![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোষিত সময়ের ৩ মাস আগেই আজ প্রথম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আকাশে SUST Robotics, Aeronautics & Interfacing R.G তৈরী মানুষবিহীন এয়ারক্রাফটের ম্যানুয়াল মুডে পরীক্ষামূলক সফল উড্ডয়ন সম্ভব হল । এটাতে এখনো ড্রোনের বৈশিষ্ট আসিনি। এটাকে এবার ড্রোনে রুপান্তরের পালা । তবে ড্রোনের জন্য যে DCC(Drone Control Center) সেটার সফটওয়্যারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে যেটা দেখতে অনেকটা ফাইটার জেটের ককপিটের মত । DCC এর সাথে বর্তমান এয়ারক্রাফ্টের ইন্টারফেসিং শেষ হলে সেটা স্বয়ংক্রিয় ভাবে এবং প্রয়োজনে DCC এর অপারেটরের সাহায্যে চালানো যাবে। যদিও কাজ শুরুর ২৭ দিনের মাধ্যেই উড়াতে এবং DCC এর সফটওয়্যার বানাতে সক্ষম হয় দলটি। এই প্রজেক্টের মোট ৩ জন কাজ করছেন। এরা হলেন দলনেতা শাবির পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র সৈয়দ রেজওয়ানুল হক নাবিল, একই বিভাগের ৪র্থ বর্ষের রবি কর্মকার এবং ২য় বর্ষের মারুফ হোসেন রাহাত। শীঘ্রই আমাদের দলে সফটওয়্যার ডেভেলপার হিসেবে সৈয়দ ওমর ফারুক তোয়াহা যোগ দিবেন। এই প্রজেক্টের তত্ত্বাবধানে আছেন প্রয়েসর ড: মু: জাফর ইকবাল স্যার।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৩
গোলক ধাঁধা বলেছেন: এটাকে এখনো ড্রোন বলা যায় না বা বলা উচিত ও না ।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৮
ফ্যাট পান্ডা বলেছেন: *ল বানাইসে এইডা।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮
ফিলিংস বলেছেন: গোলক ধাঁধা বলেছেন: এটাকে এখনো ড্রোন বলা যায় না বা বলা উচিত ও না ।
কেন বললে আ লীগের জয় হবে। যেটুকু বানাইছে সেটাই তো দেশের প্রথম। এটুকুর জন্য ধন্যবাদ দেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯
ফিলিংস বলেছেন: ডিজিটাল বাংলাদেশ-----------সাবাস বাংলাদেশ।