নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ দশম সাধারণ নির্বাচনের জন্য অন্তর্বতীকালীন সরকারের একটি রূপরেখা দিয়েছেন। ১৯৯৬ এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারে থাকা ২০ উপদেষ্টার মধ্যে থেকে ১০ জনের সমন্বয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব করেছেন তিনি। ওই ২০ জন থেকে আওয়ামী লীগ পাঁচ জন এবং বিএনপি পাঁচ জনের নাম প্রস্তাব করবে। সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে ওই সরকারের প্রধান করা হবে। প্রয়োজনে তাঁদের এই সংসদ ভেঙ্গে যাওয়ার আগে নির্বাচিত করে আনা যেতে পারে, যেভাবে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করা হয়। চলুন এবার আগে দেখে আসি ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধ্যায়ক সরকারের উপদেষ্টা কে কে ছিলেন। ১৯৯৬ সালে বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমানের নের্তৃত্বে যে দশ জন উপদেষ্টা ছিলেন তাঁরা হলেন-
০১. সৈয়দ ইশতিয়াক আহমেদ
০২. প্রফেসর মুহাম্মদ ইউনূস
০৩. অধ্যাপক মোঃ শামসুল হক
০৪. সেগুফতা বখত চৌধুরী
০৫. এজেডএ নাসিরউদ্দিন
০৬. মেজর জেনারেল (অব.) আবদুর রহমান খান
০৭. ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
০৮. সৈয়দ মঞ্জুর এলাহী
০৯. ড. নাজমা চৌধুরী
১০. ড.জামিলুর রেজা চৌধুরী
আর ২০০১ সালৈ বিচারপতি মোঃ লতিফুর রহমানের নের্তৃত্ব যে দশ জন উপদেষ্টা ছিলেন তাঁরা হলেন-
০১. সৈয়দ ইশতিয়াক আহমেদ
০২. বিচারপতি বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী
০৩. এএসএম শাহজাহান
০৪. সৈয়দ মঞ্জুর এলাহী
০৫. আবদুল মুয়ীদ চৌধুরী
০৬. একেএম আমানুল ইসলাম চৌধুরী
০৭. এম হাফিজ উদ্দিন খান
০৮. ব্রিগেডিয়ার (অব.) অধ্যাপক আবদুল মালেক
০৯. মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী
১০. রোকেয়া আফজাল রহমান
১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের মোট উপেদষ্টা ছিলেন ১০ + ১০ = ২০ জন ।
বিরোধীদলীয় নেত্রী যে ২০ জনের কথা বললেন, এখন একটু খেয়াল করলে দেখবেন ওই দুই সরকারের সময় সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ মঞ্জুর এলাহী উভয় সরকারে উপদেষ্টা ছিলেন।
উভয় সরকারে সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ মঞ্জুর এলাহী উপদেষ্টা ছিলেন। তার মানে ওই সরকার মিলে আসলে উপদেষ্টা সংখ্যা ১৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন তারা হলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ, ব্রিগেডিয়ার জে. (অব) আব্দুল মালেক, মেজর জেনারেল (অব) মইনুল হোসেন ও অধ্যাপক শামসুল হক। তার মানে বাকি থাকলো ১৪ জন। তাদের মধ্যে ৪ জন গুরুতর অসুস্থ। বাকি থাকলো ১০ জন। ওই ১০ জন থেকে ৪ জন বলে দিয়েছেন তারা দায়িত্ব নেবেন না। বাকি থাকলো ৬ জন। এই ৬ জনের মধ্যে প্রফেসর মুহম্মদ ইউনুস বিতর্কিত। বাকি থাকলো ৫ জন। তাইলে কেমনে কি!!!
এই ৫ জনের মধ্যে বিরোধীদলীয় নেত্রী সবার কাছে গ্রহনযোগ্য বলতে বুঝাতে চেয়েছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস সাহেবকে। অর্থ্যাৎ বিরোধীদলীয় নেত্রী নির্বাচনকালীন সরকারপ্রধান হিসেবে চাচ্ছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস সাহেবকে।
এখন আওয়ামী লীগ যদি এই প্রস্তাবে রাজী হয়, তো নির্বাচনকালীন সরকারপ্রধান হবেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রফেসর মুহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে আওয়ামী লীগের এখন যে সম্পর্ক তা থেকে সবাই বুঝতে পারেন, আওয়ামী লীগ প্রফেসর মুহাম্মদ ইউনূস সাহেবকে সরকারপ্রধান হিসেবে মানবে না। তো, এতো নতুন ধারার রাজনীতি'র কথা বলে বিরোধীদলীয় নেত্রী শেষে এটা কি প্রস্তাব করলেন!!!
