়াখানা বন্ধ করা হয়েছে। স্ট্যাচু অব লিবার্টি পরিদর্শন বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্রতিরক্ষা ডিপার্টমেন্ট থেকে ৪ লাখ লোককে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। কমার্স ডিপার্টমেন্ট থেকে ৪০ হাজার ২০০ লোককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ১৮ হাজার ৫০০ জন এবং জ্বালানি ডিপার্টমেন্ট থেকে ১২ হাজার ৭০০ জনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। অর্থ্যাৎ প্রায় ২০ লাখ লোককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে থাকাকালীন কেউ কোনো বেতন পাবেন না। এছাড়া খরচ বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত 'এপেক' শীর্ষ সম্মেলন বাতিল করেছেন।

মার্কিন সরকারের একদিনের খরচ ৬০ বিলিয়ন ডলার। ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাদের আসল খরচ কত? আমরা জানি না। রিপাবলিকানদের সাথে ডেমোক্র্যাটদের কি নিয়ে এখন বিতর্ক? প্রেসিডেন্ট ওবামা'র হেলথ কেয়ার বাজেটে রিপাবলিকানরা অর্থ বরাদ্দ দিতে রাজী নয়। ১ লা অক্টোবর ২০১৩ কংগ্রেসে ডেমোক্র্যাটরা ৪৬-৫৪ ভোটে বাজেট পাসে ব্যর্থ হয়েছে। এখন সাটডাউন দিয়ে যদি মিনিমাম ৩ সপ্তাহ পার করা যায়, তাহলে নাকি মার্কিন জিডিপি'র ০.৯% রিকোভার করা সম্ভব হবে! কিন্তু মজার ব্যপার হল, মার্কিন প্রতিরক্ষায় ১.৪ মিলিয়ন সৈন্য বহাল থাকবে। অচলাবস্থা না কাটলে ভবিষ্যতে ডিফেন্সের যে ৮ লাখ সিভিলিয়ান কাজ করেন, তাদেরও বাধ্যতামূলক ছুটি দেওয়া হতে পারে। চলমান সাটডাউনে প্রতিদিন রিকোভার হবে অন্তত ৩০০ মিলিয়ন ডলার। কিন্তু প্রশ্ন হল, আমেরিকার বর্তমান অর্থনৈতিক অবস্থা কি সত্যিই সাটডাউন পর্যায়ে ঠেকেছে? নাকি সিরিয়া যুদ্ধে নতুন করে আক্রমণ করার ফন্দি আঁটার জন্য এবং ইরান ও উত্তর কোরিয়াকে সায়েস্থা করার জন্য কোনো গোপন মিশনের বার্তা এটি?

প্রশ্ন হল যাদের নিজেদের সরকারি অফিস চালানোর মত যথেষ্ঠ অর্থকড়ি কোষাগারে নেই, তারা তা অন্য দেশ থেকে লুটপাটের জন্য একটা উদ্যোগ নেবার কথা। যে কারণে ডিফেন্সের কাউকে কিন্তু ছুটি দেওয়া হয়নি। ছুটি দেওয়া হয়েছে বেসামরিক লোকজনকে। বিশ্ব তথা আমেরিকার মানুষের চোখ হেলথ কেয়ারের দিকে রেখে মার্কিন প্রশাসন ভয়ংকর কোনো গোপন মিশনের দিকেই ছুটছে বলে অনুমান করা যায়।

ওনারা জাতিসংঘে খবরদারি করেন কিন্তু ওনাদের সেখানে চাঁদা বকেয়া। ওনারা আইএফএম-এ খবরদারি করেন কিন্তু সেখানে চাঁদা বকেয়া। ওনারা বিশ্বব্যাংকে খবরদারি করেন কিন্তু সেখানে চাঁদা বকেয়া। ওনারা এসব বিশ্ব সংস্থা থেকে হাজার হাজার ট্রিলিয়ন ডলার ঋণ নেন কিন্তু পরিশোধ করেন না। বিশ্বের এক নাম্বার শক্তিশালী দেশ হবার নেশায় এরা দুনিয়ায় হেনো কোনো কুকাম নেই যা না করে। গায়ের জোরে গোটা বিশ্বে এরা খবরদারি করছে। কিন্তু এখন দেখার বিষয় আমেরিকার এই লোক দেখানো সাটডাউন তিন সপ্তাহ থাকে নাকি আরো বাড়ে। আর এই সময় কি করতে যাচ্ছে তারা তাও দেখার বিষয়। আজ যেমন হোয়াইট হাউজের বাইরে এক মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে। মার্কিন প্রশাসন বলছে, ওই মহিলা জোর করে প্রবেশের চেষ্টা করেছিলেন। সেজন্য তাকে গুলি করে হত্যা করতে হবে? আবার এরাই গরিব দেশের সবকিছুর মধ্যে মানবাধিকার খুঁজে বেড়ায়। ওয়াচডগ বসায়। তামাশা!!!

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪২

দ্য রেড ব্যারন বলেছেন: ৪ লাখ + ৪০ হাজার ২০০ + ১৮ হাজার ৫০০ + ১২ হাজার ৭০০ = ২০ লাখ???????


