নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
ইংরেজিতে 'টিট ফর ট্যাট' যার অনেক বাংলা প্রচলিত আছে। যেমন কুকুর তেমন মুগুর। অথবা ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। গত বৃহস্পতিবার মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার সময় ব্যস্ত রাস্তা থেকেই আটক করা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কর্মরত ভারতীয় দূতাবাসের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবড়াগাড়েকে। পরে দেবযানীকে বিবস্ত্র করে দেহ তল্লাসী করে হাজখানায় স্ট্রিট প্রস্টিটিউট ও ড্রাগ ইউজারদের সঙ্গে রাখা হয়। দেবযানীর বিরুদ্ধে যে অভিযোগ মার্কিন প্রশাসনের সেটি হল, ২০১২ সালে নিউইয়র্কে ডেপুটি কনসাল জেনারেল পদে যোগ দিয়ে দেবযানী ভারত থেকে সঙ্গীতা রিচার্ড নামে একজন পরিচারিকাকে ‘জাল ভিসায়' আমেরিকায় নিয়ে যান এবং মার্কিন আইন অনুসারে ন্যূনতম মজুরি থেকে সেই পরিচারিকাকে তিনি কম বেতন দিতেন। ভিয়েনা কনভেনশনে কূটনৈতিক রক্ষাকবচ বা শিষ্টাচারের যে সংস্থান রয়েছে তার উল্লেখ করে মার্কিন কর্তৃপক্ষ দাবী করে, দেবযানী এরমধ্যে পড়েন না৷ যা করা হয়েছে সবকিছুই নাকি মার্কিন আইন মেনেই করা হয়েছে৷ এর আগেও মার্কিন প্রশাসন বিবস্ত্র করে দেহ তল্লাশির ঘটনা ঘটিয়েছেন অনেক ভারতীয়'র সঙ্গে। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মার্কিন এই আচরণের সম্মুখে এর আগে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ এবং প্রখ্যাত বলিউড অভিনেতা শাহরুখ খানও মুখোমুখি হয়েছিলেন৷ মার্কিন প্রশানসনের কূটনৈতিক শিষ্টাচারের একই ধরনের আচরণ ইরান, কিউবা ও ভেনেজুয়েলার অনেক উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতা ও কূটনৈতিক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও একইভাবে করা হয়েছিল।
মার্কিন মোড়লগিরি'র এই অনৈতিক আচরণকে ঘিরে গোটা ভারত এখন ফুঁসে উঠেছে। জবাবে ভারতীয় প্রশাসন আমেরিকার বিরুদ্ধে যে সকল জোরালো পদক্ষেপ নিয়েছে সেগুলো হল-
১. ভারতে বসবাসরত সকল মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের পরিচয়পত্র চাওয়া হয়েছে।
২. কনস্যুলেট ও দূতাবাস কর্মকর্তাদের সব ধরনের এয়ারপোর্ট পাস প্রত্যাহার করা হয়। এখন থেকে বিমানবন্দরে দূতাবাসের গাড়ির জন্য আলাদা ব্যবস্থা আর থাকবে না। গাড়ি রাখতে হবে সাধারণ পার্কিংয়ে।
৩. মার্কিন দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ব্যারিকেট তুলে নিয়ে সামনের রাস্তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে।
৪. ভারতের মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কর্মরত ভারতীয় কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার বিবরণ ও গৃহস্থলী কাজে নিয়োজিত শ্রমিকদের বেতন ভাতার বিবরণসহ সকল খুটিনাটি বিষয়ে জানতে চাওয়া হয়েছে।
৫. ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্কুলগুলোর শিক্ষককদের ভিসার বিবরণসহ বেতন ভাতা ও ব্যাংক একাউন্টের সকল তথ্য চাওয়া হয়েছে।
৬. মার্কিন কূটনীতিকদের আমদানি ছাড়পত্র বাতিল করা হয়েছে। অর্থ্যাৎ মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে বিশেষ আমদানি অগ্রাধিকার প্রত্যাহার করা হয়েছে। যে কারণে এখন আর কিছু আনা যাবে না বিদেশ থেকে।
