নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

মুস্তাফিজকে অপরিকল্পিতভাবে ব্যবহার করা একদম উচিত হবে না !!

১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের শেষ বলটা না করে মাঠ ছেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিছুদিন ধরেই এই সমস্যাটা অনুভব করছেন মুস্তাফিজ। কাটার দিতে গেলেই ব্যথা লাগছে বাঁ কাঁধে। কখনো কখনো কনুইয়েও। বেশি ব্যথা হয় হাত উল্টো করে মারা স্লোয়ার বলে। ব্যথা খুব বেশি নয়, তবে সার্বক্ষণিক একটা অস্বস্তিকর অনুভূতি থাকে। সমস্যা এখনো খুব বেশি নয়। ব্যথাও আছে সহনীয় পর্যায়ে। তবে দিনে দিনে সেটা বাড়ার আশঙ্কা আছে। কাটার আর স্লোয়ারই যার আসল অস্ত্র, সেটার ব্যাপারে যত্নশীল তো হতেই হবে।
সোজা কথায় ক্রিকেট-বিশ্বের বাঁহাতি এই বিস্ময়ের হাতের জাদু ধরে রাখতে দীর্ঘমেয়াদি চিকিৎসার কোনো বিকল্প নাই। আমরা যেন মুস্তাফিজকে অযথা ব্যবহার করে তার ক্যারিয়ারকে হুমকিতে না ফেলি। আর এই সতর্কতার অংশ হিসেবে মুস্তাফিজকে দুবাইয়ে অনুষ্ঠেয় পিএসএলে খেলানো একদম উচিত হবে না। মুস্তাফিজ বয়সে এখনো অনেক তরুণ। তাকে টেস্ট এবং একদিনের ক্রিকেটের জন্যই প্রস্তুত করা উচিত। লোক দেখানো ড্রামা টি২০-তে তাকে খেলানো মানে তার ক্যারিয়ারকে হুমকিতে ফেলে দেওয়া।
বিশ্বের অনেক ফাস্ট বোলারের ইনজুরিতে পড়ে ক্যারিয়ার শেষ হয়ে গেছে। চোখের সামনে আমাদের ক্যাপ্টেন মাশরাফি সুস্পষ্ট উদাহরণ। মাশরাফি এখন টেস্ট খেলতে পারেন না। অথচ ক্রিকেটের আসল খেলাই টেস্ট ক্রিকেট। বিসিবিকে মুস্তাফিজের ব্যাপারে আরো সতর্ক হওয়া খুব জরুরি।

..............................
১৮ জানুয়ারি ২০১৬

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

তানজির খান বলেছেন: আপনার মতামতের সাথে একমত আমি। আশাকরি বিসিবি মাথায় রাখবে এ বিষয়। আমার লেখায় আপনার আমন্ত্রণ রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.