![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এদিকে সেদিক ঘুরিয়ে নিয়ে আসলাম কিন্তু যেখান থেকে শুরু করেছিলাম সেটাই বলা হলো না।
সকাল সকাল বন্ধুর বাসায় নাস্তা শেষ করে চলে গেলাম মহানন্দার তীরে । সেখানে স্থানীয় আরেক বন্ধুকে নিয়ে আমাদের যাত্রা হবে।
সকালের হিমেল হাওয়ায় মহানন্দার তীরে দাড়িয়ে এর সৌন্দর্য্য উপভোগ করলাম। দাড়িয়ে দাড়িয়ে কিছু ছবি তুললাম।
নদীর তীরের অসংখ্য মানুষ নদীতে গোছল করছে , কাপড় পরিস্কার করছে , নদীর তীরে বসে গল্প করে সময় কাটাচ্ছে, কেউবা মাছ ধরছে ইত্যাদি।
দেখুন মহানন্দার তীরের দাড়িয়ে তুলা কিছু ছবি....................
মহানন্দা ব্রীজ ও নদী
কুয়াশার রেশ এখনো কাটেনি মহানন্দার তীরে
নদীর ওপারে
এক পিচ্চির মাছ ধরা দেখুন
ক্যামেরার লেন্সে ধরা পড়লো ছেলেটি
বরশি পেতে মাছের অপেক্ষায় বসে আছে......
অকেক্ষার প্রহর শেষ হচ্ছে না
বরশিতে ধরা পড়েছে........... লাফ দিয়ে দাড়িয়ে গেল ছেলেটি
বরশি টানছে সে......... মাছ কি পাওয়া যাবে?
হুম......... পাওয়া গেছে........ ছোট হলেও সেটাই তুলে নিচ্ছে সে
নারী পুরুষ নির্বিশেষে সকলে গোছল করছে বা কাজ করছে........ ছবি তুলতে দেখে বন্ধু আমার বললো ............ এই কিসের ছবি তুলছিস??????/
ব্রীজের উপরে আমরা চলছি ....... চলছে অন্যান্য যানবাহন
সেতুর উপর থেকে নদীর একাংশ
সেতু পাড় হয়ে ওপারে গেলেই মোড়ে দেখা যাবে স্মুতি স্তম্ভ
বিকালে শহরে ঢুকেই স্টেডিয়ামে ঘুরে আসলাম
বিকালের রোদ পড়ে গেছে, ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে মহানন্দার তীরে .......... এমন সময় আবার পৌছলাম সেখানে....... এরমক অনেকেই বরশি ফেলে বসে আসেন তীর ধরে..................
আমরা যখন গেলাম তখন মহানন্দার যৌবনে ভাটা পড়েছে ....... আবার যৌবন জেগে উঠবে যখন বর্ষা মওসুম আসবে .................
নদীর তীরে অসংখ্য মানুষ সময় কাটায়। তীরে দাড়ালে এমনিতেই মনটা ফুরফুরে হয়ে যায়। যতক্ষন ছিলাম ততক্ষন খুব ভাল লাগছিলো। ফিরে আসলাম টুকরো ভালালাগার স্মৃতি রেখে।
মহানন্দা নদী ভারত ও বাংলাদেশের একটি নদী। এর উৎপত্তিস্থল হিমালয় পর্বতের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অংশে। এখান থেকে পশ্চিমবঙ্গের উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে এটি বাংলাদেশে প্রবেশ করে। এর পর আবার পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রবেশ করে, ও পরে আবার বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা শহরের কাছে প্রবেশ করে পদ্মা নদীর সাথে মিলিত হয়। বৃষ্টির পানি এই নদীর প্রবাহের প্রধান উৎস। ফলে গরম কাল ও শীতকালে নদীর পানি কমে যায়, আর বর্ষা মৌসুমে নদীর দুই কুল ছাপিয়ে বন্যা হয়ে থাকে।
বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর অংশটির দৈর্ঘ্য ৩৬ কিমি।
চাপাই নবাবগঞ্জ:
অবস্থান