আর বিএনপি ও আওয়ামী লীগ পাঁচ জন করে নাম দেবেন। দেশের অন্য দলগুলো কি জালের কাঠি? তার মানে বিএনপি ও আওয়ামী লীগ যাদের নাম দেবেন, তারা কি আর নিরপেক্ষ থাকবে? তারা তো সেই প্রস্তাবকারী দলের পক্ষে ওকালতি করবেন।
যারা মাত্র ১৮ জন প্রাক্তন উপদেষ্টা'র খবর ঠিক মতো রাখতে পারেন না, তারা কিভাবে দেশের ১৬ কোটি মানুষের খবর রাখবেন??? খোঁজখবর না নিয়ে আবার অনেক (বুদ্ধিমান প্রাণী) বিভিন্ন টিভি চ্যানেল বগরবগর করছেন এই ভুয়া ফর্মুলা নিয়ে। হায়রে অভাগা জাতি...
আগে হাতি ধরার জন্য হাতিখেদা পাতা হত। তারপর গোটা গ্রামবাসী দলবেধে ধাওয়া করত জঙ্গলী হাতি'র পালকে। তখন দু'একটা হাতি ভুল করে দলছুট হয়ে সেই হাতিখেদায় গিয়ে পড়তো। আর ধরা পড়তো জনতার হাতে। হাতিখেদা'র এই সুত্র বাংলাদেশের নির্বাচনকালীন সরকারের জন্য কেউ ফর্মুলা হিসেবে প্রস্তাব করলে কেমন হয়!!!
...সো, যে লাউ সেই কদু...বুঝছো মনু!!!
২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
রেজা ঘটক বলেছেন: আচ্ছা ভাই, আমরা আমজনতা যদি কই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া দুইজন এক টেবিল বসে কথা না বলা পর্যন্ত আমরা ভোটকেন্দ্রে যামু না, তাইলে কেমুন হয়!!!
২| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
নষ্ট ছেলে বলেছেন: "এই ১৭ জনের মধ্যে বিরোধীদলী নেত্রী সবার কাছে গ্রহনযোগ্য বলতে বুঝাতে চেয়েছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস সাহেবকে। অর্থ্যাৎ বিরোধীদলীয় নেত্রী নির্বাচনকালীন সরকারপ্রধান হিসেবে চাচ্ছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস সাহেবকে।"
আপনি ক্যামনে বুঝলেন বিরোধী দল মুহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসাবে চাচ্ছে? হাসিনা আর আপনার উপর কি একই ভূত ভর করছে নাকি?
২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
রেজা ঘটক বলেছেন: আরে ভাই, ইউনুস সাহেব আর আওয়ামী লীগের সম্পর্ক যদি না বোঝেন, তাইলে তো আমার আর বলার কিছু নাই....
আই চাই দুইনেত্রী একটেবিলে বসুক সবার আগে...তারপর মোরা না হয় ভোট দিতে যামু...
৩| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
দুঃস্বপ্০০৭ বলেছেন: কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো
আন্তর্জাতিক ভাবে স্বিকৃত বাংলাদেশের গৌরব নোভেল বিজয়ী ড. ইউনূস এর সাথে শেখ হাসিনার ঝামেলার কারন কি ? তিনি তো জামাতি ছাগু নন।
শেখ হাসিনাকে নোভেল না দিয়ে ড. ইউনূস কে দিয়েছেন এটাই কি তার অপরাধ !!
২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
রেজা ঘটক বলেছেন: ভাই, আপনের মতো আমারো একই প্রশ্ন...দুইজনের ঝামেলা টা আসলে কি নিয়া...কেউ তো মুখ ফুটে কয় না....গো
৪| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
চলতি নিয়ম বলেছেন: আমি নিশ্চিত করে বলতে পারি সরকার এই প্রস্তাব মানবে না কারন:
১। সরকার কিছুটা হলেও তাদের অবস্থান থেকে সরে এসেছিলো আর
২। বিরোধী দল তাদের অবস্থানে অটল।
সুতরাং যেই লাউ সেই কদু।
২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
রেজা ঘটক বলেছেন: ভাই, দুই নেত্রী এক টেবিলে বসতে কিসের সমস্যা? হেইডা আমরা জানতে চাই আগে...
৫| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
কাকপাখি ২ বলেছেন: মজা পাইলাম
২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
রেজা ঘটক বলেছেন: দুই নেত্রী এক টেবিলে বসলে আরো মজা পাইবেন....
৬| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
কষ্টবিলাসী বলেছেন: এই ইউনুস কি সেই ইউনুস? ক্লিয়ার করেন কেউ।
২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
রেজা ঘটক বলেছেন: আপনি ভাই কোন ইউনুসের কথা কইছোন!!!
