নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

অযৌন

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২২

এই যে আমি.....
শঙ্খচিলদের মত হাজারো বায়না ধরি,
অযৌন ইচ্ছা নিয়ে তোমার পাশে বসি,
টুংটাং-নিক্কন-টিক্কন তারপর হাওয়ায় মিলিয়ে ফেলি
তোমার ফিক করে হেসে উঠার অজস্র অজানা কারন।
তারপরেও আমি চুপচাপ তোমার পাশে বসে থাকি,
বসে থাকি, মনোযোগী ছাত্রের মত অযৌন আলাপ করি,
হাত ধরার চেষ্টা করিনা বরং তাকিয়ে থাকি
তোমার দিকে, অপার ঈর্ষাবোধ নিয়ে।

চাইলেই

তোমার

হাত

ধরা যায়না আজ।

দূরত্ব সবসময়ই অযৌন ছিলো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

রানার ব্লগ বলেছেন: যৌনতা কিন্তু ভালবাসার জন্য অস্বাস্থ্যকর নয়। ভালবাসুন সর্বস্য দিয়ে।

কবিতার ভাব ভালো লেগেছে।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: দূরত্ব সবসময়ই অযৌন মনে হয়।

ধন্যবাদ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: একদিন এই অযৌন দূরত্ব ঘুচবে

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: হা হা হা। আশা রাখি।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

কৃষ্ণ কমল দাস বলেছেন: অযৌন দুরত্ব একসময় বিরক্তির কারন হয়ে যায়। যৌনতা প্রকাশ করতে পারা একটা বিশেষ গুন যা সাবার মধ্যে থাকে না।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: সম্ভবত।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

আকতার আর হোসাইন বলেছেন: অযৌন থাকায় শ্রেয় বলে আমি মনে করি।
আর প্রয়োজনের সময় ঠিকই আপনার যৌন জেগে উঠবে।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: পরিবর্তনশীল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.