৭. বিমানবন্দরে মার্কিন কূটনীতিকদেরকেও সাধারণ যাত্রীর মতোই শুল্ক পরীক্ষা ও তল্লাশি করা হবে।
৮. ভারত সফররত মার্কিন সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বাতিল করেছেন সংসদের স্পিকার মীরা কুমার, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস উপ-সভাপতি রাহুল গান্ধী, স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্ডে ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী।
ভারতের পাল্টা ব্যবস্থার মধ্যেই মার্কিন প্রশাসন বেশ নড়েচড়ে বসেছে। দেবযানীকে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার মুচলেকা দিয়ে যদিও জামিন করিয়েছে ভারত। পাশাপাশি দেবযানী'র কূটনৈতিক রক্ষাকবচকে আরো সুদৃঢ় করতে জাতিসঙ্গের স্থায়ী মিশনে ইতোমধ্যেই বদলি করা হয়েছে। ভারতীয় প্রশাসনের দাবী, ভারতীয় কূটনীতিকরা দেশ থেকেই পরিচারক-পরিচারিকা নিয়ে যান। সরকারি কর্মী হিসেবে পাসপোর্ট তো বটেই, বেতনের বাইরেও তাঁদের নানারকম সুযোগ-সুবিধা দেয় ভারত সরকার। কিন্তু মাঝে মাঝে গোলমাল বাঁধে আমেরিকা-ইউরোপে যাওয়ার পরে। পাকাপাকি ভাবে সেসব দেশে থেকে যেতে পারলে অনেক সুযোগ-সুবিধা এ কথা বোঝার পরেই তাঁরা প্রথমে কর্মস্থল থেকে উধাও হয়ে যান। তখন তাঁদের পাসপোর্ট বাতিল হয়। তার পরে উদয় হয়ে সেই পরিচারক-পরিচারিকা অভিযোগ করেন যে, তাঁদের মজুরি কম দেওয়া হয় বা তাঁরা পাচারের শিকার। মানুষ পাচারের শিকার প্রমাণ হলে আমেরিকার বিশেষ ভিসা পেয়ে যান এঁরা। আর কয়েক বছর এই নিয়ে কাটাতে পারলেই মিলতে পারে মার্কিন নাগরিকত্বও।
এক্ষেত্রেও এমন হয়েছে বলেই সন্দেহ দিল্লির। যে পরিচারিকাকে নিয়ে এই কাণ্ড ঘটলো সেই সঙ্গীতা রিচার্ড জুন-জুলাই মাসে নিউ ইয়র্কেই নিখোঁজ হয়ে যান। পুলিশের কাছে অভিযোগ করেও তখন কোনো ফল হয়নি। ভারতের বিদেশ মন্ত্রক জানতে পেরেছে, দেবযানীর গ্রেফতারের মাত্র দু’দিন আগে ওই সঙ্গীতার স্বামী ফিলিপ ও দুই সন্তান নিউ ইয়র্কে যান। মার্কিন দূতাবাসই তাঁদের ভিসার বন্দোবস্ত করে। প্রথমে ফিলিপ দেবযানীর বিরুদ্ধে কম মজুরি দেওয়ার অভিযোগ তুলেছিলেন। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেন। ভারতের বিদেশ মন্ত্রকের সন্দেহ, আমেরিকায় কর্মরত ভারতীয় ডেপুটি কনসাল জেনারেল দেবযানী কোনও ষড়যন্ত্র শিকার। সেই নিয়ে যাতে যথাযথ তদন্ত হয়, তাই চাপ জারি রাখতে হবে দিল্লীর।
দেবযানী'র ঘটনা দিল্লীতে জানাজানি হলে পরদিনই মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলকে ডেকে প্রতিবাদ জানান বিদেশসচিব সুজাতা সিংহ। মার্কিন প্রশাসনকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও ভারতীয় প্রশাসন থেকে দাবী করা হয়। জবাবে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা নয়, দেবযানী খোবরাগাড়ের ঘটনায় সরাসরি দুঃখপ্রকাশ করল আমেরিকা। বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন বিদেশসচিব জন কেরি। দেবযানীর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার জন্য দুঃখপ্রকাশ করেন জন কেরি। দিল্লির অবশ্য দাবি ছিল, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আমেরিকাকে। এ দিন ভারতের বিদেশসচিব সুজাতা সিংহের সঙ্গে কথা হয় মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরমানের। কথোপকথন ইতিবাচক হয়েছে বলেও সূত্রের দাবি।
