নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলো\'র সাংবাদিকতা !!!

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫

আজ দৈনিক প্রথম আলো শুদ্ধস্বর-এর প্রকাশক ও কবি আহমেদুর রশীদ চৌধুরী টুটুলের যে দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছে, এটা যে কত বড় একটা আহম্মকের কাজ এটা কী পত্রিকার যারা দায়িত্বে আছেন, তারা একবারও উপলব্ধি করতে পেরেছেন? টুটুলের সাক্ষাৎকার এই মুমূর্ষু অবস্থায় নিতে হবে? কে আপনাদের সাংবাদিকতার পাঠ শিখিয়েছে? একজন মানুষ যে ট্রমার ভেতর থেকে যাচ্ছেন, এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার এমন দীর্ঘ সাক্ষাৎকার নেবার এটাই আপনাদের দৃষ্টিতে সঠিক সময়? পৃথিবীর কোথায় পেয়েছেন এমন সাংবাদিকতার শিক্ষা?
আপনারা কেবল বাণিজ্যটা বুঝলেন! যে মানুষটার এখন সেই ভয়ংকর ট্রমা ভোলার সময়, আর সাংবাদিক শেখ সাবিহা আলম কিনা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে সেই চূড়ান্ত ট্রমার অংশটাই শুনতে চাচ্ছেন? কোথায় পেয়েছেন আপনারা সাংবাদিকতার এমন নিষ্ঠুর শিক্ষা? ছিঃ ছিঃ, আপনাদের সাংবাদিকতা দেখলে বড় করুণা হয়। টুটুলের এই আশংকাজনক অবস্থায় কে আপনাকে সাক্ষাৎকার নিতে অ্যাসাইনমেন্ট দিল? দৈনিক প্রথম আলোতে কী একজন লোকও দায়িত্ববান নেই, যিনি এই বিষয়টি বোঝেন?
বাংলাদেশে অন্যান্য সকল সেক্টরের মত সাংবাদিকতার যে কতটা অধপতন হয়েছে তা টুটুলের মুমূর্ষু অবস্থায় নেওয়া এই সাক্ষাৎকার থেকেই সুস্পষ্ট। একদল বাণিজ্য লিপ্সু মানুষ এখন সাংবাদিকতায় নেমেছে, যাদের সাংবাদিকতা বিষয়ে যথেষ্ঠ ধারণা, জ্ঞান না থাকলেও ব্যবসা সম্পর্কে চূড়ান্ত খচখচানি আছে। একজন মানুষের যখন চূড়ান্ত রেস্ট প্রয়োজন তখন সেই মানুষকে ট্রমা মনে করিয়ে দিয়ে প্রথম আলো আসলে কীসের প্রতিনিধিত্ব করল? সাংবাদিকতার কোন ইথিক্সে পড়ে এটা? আমি সরাসরি প্রথম আলো'র সম্পাদক মতিউর রহমানের কাছে এটা জানতে চাই। কয়েক দিন পরে এই দীর্ঘ সাক্ষাৎকার নিলে কী ব্যবসা কম হতো? আপনাদের সাংবাদিকদের কে কী অ্যাসাইনমেন্ট দিয়ে বাইরে পাঠান? পাঠানোর আগে ন্যূনতম কিছু জ্ঞানের ছবক দিয়ে পাঠানো উচিত। অন্তত কখন কী করা যায়, কী করা উচিত, এসব। নইলে মুর্খ এসব সাংবাদিকদের দিয়ে হয়তো সংবাদ সংগ্রহ করা যায়, কিন্তু তা দিয়ে ব্যবসা হলেও তা সাংবাদিকতার ন্যূনতম এথিক্স রক্ষা করে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের উচিত মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন এসব রোগীদের কাছে কোনো ধরনের সাংবাদিকদের ভিড়তে না দেওয়া। আপনাদের শুধু চিকিৎসা সেবা দিয়েই কাজ শেষ হয়ে যায় না। একজন রোগী কীসে কীসে বিরক্ত হতে পারে, কীসে তার কমফোর্ট না লাগতে পারে, কী কী বিষয় তার সদ্য অতীত হওয়া ট্রমাকে আবার উসকে দিতে পারে, এসব বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষকে আরো সচেতন হওয়া জরুরি।
বাংলাদেশে এই নিয়ে কথা বলে কী আদৌ কোনো লাভ হবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিৎকে যখন কোপানো হয়, তখনো সাংবাদিকরা তার ছবি ধারণ নিয়ে ব্যস্ত ছিল। অথচ কেউ বিশ্বজিৎকে হাসপাতালে নিয়ে যাবার মত মানবিক আচরণ দেখায়নি। আর টুটুল হাসপাতালে এখন চিকিৎসাধীন। কিন্তু আমাদের পাপারাজ্যির খাটাস সাংবাদিকরা আর কোনো কিছু না পেয়ে তার দীর্ঘ সাক্ষাৎকার নিয়ে নিজের নামের সঙ্গে কিছু ক্রেডিট যোগ করায় ব্যস্ত। সাংবাদিকতার কোন কাজে ক্রেডিট যোগ হয় আর কোনটাতে ক্রেডিট মাইনাস হয়, সেই জ্ঞান রাখে না এরা। ধিক শত ধিক জানাই প্রথম আলোর এই প্রচেষ্টাকে।

