নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
নর্থ সাউথ ইউনিভার্সিটি এই ছাত্রের কাছ থেকে প্রকৃত ভ্যাটের চেয়েও বেশি টাকা নিয়েছে। ছবিতে দেখা যায়, মোট খরচ ৫৩,৫০০ টাকা। এখন প্রশ্ন হলো ৫৩,৫০০ টাকার ৭.৫% হারে ভ্যাট কত হবে? আর দেখুন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কত নিয়েছে।
প্রথমে শতকরা যত হারে ভ্যাট ধরা হবে, সোজা ১০০ এর সাথে সেই সংখ্যা যোগ করবেন। মোট যে টাকার উপর ভ্যাট দিতে হবে সেই টাকাকে এবার ওই সংখ্যা দিয়ে ভাগ দেবেন। তারপর ভ্যাটের হার দিয়ে সেই সংখ্যাকে গুণ করবেন। তাহলে ওই টাকার প্রকৃত ভ্যাট বের হবে।
এবার চলুন দেখা যাক নর্থ সাউথ ইউনিভার্সিটির ছবিতে পাওয়া এই ছাত্রের কাছ থেকে কিভাবে ৭.৫% ভ্যাটের ভুল হিসাব করে বেশি টাকা আদায় করছে, তা পরীক্ষা করে দেখি।
৫৩,৫০০ টাকাকে ১০৭.৫০ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ৪৯৭.৬৭৪৪। এবার এই সংখ্যাকে ৭.৫ দিয়ে গুণ করলে পাওয়া যায় ৩,৭৩২.৫৫৮ টাকা। মানে হলো, ৫৩,৫০০ টাকার ৭.৫% হারে প্রকৃত ভ্যাট হবে ৩,৭৩২.৫৬ টাকা।
আর সেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ওই ছাত্রের থেকে ভ্যাট নিয়েছে ৭.৫% হারে সরল হিসাবে ৪,০১২.৫০ টাকা। মানে নর্থ সাউথ ইউনিভার্সাটি ওই ছাত্রের থেকে ভ্যাট বেশি আদায় করেছে ৪,০১২.৫০ - ৩,৭৩২.৫৬ = ২৭৯.৯৪ টাকা। মানে নর্থ সাউথ ইউনিভার্সিটি একজন ছাত্র থেকে গড়ে ৫৩,৫০০ টাকার বিপরীতে প্রায় ২৮০ টাকা বেশি নিচ্ছে ভ্যাটের ভুল হিসাব দেখিয়ে।
কারণ, যদি এনবিআরকে ওই একই টাকার ভ্যাট প্রদান করতে হয়, তখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে প্রায় ২৮০ টাকা করে ছাত্রপ্রতি কম দেবে। এবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যত জন ছাত্রছাত্রী আছে, তাদের প্রত্যেকের থেকে যদি ২৮০ টাকা করে হিসাবের গরমিল দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশি ভ্যাট আদায় করে, তাহলে ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবকরা কেন সেই হিসাবটা না বুঝেই দিয়ে দেবে?
