নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান করিম

রেজওয়ান করিম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে যেভাবে এলো ফার্টি ফার্ষ্ট নাইট

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

বারো মাসে তেরো পার্বণে অভ্যস্ত বাঙালি জাতি খুবই উৎসব প্রিয়। যে কারণে নিজস্ব উৎসব ছাড়াও অন্যের উৎসবেও রঙ ছড়াতে দ্বিধাবোধ করে না।

আকাশ সংস্কৃতির প্রভাব আর ভিন দেশে গিয়ে শিখে আসা; যেভাবেই হোক না, তা আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। আজ আমার লেখার মূল বিষয় থার্টি ফার্স্ট নাইট।
অনেক আগে ৯০ এর দশকে, দেখতাম বড়ভাইরা নিউ ইয়ার উপলক্ষ্যে একে অন্যকে কার্ড দিত। আর ৩১ ডিসেম্বর রাতে পিকনিক করত, জোড়ে জোড়ে গান বাজাতো। অর্থাৎ ধুমধাম করে পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নিতো। তখন থার্টি ফাস্ট নাইট বলে কিছু শোনা গেলেও কেউ কেউ ক্ষুদ্র আয়োজনে পালন করতে থাকে। ১৯৯৯ সালের ৩১ শে ডিসেম্বর রাতে থার্টি ফাস্ট নাইট উদযাপন করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাঁধন নামের একটি মেয়ে ১০/১২ জন মদ্যপ যুবক কর্তৃক শালীনতা হানীর শিকার হয়। বিভিন্ন পত্রিকায় খবরটি প্রকাশের পরে দেশজুড়ে পরিচিতি পায়।

আমাদের দেশের সাংস্কৃতিতে অভিভাবকদের নিয়ে উৎসবে (ঈদ, পয়লা বৈশাখ, জামাই ষষ্টি) অংশ নেয়ার রীতি থাকলেও, পশ্চিমা সাংস্কৃতিতে তা দেখা যায় না। বাবা-মা ছায়া থেকে মুক্ত তরুণ তরুনীরা নতুনত্বের স্বাদ নিতে গিয়ে জড়িয়ে পড়ে অপকর্মে।

বিভিন্ন দেশে আতশবাজি, লেজার শো, সুর ও সঙ্গীতের মূর্ছনায় নতুন বছরকে বরণ করা হলেও এখানে মদ পানের মাধ্যমে স্বাগত জানানোর একটি রীতির প্রচলন ঘটতে শুরু করেছে। ফলে বারবারই ঘটে অনাকাক্ষিত ঘটনা। ৯৯ সালের ঘটনার পুনারাবৃত্তি দেখা যায় আবার ২০১২ সালের ৩১ শে ডিসেম্বর। এরপর থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিবারই এ দিনে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করে। পুলিশী তল্লাসী, টহল বেড়ে যায়, বন্ধ রাখা হয় বার, ক্লাব।

খ্রিস্টপূর্ব ৪৬ সালে জুলিয়াস সিজার সর্বপ্রথম ইংরেজি নববর্ষ উৎসবের প্রচলন করলেও ১ জানুয়ারি পাকাপোক্তভাবে নববর্ষের দিন হিসেবে নির্দিষ্ট হয় ১৫৮২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তনের পর। প্রটেস্টান খ্রীষ্টানরা এর বিরোধীতা করলেও ক্যাথলিক এ ক্যালেন্ডারটি জনপ্রিয় পেতে থাকে। ধীরে ধীরে স্পেন, পর্তুগাল, লিথুনিয়াম, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম ও ইংল্যান্ডে ছড়িয়ে পড়তে থাকে। এরই ধারবাহিকতায় মধ্যপ্রাচ্য থেকে এশিয়া।

আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডার ও জুলিয়ান ক্যালেন্ডারে জানুয়ারির ১ তারিখ থেকে শুরু হয় নতুন বছর। তবে ইংরেজি নতুন বছর উদযাপনের ধারণাটি আসে খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দে। তখন মেসোপটেমিয় সভ্যতার (বর্তমান ইরাক) লোকেরা নতুন বছর উদযাপন শুরু করে। তারা তাদের নিজস্ব গণনা বছরের প্রথম দিন নববর্ষ উদযাপন করতো।

তবে রোমে নতুন বছর পালনের প্রচলন শুরু হয় খ্রিষ্টপূর্ব ১৫৩ সালে। পরে খ্রিষ্টপূর্ব ৪৬ অব্দে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষপঞ্জিকার প্রচলন করেন। যা জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত।

রোমে জুলিয়ান ক্যালেন্ডারের অন্তর্গত বছরের প্রথম দিনটি জানুস দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। জানুস হলেন প্রবেশপথ বা সূচনার দেবতা। তার নাম অনুসারেই বছরের প্রথম মাসের নাম জানুয়ারি নামকরণ করা হয়।

এতো গেলো যিশুর জন্মের আগের কথা। যিশুখ্রিষ্টের জন্মের পর তার জন্মের বছর গণনা করে ১৫৮২ সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি এই ক্যালেন্ডারের নতুন সংস্কার করেন। যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশেই কার্যত দিনপঞ্জি হিসেবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে নিউ ইয়ার পালন শুরু হয় ১৯ শতক থেকে। নতুন বছরের আগের দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর হচ্ছে নিউ ইয়ার ইভ। এদিন নতুন বছরের আগমনে বিশ্বের বিভিন্ন দেশে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

তথ্যসূত্র:
http://www.somewhereinblog.net/blog/sayedibnrahmat/29514721
http://www.onlinekhobor.com/sports/news/34101
http://blog.bdnews24.com/mamunurrashid/141232
http://bigganjatra.org/history-of-new-year/

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

ফুয়াদ আল আবীর বলেছেন: বুঝলুম...

২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: বাঙালি উৎসব প্রিয় , সেটাই আসল কথা

৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

Sajjad Hosen বলেছেন: হুম সবে বুঝলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.