আমেরিকার মতো প্রবল প্রতিপত্তিশালী দেশের বিরুদ্ধে ভারতের এমন কঠোর অবস্থান রীতিমতো বিরল ঘটনা। কূটনীতিকদের কেউ কেউ বলছেন, এর ফলে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই এখন বড় প্রশ্ন।
কিন্তু দিল্লির রাজনৈতিক পরিমণ্ডলে এখন অন্য অনেক কথাও শোনা যাচ্ছে। অনেকেই বলছেন, নিউ ইয়র্কে কর্মরত ভারতীয় ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়ের গ্রেফতারি এবং হেনস্থাকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার নিজেদের কঠোর ভাবমূর্তি তুলে ধরতে চাইছে। সামনে যেহেতু লোকসভা ভোট। তার আগে চার রাজ্যে গো-হারা হেরেছে শাসক দল কংগ্রেস। এই ঘটনাকে তাই কংগ্রেস খড়কুটো বলে আঁকড়ে ধরে নিজেদের ভাবমূর্তি কিছুটা হলেও মেরামত করতে চাইছে। না হলে বিজেপি তথা নরেন্দ্র মোদী যদি বিষয়টি কেড়ে নেন, সেই ভয়ও রয়েছে তাদের। তার ইঙ্গিতও অনেকটা মিলেছে গতকাল। রাজনাথ সিংহ থেকে রবিশঙ্কর প্রসাদ, সকলেই দেবযানীকে হেনস্থার ঘটনার নিন্দা করে দাবি করেছেন, কংগ্রেস যে ইউপিএ সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের সখ্যের কথা বলে, এর থেকেই বোঝা যাচ্ছে সেটা আদৌ সত্যি নয়। যশবন্ত সিনহা আবার এক ধাপ এগিয়ে বলেছেন, ভারতে কর্মরত মার্কিন কূটনীতিকদের মধ্যে কয়েক জন তাঁদের সমকামী সঙ্গীদের নিয়ে এসেছেন। গত সপ্তাহেই ভারতীয় সুপ্রিম কোর্ট সমকামী সম্পর্ককে বেআইনি ঘোষণা করেছেন। মার্কিন আইন ভাঙায় যদি দেবযানীকে সে দেশে আটক করা হয়, তাহলে তো ভারতেরও উচিত এঁদের জেলে পোরা! আর নরেন্দ্র মোদী? ভারত সফররত মার্কিন কংগ্রেসের পাঁচ জনের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বাতিল করেই থামেননি তিনি, টুইটে ফলাও করে জানিয়েছেনও সে কথা।
দুই সন্তানের মা দেবযানী ১৯৯৯-এর ব্যাচের আইএফএস অফিসার। ২০১২ সালে তিনি নিউ ইয়র্কের ডেপুটি কনসাল জেনারেল পদে যোগ দেন। সে বছরই সঙ্গীতা রিচার্ড নামে এক ভারতীয়কে পরিচারিকা হিসেবে নিয়ে যান দেবযানী। মঙ্গলবার সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্দের সঙ্গে সাক্ষাতের পরে দেবযানীর বাবা উত্তম খোবরাগাড়ে দাবী করেন, গত বৃহস্পতিবার রাস্তা দিয়ে হাতকড়া পরিয়ে দেবযানীকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। উনচল্লিশ বছর বয়সি ওই ভারতীয় কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ, পরিচারিকার ভিসায় মজুরি সংক্রান্ত ভুল তথ্য দিয়েছিলেন তিনি। অভিযোগ, গ্রেফতারের পরে দেবযানীকে নগ্ন করে তল্লাশি করা হয়। চোরাচালানকারীদের দেহের বিভিন্ন গোপন অংশ যেভাবে তন্নতন্ন করে খোঁজা হয়, বাদ যায়নি তা-ও। সবশেষে মাদকাসক্তদের সঙ্গে একই কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হয় তাঁকে। এই খবর জানার পরই হইচই শুরু হয়ে যায় দিল্লীতে। পর দিনই মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলকে ডেকে প্রতিবাদ জানান বিদেশসচিব সুজাতা সিংহ। বেশির ভাগ ক্ষেত্রে ভারতের প্রতিবাদ এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এ যাত্রায় তা হয়নি।
