নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

টস জিতলে ব্যাটিং নেবার পক্ষে আমি !!

২১ শে জুলাই, ২০১৫ রাত ৩:৫৬

সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্টের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বেস্ট ইলেভেন বাছাই করা। আমি মনে করি, স্কোয়াডে চোখ বন্ধ করে তিন পেসার নেওয়া উচিত। যেহেতু মুস্তাফিজুর রহমানের অভিষেক হচ্ছে। মুস্তাফিজের উপর যাতে বেশি চাপ না পড়ে সেজন্য রুবেল হোসেনের সঙ্গে মোহাম্মদ শহীদকে দলে রাখা উচিত।
তিনজন পেসার রাখলে দুইজন স্পেশালাইজড স্পিনার রাখতে হবে। শাকিব আল হাসানের সঙ্গে এখন কে যুক্ত হবে? তাইজুল ইসলাম নাকি জুবায়ের হোসেন। আমার মত তাইজুলের পক্ষে। তাহলে পাঁচ বোলার পাচ্ছি যেভাবে অভিষেক মুস্তাফিজের সঙ্গে রুবেল, শহীদ, শাকিব ও তাইজুল।
এবার আসা যাক ব্যাটসম্যানদের কথায়। ওপেনিং করবে যথারীতি তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ওয়ান ডাউনে মোমিনুল হক। টু ডাউনে মাহমুদউল্লাহ রিয়াদ, থ্রি ডাউনে ক্যাপ্টেন মুশফিক, ফোর ডাউনে শাকিব আল হাসান। এবার ফাইভ ডাউনে কে নামবে? এখানেই বুদ্ধির পরিচয়টা দিতে হবে টিম টাইগার্সকে। টাইগার্সদের সপ্তম ব্যাটসম্যান কে? লিটন দাস, নাসির হোসেন নাকি সৌম্য সরকার?
মুশফিক যদি কিপিং করার মত অবস্থায় থাকে, যদি মুশফিকের হাতের কন্ডিশন খেলার উপযোগী হয়, তাহলে আর লিটন দাসকে খেলানো উচিত হবে না। সেক্ষেত্রে আমার ভোট নাসির হোসেনের পক্ষে। সেক্ষেত্রে একাদশ পাচ্ছি এরকম তামিম, ইমরুল, মোমিনুল, মাহমুদউল্লাহ, মুশফিক, শাকিব, নাসির, তাইজুল, রুবেল, শহীদ ও মুস্তাফিজ। এটা আমার প্রথম চয়েস।
বিকল্প আমি যেটা ভাবছি সেটা হতে পারে টু ডাউনে সৌম্য সরকারকে নামানো। মুশফিকের পর দলে এখন সবচেয়ে ক্লাসিক্যাল ব্যাটসম্যান আমার দৃষ্টিতে সৌম্য সরকার। সেক্ষেত্রে মাহমুদউল্লাহকে স্কোয়াডের বাইরে রাখতে চাই। পাশাপাশি আরেকটি পরিবর্তন আনতে চাই লোয়ার অর্ডারে। নাসিরের জায়গায় লিটন দাসকে। সেক্ষেত্রে আমার দ্বিতীয় একাদশ হল তামিম, ইমরুল, মোমিনুল, সৌম্য, মুশফিক, শাকিব, লিটন, তাইজুল, রুবেল, শহীদ ও মুস্তাফিজ।
আমার তৃতীয় আরেকটি প্রস্তাব আছে। যেখানে আমার প্রথম একাদশের নাসির ও তাইজুলের জায়গায় লিটন ও জুবায়ের। সেক্ষেত্রে একাদশটি হবে তামিম, ইমরুল, মাহমুদউল্লাহ, মুশফিক, শাকিব, লিটন, জুবায়ের, রুবেল, শহীদ ও মুস্তাফিজ। কিন্তু বাংলাদেশ যদি দুই পেসার নিয়ে তিনজন স্পিনার নিয়ে খেলে সেক্ষেত্রে দলটি কতোটা শক্তিশালী হবে তা নিয়ে আমি এখন থেকেই সংশয়ে থাকলাম।
