নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোনে সর্বোচ্চ কলরেট প্রতি মিনিট ২ টাকা। এর সঙ্গে ৩ শতাংশ সম্পূরক, ১৫ শতাংশ ভ্যাট এবং এক শতাংশ সারচার্জ দিতে হতো গ্রাহককে। ফলে ওই এক মিনিটের জন্য একজন গ্রাহকের খরচ হতো ২ টাকা ৩৯ পয়সা। নতুন বাজেটে সম্পূরক শুল্ক বাড়িয়ে ৫ শতাংশ করায় এখন একজন গ্রাহকের খরচ বেড়ে হবে ২ টাকা ৪৪ পয়সা।
সবচেয়ে আশ্চার্যের বিষয়, গতকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে মোবাইল সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বিদ্যমান তিন শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে পাঁচ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন। পুরো জুন মাস নতুন বাজেট নিয়ে সংসদে আলোচনা হবে। অনেক বিষয়ে পরিবর্তনও আসবে। তারপর বাজেট পাস হবে ৩০ জুন ২০১৬ তারিখে। আর তা গ্রাহক বা ভোক্তাদের জন্য কার্যকর হবে ১লা জুলাই ২০১৬ তারিখ থেকে।
কিন্তু মোবাইল ফোন কোম্পানিগুলো আজ শুক্রবার সকাল থেকেই গ্রাহকদের উপর বাড়তি সম্পূরক করের বোঝা চাপিয়ে দিয়েছেন। পুরো জুন মাস মোবাইল ফোন কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে যে কোটি কোটি টাকা সম্পূরক শুল্ক বাড়ানোর অযুহাতে তুলে নেবে, এটা সম্পূর্ণ অবৈধ। অথচ বাংলাদেশে এই প্রাকটিস বন্ধ করার কেউ নাই।
এর আগে সিগারেট কোম্পানিগুলো বাজেট দেওয়ার এক মাস আগে থেকে গ্রাহকদের পকেট কাটা শুরু করেছে। অথচ নতুন বাজেট কার্যকর হবে ১ জুলাই থেকে। আর বাজেটের সকল পরিবর্তন তখন থেকেই একজন ভোক্তার ভোগ করার কথা। এই যে বাজেট কার্যকর করার আগেই বাংলাদেশে বিভিন্ন পণ্যের নানান কিসিমের দাম বাড়িয়ে ভোক্তা অধিকার ক্ষুন্ন করার লাইসেন্স নিয়েছে একশ্রেণীর ব্যবসায়ীরা, এদের জন্য সরকারের আইন কোথায়? রাষ্ট্র কত কাল এসব অনিয়ম হজম করবে? নাকি নিজেদের দুঃশাসন মোকাবেলা করার জন্য কিছু ব্যবসায়ীদের এভাবে অবৈধ কার্যকলাপ করার অলিখিত অধিকার রাষ্ট্রই দিয়ে রেখেছে? নইলে এর কোনো সুরাহা হয় না কেন?
..........................
৩ জুন ২০১৬
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:১৭
রেজা ঘটক বলেছেন: আপনি তো মূল পয়েন্টই ধরতে পারেননি। কর বসানো বা না বসানো নিয়ে কথা বলিনি। বলেছি অনিয়ম নিয়ে। বাজেট কার্যকর হয় ১ জুলাই। কিন্তু ব্যবসায়ীরা জনগণের পকেট কাটা শুরু করে এক মাস আগে থেকে। এই অনিয়ম নিয়ে বলঅ হয়েছে। উদাহরণ হিসাবে মোবাইল ও সিগারেটের কথা বলা হয়েছে। বুঝতে পারছি আপনার চান্দির খবর!!
২| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:২৫
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: আমি মোবাইল কলরেটের উপর অতিরিক্ত কর আরোপ সমর্থন করি। পৃথিবীর অন্য যেকোনো দেশের তুলনায় আমাদের দেশে কলরেট কম। আর মানুষ সেচ্ছায় কর এড়াতে ঘুষ দেবে কিন্তু কর দেবে না। তাই যেখান থেকে আদায়ের উপায় আছে সেখানে নজর দেয়া দরকার আছে। আর এদেশের মানুষ এমনিতেই কথা বেশি বলে। আমার ক্ষতি নাই, আমার দুইটা মোবাইল সংযোগের বিলই অফিস পে করে।
আর সিগারেটের দাম সত্যিই আরও একমাস আগেই বেড়ে গেছে। আমি সিগারেটের উপর শুল্ক প্রত্যাহার চাই। সম্পূর্ণ প্রত্যাহার। তাহলেই আমার সরকারের কাছে আর কোনো দাবী দাওয়া নাই।
অফটপিকঃ আপনি একখানা ভোদাই এবং বিরক্তিকর ক্যাটাগরির ব্লগার। কিংবা কে জানে, অন্য কারো থেকে কপিপেস্ট মেরে এখানে পোস্টান নাকি। আপনি কারও পোস্টের মন্তব্যের উত্তর দেন না। এই মন্তব্য যদি আপনার গায়ে লাগে কিংবা নজরে পরে, তাহলেও একটা উত্তর দিয়েন ভায়া। নাহলে অন্তত এসে মুছে যাইয়েন। তাইলে অন্তত বুঝবো যে পোস্টের মন্তব্যগুলো আপনি পড়েন।
নাহলে পোস্টের শিরোনামের পাশে লিখে দিয়েন, এই পোস্টে মন্তব্যের দরকার নাই।
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:১১
রেজা ঘটক বলেছেন: জনাব বৈশাখের আমরণ নিদাঘ, আপনার ব্লগে লেখালেখির বয়স ও পরিচিতি দেখলাম পোস্ট করেছেন ২০টি, মন্তব্য করেছেন ২১৮টি, মন্তব্য পেয়েছেন ১২৫টি, ব্লগ লিখেছেন ২ মাস ৬ দিন, অনুসরণ করছেন ৮ জনকে আর আপনাকে অনুসরণ করছে ৫ জন!!
আয়নায় নিজের চেহারা দেইখেন। ব্লগে সবার মন্তব্য পড়ি। কিন্তু সময়ের অভাবে সবার মন্তব্যের জবাব দেয়া হয় না। তবে একান্ত প্রয়োজন হলে এবং সময় থাকলে জবাব দেই। আপনার সাথে প্যাচালেরও আমার সময় নাই, বুঝলেন তো ভাইয়া!
৩| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:২২
গেম চেঞ্জার বলেছেন: এইসব দেখার জন্য সরকারের সময় আছে? তারা জনগণের উন্নয়ন এবং মোসাদ/টোসাদ নিয়ে ব্যস্ত!!
যাইহোক, আপনার পোস্টে আমিও মন্তব্য করতে চাই না অন্যদের মত কারণ আপনি ব্লগে নিজের জ্ঞান জাহির করতে ব্যস্ত। আপনার ইতিহাসও টুকটাক জানা আছে অবশ্যই!!!!
৪| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:২৪
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: জ্বী রেজা ঘটক ভাই, আমি নিজেও জানি তা যে আমি আপনার তুলনায় নিতান্তই সামান্য, মুল্যহীন ব্লগার। কিন্তু তারপরেও ইচ্ছাকৃতভাবে এই ধৃষ্ঠতাপুর্ণ মন্তব্য করলাম। কারণ, সামান্য ব্লগার হিসেবে মন্তব্য করার পর যখন মন্তব্যের প্রতিউত্তর পাই না, তখন নিজেকে আরও সামান্য সামান্য মনে হয়। এই যে উত্তর দিলেন আপনার মুল্যবান সময় থেকে অল্প সময় বের করে, এখন নিজেকে ধন্য মনে হচ্ছে। কিন্তু এই আশাও করি এই নজরটা আরেকটূ বেশি দেবেন যাতে নিজেকে তুচ্ছ পতঙ্গ মনে না হয়।
আর ব্লগারের মন্তব্যের উত্তর করাকে আপনার যদি অপ্রয়োজনীয়ই মনে হয়, প্যাচালই মনে হয়, তাহলে পোস্টোই করবার দরকার কি? আপনার পোস্টে দুই মিনিট ধরে মন্তব্য করলাম, আর আপনি সামান্য ধন্যবাদ লিখবার জন্য ১০ সেকেন্ড বের করতে না পারলে মনে হয় যে মানুষ তো ফকিরের প্যাচালও কিছু সময় নিয়ে শোনে। আমাদের মত অধমদের জন্য হয়তো আপনি লিখেন না।
যাইহোক, শুভকামনা রইলো।
৫| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:৪০
প্রামানিক বলেছেন: যারা বাজেট করে তারাও চোখে দেখে না।
৬| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মঞ্জিল মোর্শেদ কোথায়? উনার এ ব্যপারে একটা রিট করা উচিত...
৭| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০০
সিনিয়ার মোফিজ বলেছেন: বাজেটে সবার উপোকার হয়। হামার ধানের দাম আর চাল আর দাম বাড়ে না কেন কেউ বোলতে পারেন |
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:১৯
মার্কোপলো বলেছেন:
এগুলো বাজেটের বিষয় নয়, টেলিফোনে বকবক কম করেন, সিগারেট খাওয়া ছেড়ে দেন; আমি বাংলাদেশে ভোদাই দেখছি ১ জন মাত্র।