বাংলাদেশের মানচিত্রে চাঁপাইনবাবগঞ্জের অবস্থান সর্ব পশ্চিমে। পূর্বদিকে রাজশাহী ও নওগাঁ জেলা, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলা, পশ্চিমে পদ্মা নদী ও মালদহ জেলা এবং দক্ষিণে পদ্মা নদী ও মুর্শিদাবাদ জেলা (পশ্চিমবঙ্গ)। চাঁপাইনবাবগঞ্জ জেলা ২৪‘২২ `হতে ২৪‘৫৭ ` উত্তর অক্ষাংশে এবং ৮৭‘৫৫ ` হতে ৮৮‘২৩ ` পূর্ব দ্রাঘিমায় অবস্থিত।
ভূ-প্রকৃতি
ভূ-প্রকৃতি অনুসারে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে দুটো ভাগে বিভক্ত করা যায়। যথা ১. বরেন্দ্র অঞ্চল ও ২. দিয়াড় অঞ্চল।
1. বরেন্দ্র অঞ্চলঃ মহানন্দা নদীর পূর্ব দিকের এলাকা বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত। বরেন্দ্র ভূ-ভাগ বাংলাদেশ তথা উপমহাদেশের অন্যতম প্রাচীন এলাকা। বঙ্গীয় বদ্বীপ গঠনের প্রাথমিক পর্যায়ে বরেন্দ্র অঞ্চলের ভূমি গঠিত হয়েছে বলে ধারণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর উপজেলার কিছু অংশ এবং নাচোল উপজেলার সমগ্র অঞ্চল বরেন্দ্র এলাকার অন্তর্ভুক্ত। ধান বরেন্দ্র অঞ্চলের প্রধান উৎপাদিত ফসল।
2. দিয়াড় অঞ্চলঃ মহানন্দা নদী থেকে পশ্চিম দিকের এলাকা দিয়াড় নামে পরিচিত। গঙ্গা নদীর ক্রমাগত গতিপথ পরিবর্তনের ফলে এই অঞ্চল গড়ে উঠেছে। নদী গঠিত এই এলাকার ভূমি খুব উর্বর। এককালে এই এলাকা রেশম ও নীল উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। বর্তমানে জেলার অধিকাংশ আমবাগান দিয়াড় অঞ্চলে অবস্থিত।
নদনদী ও জলাভূমি
1. পদ্মা-গঙ্গা নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাশ দিয়ে পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করেছে। উজানে ফারাক্কা বাঁধ নির্মিত হওয়ার পর থেকে পদ্মায় পানি প্রবাহ কমতে থাকে এবং বিশাল চর জেগে উঠতে থাকে। বর্তমানে পদ্মা তার পূর্বেকার রূপটি হারিয়ে ফেললেও প্রতিবছর বর্ষাকালে সে প্রলয়ঙ্কারী রূপ ধারণ করে।
2. মহানন্দাঃ জেলার ভোলাহাট উপজেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মহানন্দা নদী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত।
3. পাগলাঃ ভারত থেকে আসা পাগলা নদী শিবগঞ্জ উপজেলার তত্তীপুরে মরাগঙ্গার সাথে মিলিত হয়ে কিছুদূর এগিয়ে মহানন্দায় পড়েছে।
4. পুনর্ভবাঃ দিনাজপুর থেকে নওগাঁ জেলা হয়ে পুনর্ভবা নদী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
5. বিল ও জলাভূমিঃ নদ-নদীর পাশাপাশি এ জেলায় রয়েছে বিলভাতিয়া, বিল চুড়ইল, বিল সিংড়া, বিল হোগলা, বিল পুটিমারি, বিল আনইল এবং বিল মরিচাদহ ও বিল কুমিরাদহ এর মত অসংখ্য বিল ও জলাভূমি।
জলবায়ু
চাঁপাইনবাবগঞ্জ জেলার জলবায়ু রুক্ষ ও চরমভাবাপন্ন। এখানকার সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় তাপমাত্রা যথাক্রমে ৪৪ ডিগ্রি সেলসিয়াস ও ৪ ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৮৬ সেন্টিমিটার।
চাপাই গেলে মহানন্দার তীরে যেতে ভুলবেন না ভুলবেন না আগের পোস্টে যে স্থান গুলো বিবরন দিয়েছি সেগুলোর কথা, আশা করি ভালো লাগবে........................
রাতে গাড়ীতে উঠার আগে কালাই রুটি খেলাম সাথে কি ছিলো তা মনে করতে পারছি না আর খেলাম চমৎকার এককাপ চা...........