ভারতের সাধারণ মানুষের দাবী, এ ধরণের অপমানজনক ব্যবহারের উপযুক্ত জবাব না দিলে বিশ্ব ভারতকে মাড়িয়ে যেতে দুঃসাহস দেখাবে। এখন থেকে বিদেশি দেশগুলির জন্য ভারতের আইন আরো কঠোর করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো দেশ ভারতীয় কূটনীতিককে ব্ল্যাকমেল বা হেনস্থা করতে না পারে৷ আবার বিরোধী পক্ষরা বলছেন যে, সংসদীয় নির্বাচনকে সামনে রেখে মনমোহন সিং নিজের দুর্বল সরকারের তকমাটা দেবযানী ঘটনাকে আমলে নিয়ে কাটিয়ে উঠতে চাইছেন।
কূটনৈতিক পাড়ার বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত অনেকটা সাঁড়ে মহিষে লড়াই করলো। সেই লড়াইয়ে মার্কিনীরা কূটনৈতিক শিষ্টাচার লংঘন করেছে। গায়ের জোরে তারা কূটনৈতিক মর্যাদার একজন বিদেশী মহিলার সঙ্গে অসভ্য, বর্বর এবং ইতরের মত আচরণ করেছে। যা থেকে প্রমাণিত হয় যে, আমেরিকায় সভ্যতার কোনো উন্নতি ঘটেনি। শক্তি প্রদর্শণ, কাউকে বিবস্ত্র করে দেহ তল্লাসি করা আর পরিচয় জানার পরেও মাদকসেবী ও দেহব্যবসায়ীদের সঙ্গে একই হাজতখানায় রাখা অরুচিকর, অসুস্থ মানসিকতা এবং অসভ্যতার চরম ঔদ্বত্যের উদারণ। ভারত বিষয়টিকে কূটনৈতিক শিষ্টাচারের সকল সভ্যতা বজায় রেখেই কড়া ভাষায় প্রতিবাদ করতে পেরেছে। পেরেছে এই কারণে যে দেশটির নাম ভারত। আমেরিকা যে এখনো সভ্যতার কোনো ন্যূনতম সীমা অতিক্রম করতে পারেনি, তা তারা দেবযানী'র ঘটনায় আবারো গোটা বিশ্বকে দেখিয়ে দিল। এই আমেরিকাই যখণ আবার দেশে দেশে মানবাধীকার নিয়ে কথা তোলেন, তখন তাদের নিজেদের চেহারা একবার আয়নায় দেখে নিলে বিশ্ববাসী'রই সেটাতে অনেক লাভ হবে। সরি আমেরিকা, ইউ আর টোটালি এ বাঞ্চ অব বাস্টার্ড অ্যানিমলস নট হিউম্যান বিয়িং। তোমাদের মুখে মানবাধিকারের কথা একদম শোভা পায় না। বরং মানবাধিকার শব্দটি নিজেই লজ্বা পায় তোমরা যখন ওটা অন্যদের বেলায় উচ্চারণ কর।
আমেরিকা ও ভারতের এই কূটনৈতিক লড়াই থেকে বাংলাদেশের অনেক কিছুই শেখার আছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে কেমন আচরণ করতে হবে, সেটি আমরা এই বিষয় থেকেই শিক্ষা নিতে পারি।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
নষ্ট ছেলে বলেছেন: পাছা মাইরা মাফ চাওয়া আমেরিকানদের একটা পুরানো অভ্যাস!
কিছুদিন পরপর ইন্ডিয়ার একটারে ধরে। কিছুদিন লাফালাফি করে পরে সরি কইয়া দেয় শেষ।
দেবযানীর মামলা কি উঠাইয়া নিয়া যায় নাই। বিচার প্রক্রিয়া স্বাভাবিক গতিতেই চলবে।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ। না, মামলা এখনো তোলেনি। মার্কিন আইনে যদি তাদের দাবী সত্য প্রমাণিত হয়, তাহলে দেবযানী'র পনেরো বছরের কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে দেবযানীকে সাধারণ বিদেশী ক্যাটাগরিতে হিসেব করার মার্কিন প্রচেষ্টা হয়তো মার খাবে। কারণ, দেবযানী নিউ ইয়র্কে ভারতীয় দূতাবাসের ডেপুটি কনসাল জেনারেল। আর এখন দেবযানীকে জাতিসংঘে আরো সিনিয়র কূটনীতিক পোস্টে প্রোমোশান দিয়ে ভারত এক ঢিলে দুই পাখি মারলো।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অ্যামিরিকা বলে কথা।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
