নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
আগামী বছর ২০১৭ সালের ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। গতকাল ৩০ সেপ্টেম্বর ২০১৫, বুধবার সময়সীমার শেষ দিনে আইসিসি আনুষ্ঠানিকভাবে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত ৮ দলের নাম ঘোষণা করেছে। নিয়ম অনুযায়ী, এ বছরের ৩০ সেপ্টেম্বরে আয়োজক ইংল্যান্ডসহ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বর্তমান আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন ভারত, প্রথমবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, ২০০০ সালের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড, ২০০২ সালের যৌথ শিরোপা জয়ী শ্রীলঙ্কা, আয়োজক ইংল্যান্ড ও গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলা বাংলাদেশ এবং পাকিস্তান খেলবে আগামী আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি।
আইসিসি র্যাঙ্কিংয়ের ৭ নম্বরে থেকে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম আসরের আয়োজক বাংলাদেশ সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টে খেলেছিল ২০০৬ সালে, ভারতে। সেবার জিম্বাবুয়েকে হারালেও শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কোয়ালিফাইং রাউন্ড থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গত বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে খেলার পর দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে টানা সিরিজ হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৪ সালের টুর্নামেন্টে শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ এবার নির্দিষ্ট সময়সীমায় ৯ নম্বরে থাকায় আগামী আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারছে না।
চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সীমা শেষ হওয়ার পর ওয়ানডে ক্রিকেটে আইসিসির পরবর্তী উল্লেখযোগ্য সময়সীমা হলো আগামী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৮টি দল ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট খেলার জন্য সরাসরি যোগ্যতা অর্জন করবে। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে মোট ১০টি দেশ খেলার সুযোগ পাবে। ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে আইসিসি র্যাঙ্কিং থেকে সরাসরি নিশ্চিত করা হবে ৮টি দেশ। আর অবশিষ্ট ২টি দেশ চূড়ান্ত হবে বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্ব খেলায়। বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্বের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল দুটি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮টি দলের সঙ্গে মিলে খেলবে আগামী ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট। আর আগামী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে ২০১৮ সালে বাংলাদেশে।
চলুন দেখি, গতকাল প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে কোন দেশের কত পয়েন্ট:
১. অস্ট্রেলিয়ার পয়েন্ট ১২৭,
২. ভারতের পয়েন্ট ১১৫,
৩. দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১০,
৪. নিউজিল্যান্ডের পয়েন্ট ১০৯,
৫. শ্রীলংকার পয়েন্ট ১০৩,
৬. ইংল্যান্ডের পয়েন্ট ১০০,
৭. বাংলাদেশের পয়েন্ট ৯৬,
৮. পাকিস্তানের পয়েন্ট ৯০,
৯. ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৮,
১০. আয়ারল্যান্ডের পয়েন্ট ৪৯,
১১. জিম্বাবুয়ের পয়েন্ট ৪৫,
১২. আফগানিস্তানের পয়েন্ট ৪১।
....................................
১ অক্টোবর ২০১৫
ঢাকা
২| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো সংবাদ...
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৪
চ্যাং বলেছেন: সাবাশ বাংলাদেশ!!