৭| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
ক্লান্ত দুচোখ বলেছেন: বিশিষ্ট আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদ ২০০৩ সালের ১২ জুলাই মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী ২০১০ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তিরা নিশ্চয়ই উপদেষ্টা হিসেবে মনোনয়নের জন্য বিবেচিত হতে পারবেন না।
১১৯৬ ও ২০০১ সালের উপদেষ্টাদের তালিকা থেকে জীবিত ১৬ জনকে পাওয়া যাবে মনোনয়নের জন্য।
সংবিধান সংশোধনীর আগে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল তার ৫৮গ(৭)(ঘ) অনুযায়ী ৭২ বছর বয়সের উর্ধে কেউ উপদেষ্টা হতে পারবেন না। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বয়স এখন ৭৩। এভাবে খোঁজ নিলে আরও কয়েকজন উপদেষ্টা পাওয়া যেতে পারে যাদের বয়স ৭২ এর বেশি হবে।
ফলে বিএনপি ও আওয়ামী লীগের মনোনয়নের জন্য হয়তো ১৩-১৪ জনের বেশি উপদেষ্টা পাওয়া যাবে না। ১৩-১৪ জনের তালিকা থেকে দুই দল ৫ জন করে মনোনয়ন কিভাবে আমার কোন ধারনাই নাই!
২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
রেজা ঘটক বলেছেন: ভাই, হেই হিসাব ধরলে, ৫ জন পাওয়াই ঝামেলা হইয়া যাইবো নে....
৮| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
জিনিয়াস০০০ বলেছেন: তার আগে বলেন কেয়ারটেকার পদ্ধতি বাংলাদেশে আর কত কাল অবদি থাকবে?
সৈরাচারী এরশাদ সরকারের আমলে অন্য কোন বিকল্প ছিলনা বিধায় পদ্ধতিটা সকলের কাছে গ্রহনযোগ্র হয়েছিল?
এখন কেন গণতান্ত্রিক সরকারের সময়ে সেই পুরাতন কিস্সা গেয়ে বেড়ানো হচ্ছে?
"আসলে বাঙালীর আর্বজনা ঘাটা স্বভাব আর যাবে না"
২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
রেজা ঘটক বলেছেন: জি ভাই, ময়লা ধুইলে কয়লা যায় না...থুরি, কয়লা ধুইলে ময়লা যায় না...
৯| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
কষ্টবিলাসী বলেছেন: এই ইউনুস কি নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস?
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০০
রেজা ঘটক বলেছেন: জি ভাই, ১৯৯৬ সালে বর্তমান নোবেল বিজয়ী প্রফেসর মুহম্মদ ইউনুস সাহেব একজন উপদেষ্টা ছিলেন...শেলি ভাই'র সরকারে...
১০| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২
কষ্টবিলাসী বলেছেন: আপনার মতে হাসিনা এবং খালেদার প্রস্তাবের মধ্যে কোন্টা বেশি নিরপেক্ষ?
১১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪
কষ্টবিলাসী বলেছেন: আওয়ামী লীগের আপত্তি থাকলে ডঃ মুহাম্মদ ইউনুস বাদ যেতে পারেন। খালেদা জিয়া তো স্পেসিফিক্যালি বলেন নাই যে, ডঃ মুহাম্মদ ইউনুসকে রাখতেই হবে।
এনিওয়ে, আপনার মতে হাসিনা এবং খালেদার প্রস্তাবের মধ্যে কোন্টা বেশি নিরপেক্ষ?
১২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪
ঘাষফুল বলেছেন: কমেন্ট পড়ে ব্যপক মজা পাচ্ছি......ভাল লাগছে।
১৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০
ক্লান্ত দুচোখ বলেছেন: ৫জনও খুজে পাবে না এইবার আমি সিউর!
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=17ec14425b8cbfdfc6b3661b286847b8&nttl=21102013232718
১৪| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩
আশীষ কুমার বলেছেন: টেবিল নিয়ে টানাটানি করতেছেন কেন? এক টেবিলে কীভাবে বসবেন? উনারাতো চেয়ারে বসবেন। । কিডিং।
এক সাথে আলোচনায় বসলেই সমাধান আসবে না। কিন্তু মনোভাবটা পাল্টানো জরুরী। চিরবৈরীতা কাম্য নয়।
১৫| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬
এম আর ইকবাল বলেছেন: বাজছে রণসংগীত ।
দু দিকে দুই দল
মাঝখানে জনগণ ।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কথা সত্য
প্রধান হাসিনা ছাড়া অন্য কেউ আইলে আওমীলীগ হারবে - সো নো কম্প্রোমাইজ