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

রেজা ঘটক বলেছেন: ভাইজান, বড় বড় হিসাবগুলো টানা হইছে...আর টোটালটা দেওয়া হইছে...আমনে বইসা খালি যোগ-ই করলেন!!!

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

েবনিটগ বলেছেন: গুরুত্বপূর্ণ লেখা, পাঠক নিঃসন্দেহে একটি শক্তিশালী দেশের economic governance এর করুণ রেখাচিত্রের একটি সংক্ষিপ্ত snapshot পাবেন। ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

কলাবাগান১ বলেছেন: "প্রশ্ন হল যাদের নিজেদের সরকারি অফিস চালানোর মত যথেষ্ঠ অর্থকড়ি কোষাগারে নেই" আপনার বুঝার ভুল.........

আমেরিকান গনতন্ত্রের বলি হলো সাটডাউন...... আজ যদি দুই দলের সমঝোতা হয়, কাল ই সরকার চালু হবে বাজেট পাশের মাধ্যমে....

"অর্থকড়ি কোষাগারে নেই" - এটার জন্য সাটডাউন না

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

রেজা ঘটক বলেছেন: আপনি বলতে চান সাটডাউন সমঝোতার জন্য!!! আরে ভাই সরকার বাজেট পাস করতে না পারলে কোষাগার তো ফুরাতে থাকবে...ধন্যবাদ

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

অর্ণব আর্ক বলেছেন: হুমম।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

অর্ণব আর্ক বলেছেন: হুমম।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

রেজা ঘটক বলেছেন: একটা জিনিস খেয়াল করেন, প্রায় ২০ লাখ মানুষ সাময়িক সময়ের জন্য বেতন পাবেন না। কেউ কিন্তু চাকরি হারায়নি। কিন্তু সাটডাউনের কারণে বিনা বেতনে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কাজ বন্ধ, বেতনও বন্ধ। কিন্তু ২০ লাখ মানুষের কেউ কিন্তু এর প্রতিবাদে রাস্তায় নামেনি। ওদের গণতন্ত্রটা সেখানেই শক্তিশালী। কারণ, সবাই জানে সাটডাউনের কারণে লোকসানটা উঠে গেলে সবাই আবার কাজে যোগদান করতে পারবে। সরকারের উপর তাদের আস্থা আছে।
কিন্তু আমাদের দেশে দেখেন, ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান চালানোর পর, ঔষধ ফার্মেসির মালিকরা একযোগে সারা দেশে ধর্মঘট করে ওষুধ বিক্রি বন্ধ করে রোগীদের উপর কি নির্যাতন করলেন। তারা ভেজাল ওষুধ বিক্রি করতে পারবে তাতে কোনো দোষ নেই। সে কারণে অভিযান হলে ওষুধ বিক্রি বন্ধে সবাই একযোগে ধর্মঘটে গেল!! এবার ভাবুন, বাংলাদেশে গণতন্ত্র কিভাবে শক্তিশালী হবে? এখানে তো আকাম-কুকাম করলেও কথা বললে কইবেন, হুজুরের মুখ খারাপ। একবার ভাবুন, বর্তমান সরকার যদি ২০ লাখের জায়গায় মাত্র ২ লাখ মানুষকে বাধ্যতামূলক বিনা বেতনে বাড়িতে পাঠাতেন সরকারি কোষাগারে টাকা নেই এমন অযুহাতে, কেমন আন্দোলন শুরু হত এখানে!!! অথচ, আমেরিকায় সাটডাউনে খোদ রিপাবলিকানরা এটা নিয়ে কোনো রাজনৈতিক বক্তৃতা করেনি। আর এখানে বনবিভাগের ৫ জনকে চাকরিচ্যুৎ করলে বা বিশ্ববিদ্যালয়ের ৫ জন অসৎ শিক্ষককে চাকরিচ্যুৎ করলে এতোক্ষণে আন্দোলন শুরু হয়ে যেত। আর বিরোধী দল তখন বলতো, ক্ষমতায় গেলে আপনারা সবাই চাকরি ফিরে পাবেন।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:০০

েবনিটগ বলেছেন: you are 100% correct

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “মজার ব্যপার হল, মার্কিন প্রতিরক্ষায় ১.৪ মিলিয়ন সৈন্য বহাল থাকবে।.... বিশ্বের এক নাম্বার শক্তিশালী দেশ হবার নেশায় এরা দুনিয়ায় হেনো কোনো কুকাম নেই যা না করে।”

অপেক্ষায় আছি ‘বিষয়টা কী’ বুঝার জন্য।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪

এম আর ইকবাল বলেছেন: রেজা ঘটক যা বলেছেন তা যুক্তিসঙ্গত ।
সে জন্য তারা্ আমেরিকান আর আমরা বাংলাদেশী ।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

রাখালছেলে বলেছেন: লাদেন মামা জিন্দাবাদ। উনিই শুরু করিয়ে দিয়েছিলেন। সেই যে শুরু । তারপর থেকে চলতেই আছে । :-B :#)

১১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৩

পরোবাশি২০১৩ বলেছেন: Mr Reza is very correct. Even some Americans may not have money for food, home mortgage, etc. Only in America....what a great country

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.