নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন : কে করেছে কার নামে!!!!

০১ লা জুন, ২০১৬ রাত ১০:২৯

বিটিআরসি বা টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের উচিত এখন এমন একটি পদ্ধতি জনগণের সামনে উন্মোচন করা, যাতে দেশের প্রত্যেক নাগরিক নিজেদের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে যাচাই করতে পারে যে, তার জাতীয় পরিচয়পত্রের অধীনে কোন কোন মোবাইল নম্বরের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত হয়েছে।

কারণ যারা সন্ত্রাসী তারা যেহেতু অপর কারো জাতীয় পরিচয়পত্রের অধীনে অপরের আঙুলের ছাপ ব্যবহার করে তাদের সিমগুলো পুনঃনিবন্ধন করেছে। তাই সন্ত্রাসী ধরার তারানা পদ্ধতি এখানে পুরোপুরি ব্যর্থ। বরং সাধারণ নিরাপরাধ ব্যক্তির এখন 'জজমিঞা' হওয়ার সম্ভাবনা সুস্পষ্ট।

সোজা কথা, আমি চাই আমার জাতীয় পরিচয়পত্রের অধীনে কয়টি সিম নিবন্ধিত হয়েছে সেটা নিজে নিজেই যাচাই করতে। অন্য কোনো সিম যদি কেউ আমার জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপ ব্যবহার করে পুনঃনিবন্ধন করেন সেই নম্বরগুলো এখনই বন্ধ করে দেবার সুস্পষ্ট পদ্ধতি চাই। আর এই পদ্ধতি ফোনের বাটন চেপে করার উপায় এখনই বাতলে দেওয়া হোক।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৬ রাত ১০:৩৬

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: খুবই ভালো আইডিয়া। এইটা জরুরী ভিত্তিতে করা উচিত এবং রাস্ট্রীয় কোনো পোর্টালে অথবা মোবাইল অপারেটরদের সেবাকেন্দ্র থেকে যাচাইয়ের ব্যবস্থা থাকা উচিত।

২| ০১ লা জুন, ২০১৬ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: বিটিআরসি যদি একটি জাতীয় পরিচয়পত্রের অধীনে কয়টি সিম নিবন্ধিত হয়েছে সেটি জানিয়ে দিত, খুব ভালো হতো।

৩| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.