যারা সকল পর্বে সাথে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ।
০২ রা মে, ২০১২ দুপুর ২:৪৬
আর.হক বলেছেন: সাথে ছিলেন ধন্যবাদ না দিয়ে কি পারি..............
২| ০২ রা মে, ২০১২ দুপুর ২:১৮
বড় বিলাই বলেছেন: ভালো। নদী বা সাগরের পাড়ে ভালোই লাগে বেড়াতে।
০২ রা মে, ২০১২ দুপুর ২:৪৯
আর.হক বলেছেন: মন ফুরফুরে হয়ে যায়......... চমৎকার অনুভুতি তৈরী হয়। আপনার সাথে দেখা যায় আমার মিল আছে
৩| ০২ রা মে, ২০১২ দুপুর ২:২২
অর্ফিয়াস বলেছেন: নদী আমার সব সময়ের পছন্দের। নদীবহুল শহর তাই আমার ভালো লাগে সবসময়। ধন্যবাদ আপনাকে।
০২ রা মে, ২০১২ দুপুর ২:৫০
আর.হক বলেছেন: নদীর পাড়েই সকল শহর বা বানিজ্যিক এলাকা তৈরী হয়েছিলো কিন্তু অযন্ত্র আর অবহেলায় অনেক নদীই তার যৌবন হারিয়েছে...........
৪| ০২ রা মে, ২০১২ দুপুর ২:৫০
পৌষ বলেছেন: ভাই পোস্টটা অনেক ভালো লেগেছে। এই নদীর তীরে আমার অনেক অনেক স্মৃতি লুকিয়ে আছে। যা বলে বুঝাতে পারবো না। যাক অনেক ++++++++++++++++++++++
০২ রা মে, ২০১২ দুপুর ২:৫৩
আর.হক বলেছেন: পৌষ মাসে আপনার দেশে আবার যেতে হবে......... মজাদার আম আর আম ........ সাথে মহানন্দার নির্মল হাওয়া............ সাথে থাকার জন্য লক্ষ কোটি ধণ্যবাদ।
৫| ০২ রা মে, ২০১২ বিকাল ৪:২২
কষ্ট - ১ বলেছেন: সাংঘাতিক সুন্দর
০২ রা মে, ২০১২ রাত ১১:৩২
আর.হক বলেছেন: সাংঘাতিক ভালো লাগলো আপনার সাংঘাতিক মন্তব্যে কারণে
৬| ০২ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:২৩
আহমাদ জাদীদ বলেছেন: বালকের কাছ ধরার ফটোকাহিনী বেশি ভাল লাগল......
০২ রা মে, ২০১২ রাত ১১:৩৩
আর.হক বলেছেন: বালকের মাঝ ধরার কাহিনীটা আমার নিজেরই ভালো লাগছিলো ..........
৭| ০২ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
ফারজুল আরেফিন বলেছেন: সুন্দর পোস্ট +++
০২ রা মে, ২০১২ রাত ১১:৩৪
আর.হক বলেছেন: তিনখান পিলাচ পেলুম ........... আনন্দিত হলুম
৮| ০২ রা মে, ২০১২ রাত ১০:২৭
রাতুল_শাহ বলেছেন: আমাদের প্রিয় চাঁপাই নবাবগঞ্জকে এভাবে সুন্দরভাবে তুলে ধরবার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
চাঁপাই নবাবগঞ্জের সকল মানুষের পক্ষ থেকে আবারও ধন্যবাদ।
০২ রা মে, ২০১২ রাত ১১:৩৬
আর.হক বলেছেন: আপনি এবার পিছনে পড়ে গেছেন.............. আপনার চাপাই নবাবগঞ্জ সত্যি ভালো লেগেছিলো বলেই এতোগুলো পোস্ট করলাম............... ভালবাসা নিবেন
৯| ০২ রা মে, ২০১২ রাত ১১:৩৫
লিঙ্কনহুসাইন বলেছেন: ওয়্যাও অসাধারণ
০২ রা মে, ২০১২ রাত ১১:৩৭
আর.হক বলেছেন: ওয়াও.................. কত চমৎকার মন্তব্য
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১২ দুপুর ১:২৯
গুল্ম বলেছেন: যাক, ধন্যবাদ তাইলে একটা পাইছি