ম্রিয়মাণ বলেছেন: আপনি লিখেছেন: আমেরিকা ও ভারতের এই কূটনৈতিক লড়াই থেকে বাংলাদেশের অনেক কিছুই শেখার আছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে কেমন আচরণ করতে হবে, সেটি আমরা এই বিষয় থেকে শিক্ষা নিতে পারি।
বলা হচ্ছে, ভারতের ঐ কূটনীতিক নাকি যে পর্যায়ের, সে পর্যায়ের কূটনীতিকরা এ ধরনের সুবিধাপ্রাপ্তদের তালিকাভুক্ত নন। আর এ ধরনের ঘটনা আগেও ঘটেছে।
আমি জানি না সত্যিটা কি।
নিশ্চয়ই পাকিস্তানের বোঝা উচিত বাংলাদেশ তাদের অধীন কোন রাষ্ট্র নয়।
তবে উপলব্ধিটা সবার ক্ষেত্রেই দরকার।
ভারতীয় রাষ্ট্রদূত যখন বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের 'তথাকথিত বিশেষজ্ঞ' বলেন তখন অনেকই চুপ থাকেন।
সুজাতা সিং যখন বাংলাদেশ বিরোধী দল ছাড়াও নির্বাচন হতে পারে বলে মত দেন, একটি নির্দিষ্ট দলকে ক্ষমতার বাইরে রাখার কথা বলেন তখন অনেকই চুপ থাকেন।
মনমোহন সিং যখন বলেন, বাংলাদেশের ২৫ ভাগ মানুষের ওপর আইএসআই এর প্রভাব আছে, তখন অনেকই চুপ খাকেন।
বাংলাদেশের নারীকে যখন সন্তানের সামনে ধর্ষণ করা হয় তখন অনেকই চুপ থাকেন।
বাংলাদেশের নাগরিককে যখন বিবস্ত্র করে নির্যাতন করা হয় তখন অনেকেই চুপ থাকেন।
আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বাংলাদেশি হতে হবে।বাংলাদেশ সবার আগে। ভারত পাকিস্তান উভয়কেই জবাব দিতে হবে।
আজ প্রথম আলোয় ফারুক ওয়াসিফ লিখেছেন, "বাঙালি বা মুসলমান যাই হোন, সবার আগে বাংলাদেশি হোন।"
১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ।
যে কোনো দেশের দূতাবাস ও কনস্যুলেট অফিসে কর্মরত সকল বিদেশী নাগরিক ভিয়েনা কনভেনশন অনুযায়ী বেশ কিছু সুযোগ সুবিধা কর্মরত দেশের কর্মস্থলে ভোগ করেন। পদমর্যাদা অনুযায়ী কিছু কিছু পার্থক্য থাকলেও, দেবযানী যেহেতু উচ পর্যায়ের কর্মকর্তা, তাই তিনি সকল সুবিধাই পাবেন।
মার্কিন প্রশাসনকে জুন জুলাই মাসে যখন দেবযানী অভিযোগ করেছেন যে, তাদের পরিচারিকা সঙ্গীতা রিচার্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন মার্কিন প্রশাসন সেটিকে একটি তাবিজ হিসেবে নিজেদের কাছে রেখেছে। এমনিতে আমেরিকা ইউরোপে এ ধরনের নিম্নস্তরের অনেকে কর্মস্থল থেকে পালিয়ে সে দেশের নাগরিকত্ব নেবার সুযোগ খোঁজে। যে কারণে, প্রথমেই চাকরি নিয়ে যাবার সময় ইচ্ছে করেই কিছু ভুল তথ্য দিয়ে রাখাটা বিচিত্র কিছু নয়। যারা ধুর্ত প্রকৃতির এবং যাদের এই ধরনের কর্মকাণ্ড করার প্রয়াস থাকে, তারা শুরু থেকেই সুযোগ খোঁজে। কিন্তু সঙ্গীতা রিচার্ড যেটি করেছেন, মার্কিন পুলিশের কাছে ধরা দিয়ে দেবযানী'র বিরুদ্ধে কম মজুরি প্রদানের অভিযোগ করেছেন। আর তার স্বামী দাবী করেছেন নারী পাচারের। তাদের কথাবার্তায় মেলেনি। পরে আবার সঙ্গীতার স্বামী ফিলিপ কম মজুরি'র ব্যাপারটি মিথ্যা বলতে চেয়েছেন। যে কারণে, এখানে দেবযানী-ই বিজয়ী হবে। কারণ,তার পক্ষে গোটা ভারত রাষ্ট্র।
সাম্রাজ্যবাদী শক্তিগুলো দুর্বল পররাষ্ট্রনীতি'র সকল সুযোগ ভোগ করার পাশাপাশি দাপটের সঙ্গে তুলনামূলক দুর্বল রাষ্ট্রকে নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে। বাংলাদেশে যেহেতু আমাদের পররাষ্ট্র নীতি দুর্বল। আমাদের জাতীয় ঐক্যের অভাব। আমাদের ভারত পাকিস্তান পক্ষের বিপক্ষের নানান দুর্বলতা রাজনীতিতে। তাই সেই সুযোগটি তারা কাজে লাগায়।
