নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
১৯৪৭ সালের ২০ ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এ্যাট্টলি ঘোষণা দিলেন যে, ১৯৪৮ সালের জুন মাসের মধ্যেই ব্রিটিশ ভারতকে পুর্ণ স্বাধীনতা প্রদান করা হবে। তবে দ্বিজাতী তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান যেভাবে ভাগ হবে, তার প্রদেশের সীমানা পুর্ণাঙ্গ স্বাধীনতার পরে ঠিক করা হবে। ব্রিটিশ প্রশানমন্ত্রী'র সেই ঘোষণা'র মধ্যেই একটি বিশাল শুভংকরের ফাঁকি ছিল। সেই ফাঁকিটি পরবর্তী সময়ে গোটা ভারতীয় উপমহাদেশে যুদ্ধ, দাঙ্গা ও হাঙ্গামার জন্য সবচেয়ে বেশি দায়ী। ১৯৪৭ সালের ৩ জুন বার্মার সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ব্রিটিশ পার্লামেন্টে ভারত ভাগে উপর একটি সুত্র উত্থাপন করলেন। যেটি The Indian Independence Act 1947 নামে বহুল পরিচিত। মাউন্টব্যাটেন উত্থাপিত সূত্রটির প্রধান বিষয়গুলো ছিল-
১. ভারত ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন দেশ হবে।
২. বেঙ্গল ও পাঞ্জাব প্রদেশ উভয় দেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
৩. উভয় দেশের নতুন গর্ভনর জেনারেলদ্বয় হবেন ব্রিটিশ রাজা'র প্রতিনিধি।
৪. উভয় দেশের আলাদা আলাদা সাংবিধানিক অ্যাসাম্লি স্বাধীনভাবে প্রতিনিধিত্ব করবে।
৫. প্রিন্সলি স্টেটগুলো ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে নিস্ক্রিয় হবে এবং উভয় দেশের মধ্যে যেভাবে ভাগ হবে সেভাবে সেই দেশের অন্তর্ভুক্ত হবে।
৬. ১৯৪৮ সালের ২২ জুনের পর থেকে ব্রিটিশ রাজা জর্জ সিক্স-এর সকল কর্তৃত্ব উভয় দেশের উপর থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে।
এরপর ভারত পাকিস্তানের সীমানা কিভাবে ভাগ হবে সেখানে বলা হয়েছিল যেসব কথাবার্তা-
১. ভারত ও পাকিস্তান নামে দুইটি নতুন দেশ হবে
২. ১৫ আগস্ট ১৯৪৭ হবে দেশ বিভাগের সময়সীমা
৩. সীমানা হবে নিম্নরূপ-
ক). পাকিস্তান পাবে- ইস্ট বেঙ্গল, ওয়েস্ট পাঞ্জাব, সিন্ধ, বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ
খ). বেঙ্গল ও আসাম কিভাবে ভাগ হবে-
১. the Government of India Act 1935 কার্যকর হবে না
২. পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা নামে বাংলা'র দুটি ভাগ হবে
৩. আসামের সিলেট জেলা পূর্ব বাংলার সঙ্গে যুক্ত হবে
গ). পাঞ্জাব কিভাবে ভাগ হবে-
১. the Government of India Act 1935 কার্যকর হবে না
২. পূর্ব পাঞ্জাব ও পশ্চিম পাঞ্জাব নামে পাঞ্জাব দুটি ভাগ হবে
এভাবে সেকশান ১২ তে গিয়ে দেখা যায় ফার্স্ট ও সেকেন্ড সিডিউল নামে একটা প্যারা। সেখানে কি আছে?
সিডিউল ফার্স্ট অনুযায়ী পূর্ব বাংলা বা ইস্ট বেঙ্গল হবে যে সব ডিভিশান নিয়ে-
১. চট্টগ্রাম ডিভিশান হবে চট্টগ্রাম, নোয়াখালী ও টিপ্পারা নিয়ে
২. ঢাকা ডিভিশান হবে ঢাকা, বাকেরগঞ্জ, ফরিদপুর ও ময়মনসিংহ নিয়ে
৩. প্রেসিডেন্সি ডিভিশান হবে যশোর, মুর্সিদাবাদ ও নদিয়া নিয়ে
৪. রাজশাহী ডিভিশান হবে বগুড়া, দিনাজপুর, মালদাহ, রাজশাহী ও রংপুর নিয়ে
পরে কি হল? কিভাবে ভারত আগ্রাসন চালিয়ে টিপ্পারা, মুর্সিদাবাদ, নদিয়া, মালদহ নিয়ে নিল!!! ভারত পাকিস্তান যুদ্ধ, হিন্দু মুসলিম দাঙ্গা বাধিয়ে কিন্তু ভারত টিপ্পারা, মুর্সিদাবাদ, নদিয়া, মালদহ নিয়ে গেল। যদি আপনি লর্ড মাউন্টব্যাটেনের সেই সুত্র মানেন, তাহলে টিপ্পারা, মুর্সিদাবাদ, নদিয়া, মালদহ এগুলো কিন্তু এখন বাংলাদেশের অংশ। কারণ, সেই সময়ের পূর্ব বাংলা বা ইস্ট বেঙ্গলই এখন বাংলাদেশ। আর ছিটমহল সমস্যার শুরু কিন্তু এই কারণেই। সো, সাধু সাবধান...
২| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৭
েবনিটগ বলেছেন: অনবদ্য লেখনী যেন ইতিহাসের খেরো খাতা
অভিনন্দন
৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৩
বশর সিদ্দিকী বলেছেন: ভারত আরো অনেক কিছুই নিয়া গেছে।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৭
ভ্রমন কারী বলেছেন: