নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৯

প্রতিটি শব্দের নিজস্ব অপেক্ষা আছে,
কেউ কেউ হাজার বছর নিয়ে অপেক্ষায়
কাঙ্খিত কোন কলমের নিব বেয়ে বেড়িয়ে আসার;
আবার কেউ এখনো ভ্রূণাবস্থায় অপেক্ষমান।
এ শব্দগুলো ঠিক যেন কোথায় আছে,
আমাদের কথাগুলো,
ভাবনা গুলো,
চিন্তা গুলো,
কোথাও যেন।
কেউ আগে-ভাগে ছুয়ে নেয় তাদের,
কেউ আরো পরে।
তবুও কথা গুলো তো আছে,
শব্দগুলো,
যা বলতে চাই,
আমাদের চারপাশে।
যারা অবিরাম ছুঁয়ে ছুঁয়ে নিচ্ছে তাদের,
অবিরাম বলে যাচ্ছে নিত্য-নূতন কথাগুলো,
আমাদের চারপাশেইতো আছে-
কথা গুলো,
শব্দ গুলো,
ভাবনা গুলো,
দেখছিনা কেবল।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৬

তারেক_মাহমুদ বলেছেন: সঠিক শব্দগুলো সবাই খুজে পায় না।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: কেউ কেউ তো পাচ্ছে।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: ভালো।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

তারেক_মাহমুদ বলেছেন: অবশ্যই কেউ কেউ খুজে পাচ্ছে, না হলে এত কবিতা ছড়া প্রবন্ধ আমার কোথায় পেতাম বলেন?

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ঠিক তাই। কেউ গল্প খুঁজে পাচ্ছে, কেউ পাচ্ছেনা, কেউ আবার একটু দেরীতে পাচ্ছে।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার অদৃশ্য কোথায় যে গেলেন? তার লেখা কবিতা পড়া হয়না অনেক দিন । #:-S

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: লিংক আছে ওনার?

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.