বাংলাদেশে ভ্যাট যারা আদায় করছে, তারা এভাবে সরল হিসাব দেখিয়ে চূড়ান্ত ভোক্তার কাছ থেকে আসলে ভ্যাটের চেয়ে বেশি টাকা আদায় করছে। তাই ভ্যাটের হিসাব বোঝার জন্য সবার উচিত ভ্যাট বের করার সবচেয়ে সহজ সূত্রটি সবার মনে রাখা। যাতে আপনি নিজেই এটা বের করতে পারেন। ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকদের ভ্যাটের হিসাব বোঝার জন্য বিনীত অনুরোধ রইল।
ভ্যাট বের করার সহজ সূত্রটি হলো,
ভ্যাট = মোট যত টাকার উপরে ভ্যাট দিতে হবে তাকে (১০০ যোগ ভ্যাটের শতকরা হার) দিয়ে প্রথমে ভাগ করুন, তারপর সেই সংখ্যাকে ভ্যাটের হার দিয়ে গুণ করুন। তাহলে প্রকৃত ভ্যাট বের হয়ে যাবে।
VAT = Total Amount/(100+Rate of VAT) X Rate of VAT
= T/(100+n) X n
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:১৮
তারেক বলেছেন: অামার মনে হয় কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গনিত সাবজেক্ট টা আছে।কিন্তু সকল সরকারী বিশ্ববিদ্যালয়ে গনিত ফ্যাকাল্টি আছে।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৫
পুলক ঢালী বলেছেন: আমরা শতকরা হিসাবে বাল্যকালে শিখেছিলাম ১০০তে যে সংখ্যাটি দেওয়া হয় সেটাই শতকরা । যেমন শতকরা ৭়৫ বা ৭়৫%
এখন হিসাব করি ১০০টাকায় ভ্যাট ৭়৫টাকা = ১টাকায় ভ্যাট=৭়৫/১০০
সুতরাং ৫৩৫০০টাকায় ভ্যাট=৫৩৫০০গুন৭়৫/১০০=৪০১২়৫
শতকরা হিসাবে এটাই বুঝতাম । এখন ভ্যাটের ক্ষেত্রে যদি আপনার উল্লেখিত ফর্মূলা ব্যবহার করতে হয় তাহলে ভ্যাটকে শতকরা হিসাবে উল্লেখ করে জনগনের সাথে শঠতা বা চালাকী করা হয়েছে । কিভাবে ভ্যাট ক্যালকুলেশন করতে হবে সেটা বারবার প্রচার করা উচিৎ ছিলো ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
রেজা ঘটক বলেছেন: আপনাকে প্রথমে বুঝতে হবে ৭.৫% ভ্যাট মানে, আপনি সরকারকে যে ১০০ টাকার ভ্যাট দিচ্ছেন, সেটি এই ১০০ টাকার ভেতরেই অন্তর্ভুক্ত। আরো সহজ করে বললে, আপনি আসলে ১০০ + ৭.৫০ = ১০৭.৫০ টাকার উপর ৭.৫০ টাকা ভ্যালু অ্যাড করেছেন।
সুতরাং ১০০ টাকায় আপনার ৭.৫% হারে ভ্যাটের প্রকৃত হিসাব হবে এরকম:
আপনি ১০৭.৫০ টাকায় ভ্যাট দিচ্ছেন ৭.৫০ টাকা
'' ১ '' '' ৭.৫০/১০৭.৫০
'' ১০০ '' '' ৭.৫০/১০৭.৫০ X ১০০ = ৬.৯৭৬ টাকা
মানে ৭.৫% ভ্যাট মানে ভ্যাটের প্রকৃত হিসাবে ৬.৯৮ টাকা ট্যাক্স।
মানে ৭.৫% হারে ভ্যাট প্রয়োগ করা হলে আপনাকে ১০০ টাকা + ৬.৯৮ = ১০৬.৯৮ টাকা দিতে হবে। এখানে ৬.৯৮ টাকা হল ভ্যাট বা সেলস ট্যাক্স।
কিন্তু আপনি ৭.৫% হিসাবে যেটি করলেন ওটা হয়ে গেল সুদের শতকরা হিসাব, মোটেও ভ্যাটের হিসাব নয়।
এখন আপনি হিসাব না বুঝলে (৭.৫০ - ৬.৯৮) = ০.৫২ টাকা বেশি দিয়ে দেবেন।
শতকরা হিসাব আর ভ্যাটের হিসাব মোটেও এক জিনিস নয়।
ধন্যবাদ আপনাকে।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখানে তো দেখি শুভঙ্করের ফাঁকি!!!!
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
রামন বলেছেন:
সহজভাবে ,
৫৩৫০০ X ১০০
------------------- = ৪৯.৭৬৭ ( করযোগ্য ). এখন ৫৩৫০০- ৪৯৭৬৭= ৩৭৩৩( ভ্যাট )
১০৭.৫০
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪১
হুমায়ুন তোরাব বলেছেন: ভ্যাটম্যান নিজেই ভ্যাট নিয়ে কনফিউজড আর আপনি আমাদের আরো কনফিউজড করলেন । যায় হক , ভ্যাট দেওয়া লাগছে না এটায় বড় কথা ।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৪
রামন বলেছেন: এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের অংক শিক্ষা তাহলে তো এখান থেকে বিদ্যা লাভ করে শিক্ষানবিশরা বড়জোর মারামারি আর রাস্তা দখলের কাজ করবে।