মন্তব্য ১৯ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

ফ্রিটক বলেছেন: ভাই ভাল

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধিক শত ধিক জানাই প্রথম আলোর এই প্রচেষ্টাকে।

মুন্নী সাহার চেতনায় আক্রান্ত হইছে মনে হয়! ;)

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সব কিছুতেই অর্ধেক খালি,
অর্ধেক পূর্ণ বলতে হয়
যদি পজেটিভ চেতনায়
বিশ্বাস থাকে।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

এন.এ.আনসারী বলেছেন: একমত

৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মৃত ব্যক্তির আপনজনের সামনে যেভাবে সাংবাদিকরা মাইক ধরে রাখে সেটা অমানবিক। প্রথম আলো ঠিক কাজ করেনি।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:০০

আবু শাকিল বলেছেন: মতি আলু পত্রিকা ভালু। =p~

৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:০১

প্রবাসী একজন বলেছেন: প্রথম আলো আর ইনু সাহেব এক মতের

৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিৎকে যখন কোপানো হয়, তখনো সাংবাদিকরা তার ছবি ধারণ নিয়ে ব্যস্ত ছিল।//

খালি প্রথম আলো নয়, এটি দেশের মিডিয়ার সার্বিক চিত্র।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

কিরমানী লিটন বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: মৃত ব্যক্তির আপনজনের সামনে যেভাবে সাংবাদিকরা মাইক ধরে রাখে সেটা অমানবিক। প্রথম আলো ঠিক কাজ করেনি।
ধিক্কার শতবার এই ঘৃণ্য মানসিকতার...

অনেক শুভকামনা জানবেন ...

১০| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:১৬

অগ্নি সারথি বলেছেন: পুলিশ আর সাংবাদিক এই দুইটাই এখন সব থেকে নিকৃষ্ট প্রানী বোধকরি।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

ক্যান্সারযোদ্ধা বলেছেন: সহমত।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:২২

আমি মিন্টু বলেছেন: হুম বিষয়টি খুব খারাপ লেগেছে । :(

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৩:২৬

অডি বলেছেন: যিনি সাক্ষাৎকার দিলেন এই ব্যাপারে উনার অনুভূতি তার কাছের মানুষের কাছ থেকে জেনে বলছেনতো?
আমারতো মনে হয় সাক্ষাৎকারদাতা আপনার-আমার চাইতে বেশি সচেতন।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩১

মিনহাজুল হক অনিক বলেছেন: মতি মিয়ার পত্রিকার সাংবাদিকরা আর কি হবে! ওরা বোঝে খালি view this link!!!

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

পারভেছ রহমান বলেছেন: একমত

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২২

মো: রফিকুল ইসলাম আসিফ বলেছেন: মতির এইসব ফাইজলামী চলছে চলবে .... কারন আমাদের দেশে নিয়মের বড় অভাব

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

খোলা মনের কথা বলেছেন: মানবতা কি জিনিস সেটা উঠে যাচ্ছে দুনিয়া থেকে আর পুলিশ ও সাংবাদিক তো আলাদা একটা জাতের প্রানী হয়ে গেছে যে প্রানীর ভিতর মানব আত্না কি জিনিস সেটি নাই। ধিক্কার এই দু জাতির উপর

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্ররথম আলু !!! আগে এক সময় না পড়লে ভাল লাগতো না, কিন্তু এখন আর তেমন পড়াই হয় না ---------

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিৎকে যখন কোপানো হয়, তখনো সাংবাদিকরা তার ছবি ধারণ নিয়ে ব্যস্ত ছিল।//

খালি প্রথম আলো নয়, এটি দেশের মিডিয়ার সার্বিক চিত্র।

আফসোস.......... :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.