বাংলাদেশকে যেটা মনে রাখতে হবে তা হল দক্ষিণ আফ্রিকা দলে থাকবে তিনজন ফাস্ট বোলার—স্টেইন, মরকেল ও ফিল্যান্ডার।
৪০০ তম উইকেট শিকারের লক্ষ্যে মাঠে নামবেন ডেল স্টেইন। যার ঝুলিতে এখন আছে ৩৯৬ উইকেট। চট্টগ্রাম টেস্টে মরনে মরকেলও ভয়ংকর হয়ে উঠতে পারেন। আর ভারনন ফিল্যান্ডারও জ্বলে উঠতে পারেন। কিন্তু বাংলাদেশকে মোকাবেলা করতে হবে তিনজন ফাস্ট বোলার। এটা মুশফিককে মাথায় রাখায় হবে।
আগামী পাঁচ দিনই বৃষ্টি হামলা করার সম্ভাবনা অনেক। বৃষ্টির ফাঁকে ফাঁকে যেটুকু সময় খেলা হবে সেখানে ব্যাটসম্যানদের জন্য চট্টগ্রাম টেস্ট খুবই চ্যালেঞ্জিং। বোলাররাই ম্যাচ নিয়ন্ত্রণ করবে। আর ফাস্ট বোলারদেরই সেক্ষেত্রে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তাই হাশিম আমলার সঙ্গে টস করতে নামার আগে মুশফিক যে একাদশই বাছাই করুক না কেন তিনজন পেসার না নিলে টসের আগেই পিছিয়ে থাকবে বাংলাদেশ। দুইজন পেসার নিলে নবাগত মুস্তাফিজের উপর খুব চাপ পড়বে। মনে রাখতে হবে টেস্ট খেলাটা পাঁচ দিনের। মুস্তাফিজের মত আমাদের এই আশ্চার্য অস্ত্রকে অপব্যবহার করা শুরু হলে তা তার ক্যারিয়ের উপর বাড়তি চাপ আনবে। যেটা করা কোনোমতেই উচিত হবে না।
তবে সবচেয়ে আশার কথা, বৃষ্টি হয়তো এই প্রথম টেস্টে সবচেয়ে দাপট দেখাবে। কিন্তু দল বাছাইয়ে একটু এদিক সেদিক হলে সেটি পুরো খেলার উপর নেগেটিভ ইফেক্ট ফেলবে। আশা করি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিগত ৮টি টেস্টের (যার মধ্যে ৭টি ইনিংস পরাজয়) বিস্মৃতিকে কাটিয়ে প্রথম টেস্টেই পজেটিভ এটিচুড নিয়ে খেলবে। জয়তু টিম টাইগার্স। জয়তু বাংলাদেশ ক্রিকেট।

Bangladesh: Mushfiqur Rahim (capt, wk), Tamim Iqbal, Imrul Kayes, Litton Das, Mominul Haque, Shakib Al Hasan, Mahmudullah, Soumya Sarkar, Nasir Hossain, Taijul Islam, Jubair Hossain, Rubel Hossain, Mohammad Shahid, Mustafizur Rahman.

South Africa: Hashim Amla (capt), Faf du Plessis, JP Duminy, Quinton de Kock (wk), Aaron Phangiso, Kagiso Rabada, Morne Morkel, Dean Elgar, Reeza Hendricks, Stiaan van Zyl, Vernon Philander, Dale Steyn, Simon Harmer, Temba Bavuma, Dane Vilas.


২১ জুলাই ২০১৫
ঢাকা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৫ ভোর ৫:১০

ক্যাটম্যান বলেছেন: আমিও তাই মনে করি

২| ২১ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৪৯

সুদীপ্ত সরদার বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.