নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা।

rezaul827

প্রযুক্তি ভালোবাসি, টেকনোলজি আমার পেশা ও নেশা। নতুন কিছু শিখতে চাই, নতুন পৃথিবী গড়তে চাই।

rezaul827 › বিস্তারিত পোস্টঃ

র‍্যানসমওয়্যার (Ransomware) ম্যালওয়ার, আপনার যা করণীয় :

১৩ ই মে, ২০১৭ রাত ১০:১৩

বিশ্বের প্রায় ৯৯টি দেশে আক্রমণ করেছে মারাত্মক ভাই Ransomware আপনার পিসিও যেকোন সময় আক্রান্ত হতে পারে তাই এখনই সতর্ক হন। আপনার কম্পিউটার/ব্যবসা প্রতিষ্ঠানের সার্ভার ও ক্লায়েন্ট পিসিগুলোতে ভাইরাসটির আক্রমন ঠেকাতে সর্বপ্রথম আপনি পেনড্রাইভ/এক্সর্টানাল হার্ডডিস্ক বা সিডিতে প্রয়োজনীয় ফাইলের দ্রুত ব্যাকআপ নিন।

১। ইমেল, ওয়েবসাইট এবং সফটওয়ার/অ্যাপ্লিকেশনের প্রতি সন্দেহজন দৃস্টি দিন।
মানে- হ্যাকাররা আপনার পিসিতে আক্রমন চালাতে সর্বপ্রথম আপনাকে (Ransomware) র‍্যানসমওয়্যার আক্রান্ত একটি ফাইল ডাউনলোড অথবা ইমেইল ডাউনলোড অথবা আক্রান্ত ওয়েবসাইট ভিজিট করতে উদ্বুদ্ধ করবে।
#অপরিচিত কোন উৎস থেকে ইমেইল আসলে খুলবেন না বা কোন কিছু ডাউনলোড করবেন না।
#পাইরেসি কোন সফটওয়ার ব্যবহার করবেন না, কোন সফটওয়ারের অফিশিয়াল ওয়েবসাইট বা ভেরিফাই ওয়েবসাইট ছাড়া অন্য কোন উৎস থেকে সফটওয়ার আপনার পিসিতে ডাউনলোড বা ইন্সটল করবেন না।
#যেকোন ওয়েবসাইটে ভিজিট করবেন না কারণ ওয়েবসাইটটির অন্তরালে ট্রোজান থাকতে পারে আপনি ভিজিট করা মাত্র আপনার পিসিটি উক্ত ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে।
#কোন ওয়েবসাইটের চটকদার বিজ্ঞাপন, পর্ণেো (১৮+) বিজ্ঞাপনে ক্লিক করবেন না।
২। ভাল অ্যান্টিভাইরাস ক্রয় করে ব্যবহার করুন। (অবশ্যই বিনামুল্যেরটি নয় )
যখন আপনি কিছু ডাউনলোড করতে চান তখন অ্যান্টিভাইরাস সেই ফাইলটি চেক করে। আর এন্টিভাইরাস যদি Ransomware ডিটেক্ট করে, তাহলে ফাইলটি ডাউনলোড করা থেকে আপনাকে বিরত থাকার জন্য ম্যাসেজ দিবে অথবা Ransomware কে রিমুভ করে দিবে।
৩। আপডেট সফটওয়ার ইন্সটল করুন
আপনার পিসিতে ট্রাস্টেট ওয়েবসাইট থেকে নতুন সংস্করণ বা আপডেট সফটওয়ার ইন্সটল করুন।
৪। মুক্তিপণ পরিশোধ করবেন না
আপনার পিসি যদি Ransomware দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে কখনও মুক্তিপণ দিতে ফাইল উদ্ধার করার চেস্টা করবেন না। ইহাতে আপনার টাকা নস্ট হবে কিন্তু ফাইল ফেরত পাবেন না।
ফাইলগুলি Decrypt/রিকভারি করার জন্য কিছু প্রোগ্রাম আছে প্রয়োজনে সেগুলো ব্যবহার করুন।
অথবা যদি গুরুত্বপূর্ণ ফাইলগুলির ব্যাকআপে আপনার অন্য ডিভাইচে থাকে সেখান থেকে পুনরায় আপনি আপনার ফাইলগুলো রিকভার করুন।
#পোস্টটি দ্রুত অন্যদের মাঝে ছড়িয়ে দিন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ রাত ১০:৩৭

নাগরিক কবি বলেছেন: উপযোগী পোস্ট। ভাল হয়েছে।

২| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৫১

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

rezaul827 বলেছেন: টিউনটি নিজে তৈরী করেছি।

৩| ১৪ ই মে, ২০১৭ সকাল ৯:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.