নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

জগলুল আহমেদ চৌধুরী বাসের ধাক্কায় নিহত !!!

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, বাসস-এর সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহমেদ চৌধুরী বাসের ধাক্কায় নিহত হয়েছেন।

আজ শনিবার, রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মরদেহ পিজি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

কারোয়ান বাজারে ATN এর টক শোতে অংশ নিতে আসবার জন্য বাস থেকে নামতে গেলে আরেকটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান !!!!

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

ঢাকাবাসী বলেছেন: বাসগুলো মাঝ রাস্তায় দাড় করিয়ে মানুষ উঠানামা করায় আর দুর্ঘটনা ঘটে। জানে ওদের কোন শাস্তি হবেনা, আগেও হয়নি। শা.খা. আছে না?

২| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: :(

৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

জানা বলেছেন:

মর্মান্তিক!

৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

আহসানের ব্লগ বলেছেন: :(

৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেপরোয়া বাস ড্রাইভার, গেল্পারদের নিয়ন্ত্রন করবে কে?
যেখানে মন্ত্রী মশায় বলেন গরু ছাগল চিনতে পারলেই লাইসেন্স দিতে হবে!!!!
সেই দাবীতে ঢাকা অচল করে তিনি সমাবেশও করেছিলেন!!
ঐ মন্ত্রীকে হুকুমের আসামী করা হোক!

নিরাপদ সড়ক চাই দাবী দীর্ঘদিনের। ইলিয়াস কাঞ্চনের পুরো পরিবার হারিয়ে তিনি বছরের পর বছর ধরে পথে নেমে আন্দোলন করলেও যেন সরকাররে টরক নড়ছে না।

লাশের মিছিল বেড়েই চলছে!!!!!!!!!!!!!

৫ সদস্যের কমিটি হয়েছে। রিপোর্ট হবে। ফাইল চাপা পড়বে আবার কোন একজনের জীবন যাবার আগ পর্যন্ত!!!!!!!

এভাবে আর কত!!!???? দায়হীন দায়িত্ববানদের বোধোদয় কবে হবে????

৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মর্মান্তিক এই দূর্ঘটনার জন্য দায়ীদের সনাক্তকরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

দুরমুশ বলেছেন: শা.খা.- মানে কি কুখ্যাত শাজাহান খান? এই লোকটি সড়ক পরিবহন ও নৌপথের কুখ্যাত মাফিয়া। এই চাঁদাবাজ সন্ত্রাসী পুরো বাংলাদেশের সড়ক ও নৌপথের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০০

স্বপ্ন সুমন বলেছেন: আমি সচরাচর লক্ষ করি, অনেক জায়গায় বাসের যাত্রীরা যত্রতত্র নামতে ও ওঠতে বাসের চালক কিংবা হেল্পারকে ঈশারা করে।অবলিলায় বাসের চালকও বাসটি রাস্তার কিনারায় না নিয়ে চলন্ত বাসটি আচমকা একই জায়গায় ব্রেক কষে ধরে। কোন নিয়ম কানুনের ধারও ধারেন না এরা। আবার কিছু যাত্রী আছে,যারা নির্দিষ্ট স্ট্যান্ডের আগে অথবা পরে বাস থেকে নামতে চালককে বাধ্য করে। এটা যেমন নিত্য নৈমত্তিক ব্যাপার তেমনি এমন ধরনের অপ্রত্যাশিত দূর্ঘটনাও নিত্য নৈমত্তিক ঘটনা।তবে টনক নড়ে তখনি যখন সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিয়োজন ঘটে।এধরনের মৃত্যু রাষ্ট্রের জন্যে অপূরুণীয় ক্ষতি। নিত্যদিনের ঘটনাগুলোর ব্যাপারে রাষ্ট্রের প্রশাসন যন্ত্র যদি অধিক মনোযোগী থাকতো তাহলে হয়তো এমন অপ্রত্যাশিত দূর্ঘটনার সংখ্যা হ্রাস পেত। নিয়মতান্ত্রিক সমাজ ব্যবস্থাই পারে রাষ্ট্রের কাঠামোকে মজবুত করতে।খোদ রাজধানীতে অসংখ্য অনিয়মের উদাহারণ পাহাড়সম।আর রাজধানীর বাইরের অবস্থা কি হচ্ছে তা সহজেই অনুমেয়।এখন শুধু এটি সময়ের দাবি নয়,এটা মেয়াদ উর্ত্তীন্ন দাবি সমাজকে নিয়মতান্ত্রিকভাবে ঢেলে সাজানোর।
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, বাসস-এর সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহমেদ চৌধুরীর অকাল মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করছি।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২২

কলমের কালি শেষ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহি রাজিউন । উনার আত্মার মাগফেরাত কামনা করি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.