আমাদের আত্মমর্যাদাবোধ সবল হলে, আমাদের যোগ্যতা শক্তিশালী হলে, আমাদের রাজনৈতিক দলগুলোর বালখেল্য পিড়িতের দুর্বলতা কমাতে পারলে, বাংলাদেশও যে কোনো ধরনের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপকে শক্তভাবে মোকাবেলা করতে পারবে। কিন্তু আমাদের রাজনৈতিক রশি টানাটানি'র মারপ্যাচে বিদেশীরা সেই সুযোগটি শতভাগ নিয়ে থাকে যা মোটেও গ্রহনযোগ্য নয়।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
চারশবিশ বলেছেন: আমেরিকা ও ভারত দুইটাই কুত্তা
দুই কুত্তায় মারামারি করলে আমাগো সমস্যা কি
১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ।
আমাগো সদস্যা কি কিছু দিন গেলেই টের পাইবেন। ভবিষ্যতে মার্কিন ভিসার চেয়ে ভারতীয় ভিসা পাওয়া সোনার হরিণে পরিনত হবে...
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
আছিফুর রহমান বলেছেন: ভারতের ভিসা নিয়া কারাকারি লাগবো মানে। কয় কি। লেখতের মাথা ঠিক আছে নাকি।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১১
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ... অপেক্ষা করেন তারপর কইয়েন!!!
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩
তিক্তভাষী বলেছেন: যুক্তরাষ্ট্র ও ভারত উভয়কেই আমার সমর্থন জানাচ্ছি। ওরা পরষ্পরের প্রতি প্রাপ্য আচরণই করছে। বিশ্বের বাদবাকী রাষ্ট্রগুলোরও উচিত এই উদাহরণ অনুসরণে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতি এই ধরণের আচরণ করা।
আচ্ছা, আপনি কি ভারতীয়?
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ
আমার চৌদ্ধ পুরুষ বাঙালি। আমি বাংলাদেশের নাগরিক।
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯
হ্যারিয়ার-৩ বলেছেন:
ভারতে আমরিকান এম্বেসি ঘেরাও .. বিক্ষোভ.!
গণজাগরন মঞ্চের পাকি হাইকমিশন ঘেরাও!
ই ইউ এর এম্বেসি কার্যালয়ও ঘেরাও করে উচিৎ শিক্ষা দেয়া উচিত।
শালারা বিজয় দিবসে সৃতিসৌধে ফুল দেই নি .. জামাতি লবিস্টদের অনুরোধে ... !
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৪
রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০
HHH বলেছেন: আপনি এমনভাবে লিখেছেন মনে হচ্ছে ভারতীয় ওই মহিলার শাড়ি খোলাউ আপনি খুবই ব্যথিত। কারণ বুঝলাম না। আমেরিকা তাদের আঈনের ব্যতিক্রম কিছু করেনি, তারা ইতিমধ্যেই ব্যখ্যা করেছে। সম্ভবতঃ ভারতীয় বংশদ্ভুত একজন আমেরিকান এর জবাব দিয়েছেন। তো আপনি এ বিষয় নিয়ে চিন্তিত কেন? ভারতীয়দের কোন দেশের মানুষই দেখতে পারেনা কারণ তাদের স্বভাব। তারা ২ নাম্বারি করতে ওস্তাদ। কর্মস্থলে মানুষের সাথে খারাপ ব্যবহার, নোংড়ামি, কুটচাল এইসবের জন্য বিদেশে এদের নাম ব্লাডি ইন্ডিয়ান। সাদা চামড়া দেখলে এরা ভিজা বিলাই হয়ে যায়।
ভারত এখন সব আমেরিকানদের ফাঁসি দিলেও কি দেবযানীকে লুঙ্গি পরাতে পাড়বে? তার শাড়ি তো খুলে গেছেই।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩
শব্দহীন জোছনা বলেছেন:
দেখেন এখন নাইলে নতজানু হইল কিন্ত ভবিতশতে কেম্নে প্রতিশোধ নেয়। তবে যাই হোক ভারতের এই স্প্রিরিটা জোশ লাগছে।