নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান করিম

রেজওয়ান করিম › বিস্তারিত পোস্টঃ

ঘুড়ে দেখি ঢাকাঃ-৭: চিড়িয়াখানা দর্শন ০১

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০৯

ঢাকায় ঘুরে দেখার মত অনেক জায়গাই আছে। কিন্তু জ্যাম আর লোকসংখ্যার কারনে তিলোত্তমা ঢাকার রূপটা ঢাকা পড়ে যান্ত্রিকতায়। ভাবিছি আজ আর কাল ব্লগারদের চিড়িয়াখানা দেখাবো। চলুন কথা না বলে ঢুকে পড়ি.........।


শহরের বিভিন্ন স্থান থেকে এখানে আসা যায় অনেক মাধ্যমেই। চিনতে কোন সমস্যা হবে না লোকজন হাত উচিয়ে দেখিয়ে দেবে

তবে হকার আর বিভিন্ন ব্যানার পেরিয়েগেট খুজতে চোখ একটু এদিক ওদিক ঘোরাতে হবে। আশেপাশের মানুষ ভাবতে পারে আপনি প্রিয়জনকে খুঁজছেন।

টিকিট কেটে ভিতরে ঢুকলেই অন্য পরিবেশ

কান ঝালাপালা করা মানুষ আর গাড়ীর শব্দের বিপরীতে প্রাকৃতিক বাতাস, পাখির কিচির মিচির আর স্বাগত জানানো বানরগুলো কেচকেচ।

রয়েছে শিম্পাঞ্জি ও উল্লুক

বাদরের বাদরামি দেখে বেশ খানিকটা সময় পার করে দেয়া যায়। কিন্তু না সন্ধ্যে নামার আগেই ফিরতে হবে। তাই একটু অন্যদিকে যাই।

এর নাম কালেম পাখি। ছোট্ট একটু ভিডিও করেছি


বিপন্ন শকুন। বন্দী দশায় খাবার সংকটতো রয়েছেই। আরো আছে মানুষের অত্যাচার। ঐ যে ওপরে সেভেন আপের বোতল ছুড়ে মারার নিদর্শন।

এইটাতো আমার উপর লাফায় পড়তে লাগছিল। তারপর মুখ ঘুড়িয়ে ছিল

ভোদর মাছ খায়....। কিভাবে চলুন ভিডিও দেখি


অনেক খাঁচায় ফাকা

তার ভিতরে মুমুর্ষ এক কুমির

চঞ্চল গিনিপিগ

টরিয়র কুকুরের দুর্দশা

নেপালী গরু


গন্ডার

আর বিশাল দেহ নিয়ে জলহস্তির দাপাদাপি


ওরিক্স
সামহোয়ারইনব্লগ ছবি আপলোড নিচ্ছে না। আরো কিছু শেয়ার করার ইচ্ছা ছিল। কাল আবার দেখা হবে..............

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:১২

মাহবুবুল আজাদ বলেছেন: ৯/১০ বছর আগে গিয়েছিলাম, আপনার মাধ্যমে আবার দেখা হল হা হা :)
যদিও আমার বাসা চিড়িয়াখানা রোডে।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৩৪

রেজওয়ান করিম বলেছেন: আমিও কাছেই থাকি তবে সময়ের অভাবে যাওয়া হয় না :)

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: অনেক দিন হলো চিড়িয়া খানায় যাওয়া হয় না। ছবি ভাল লাগল। ধন্যবাদ

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৩৪

রেজওয়ান করিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সর্বশেষ ১৯৯১ সালে একবার গিয়েছিলাম মনে হলো।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৩৪

রেজওয়ান করিম বলেছেন: পুরোনো স্মৃতি

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৩৭

আমিই মিসির আলী বলেছেন: ভালো লাগলো অনেক।
ছোট বেলায় গিয়েছিলাম। আর যাওয়া হয় নাই ঐ খানে।
পুরান দৃশ্য গুলো চোখের সামনে ভেসে উঠছে।

অনেক ধন্যবাদ।
+

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৪৭

রেজওয়ান করিম বলেছেন: তখনকার চেয়ে এখন নিশ্চয় আলাদা। এখন প্রাণী সংকট পাশাপাশি খাদ্য সংকট

৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবশেষে ২০১০ গিয়েছিলাম।ভাল লাগল আপনার ছবিব্লগ।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:২৯

রেজওয়ান করিম বলেছেন: B-)

৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

আমিও কিছুদিন আগে ঘুরে এসেছিলাম। আমার ব্লগে একটি ছবি ব্লগ আছে। !:#P

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

রেজওয়ান করিম বলেছেন: তাই দেখছি

৭| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২১

কাবিল বলেছেন: সর্বশেষ ১৯৯৭ সালে একবার গিয়েছিলাম।
পাইথন নামে অজগর সাপটা আমার খুব পছন্দ হয়েছিল।
সেটা কি আছে?


শেয়ার করায় আপনাকে ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

রেজওয়ান করিম বলেছেন: হুম আছে

৮| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবি আপলোড না নেয়ার কোন কারন আমাদের সিস্টেম থেকে নেই। আপনি যদি কোন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, অনুগ্রহ করে সেই ব্যাপারে আমাদেরকে সুনির্দিষ্ট করে জানান।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

রেজওয়ান করিম বলেছেন: সুনির্দিষ্ট কারণ আমারও জানা নেই। কিন্তু আপলোড করতে গিয়ে আর হচ্ছিল না। পরে আবার দিতে গেলেও একই সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.