নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের আজ ১৪৩তম মহাপ্রয়াণ দিবস। রবীন্দ্রনাথের বয়স যখন ১২ বছর তখন মাত্র ৪৯ বছর বয়সে কবি মারা যান। তিনি ছিলেন তাঁর সময়ের সবচেয়ে বেশি ভাষা জানা একজন আধুনিক বাঙালি। তিনি বারোটি ভাষা জানতেন। ইংরেজি ছাড়াও ল্যাটিন, গ্রিক, ফারসি, হিব্রু, তেলেগু, তামিল ইত্যাদি ভাষায় তিনি কথা বলতে পারতেন। ইংরেজি ছাড়াও তিনি ফারসি ও ইটালিয়ান ভাষায় কবিতা লিখতেন।
মাইকেল বিয়ে করেছিলেন দুটি। প্রথম স্ত্রী রেবেকা ম্যাকটাভিশ ছিলেন ব্রিটিশ মহিলা। রেবেকার গর্ভে কবি'র দুই পুত্র ও দুই কন্যার জন্ম হয়। কিন্তু প্রথম বিয়েটি টেকেনি। দ্বিতীয়বার তিনি বিয়ে করেন এক ফরাসি তরুণি হেনিরিয়েটা সোফিয়াকে। সোফিয়ার গর্ভে কবি'র এক ছেলে নেপোলিয়ান ও এক মেয়ে শর্মিষ্ঠা'র জন্ম হয়। আজকের বিখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ কবি'র বংশধর। লিয়েন্ডার পেজের মা জেনিফার পেজ হলেন মাইকেল দত্তনের মেয়ে। মাইকেল দত্তন সম্ভবত নেপোলিয়ন বা শর্মিষ্ঠা'র ছেলে।
মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো 'মেঘনাদবধ কাব্য', 'তিলোত্তমা সম্ভব', 'দি ক্যাপটিভ লেডি', 'ব্রজাঙ্গনা', 'বীরাঙ্গনা' 'রত্নাবলী', বঙ্গবাণী ইত্যাদি। উল্লেখযোগ্য নাটকগুলো হলো 'শর্মিষ্ঠা', 'কৃষ্ণকুমারী', 'পদ্মাবতী', 'সুলতানা রিজিয়া', 'রসালো স্বর্ণলতিকা' ইত্যাদি। আর দুটি প্রহসন হলো 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' ও 'একেই কি বলে সভ্যতা'। এছাড়া 'হেকটর বধ', 'ভিশনস অব দ্য পাস্ট', 'সনেট ও অন্যান্য কবিতা' গ্রন্থ উল্লেখযোগ্য। তিনি বাংলা সাহিত্যের আধুনিক কবিতার জনক, বাংলা নাটকের জনক, বাংলা প্রহসনের জনক। এছাড়া তিনি বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। ইংরেজ রোমান্টিক কবি লর্ড বায়রন কর্তৃক কবি দারুণভাবে প্রভাবিত ছিলেন। তবে তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি রামায়ণের উপাখ্যান অবলম্বনে অমিত্রাক্ষর ছন্দে রচিত 'মেঘনাদবধ কাব্য' নামক মহাকাব্য। বাংলা সাহিত্যে এখন পর্যন্ত কনটেন্ট ও স্টাইলে এটি শ্রেষ্ঠ মহাকাব্য।
২| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০
রেজা ঘটক বলেছেন: ১৯৫০ সালে মাইকেল মধুসূদন দত্তের উপর মধু বোস নির্মাণ করেছিলেন ছবি 'মাইকেল মধুসূদন'। এখানে সেই সিনেমা থেকেই উৎপল দত্তের ছবি নেওয়া হয়েছে। ছবিতে মাইকেলের চরিত্রে অভিনয় করেন উৎপল দত্ত, হেনরিয়েতা'র চরিত্রে অভিনয় করেন দেবযানী, রেবেকা'র চরিত্রে অভিনয় করেন মিরিয়াম স্টার্ক, মাইকেলের বাবা রাজনারায়ণ দত্তের চরিত্রে অভিনয় করেন অহিন্দ্র চৌধুরী, মাইকেলের মা জান্থবী দেবী'র চরিত্রে অভিনয় করেন মোনিলা দেবী, বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করেন অবিনাশ দাশ, গৌর বসাকের চরিত্রে অভিনয় করেন বাণীব্রত মুখোপাধ্যায় ও রঘু'র চরিত্রে অভিনয় করেন প্রীতি মজুমদার। মাইকেল ভক্তরা ব্যাপারটা ধরতে পারে কীনা দেখার জন্য ওই সিনেমা থেকে উৎপল দত্তের ছবিটি দিয়েছি এখানে।
৩| ৩০ শে জুন, ২০১৬ ভোর ৪:১৫
কালনী নদী বলেছেন: উনি ইংরেজি ছেড়ে বাংলাতে সাহিত্য রচনা করে খ্যাতিমান হন।
বর্তমান সময় হলে ইংরেজীকে হয়ত বেচে নিতে হত।
মৃত্যুর তারিখে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা সাথে লেখক-কে অসংখ্য ধন্যবাদ।
৪| ৩০ শে জুন, ২০১৬ সকাল ১১:২২
আরণ্যক রাখাল বলেছেন: আরিয়েত্তা।
হেনিরিয়েটা ডাকলে কবি রেগে যেতেন বলে জেনেছি
৫| ০১ লা জুলাই, ২০১৬ ভোর ৫:২৪
মাদিহা মৌ বলেছেন: সনেট প্রবর্তকের সম্পর্কে অনেক কিছুই জানা ছিল না।
ধন্যবাদ পোস্টের জন্য
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাইকেলের ১৪৩ তম মহাপ্রয়াণ দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী। লিয়ান্ডার পেজ মাইকেলের বংশোদ্ভূত, এটা আগে জানতাম না।
ধন্যবাদ ভাই রেজা ঘটক।