নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

আজ দিনটি শুক্কুর

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

ভূলে যেতেই পারো: আজ দিনটি শুক্কুর
অযথা অলস সময়ে বিচ্ছিরি দুপুর বেলা।
কি হয় যেন ঘুন পোকাদের ছুটির দিনে-
বিকেল বেলার এক কাপ প্রেমহীন চা
অথবা দিনান্তে সূ্র্য ডুবে গেলে বাড়ি না ফেরা।
"এই পথ যদি না শেষ হয়" অনেক দিনের না শোনা একটি গান-
মাঝে মাঝে খুব করে মনে হয় বিকেল বেলাটা অনেক দূর,
হুট-হাট পথটা শেষ হয়ে গেলেই পারতো আজ
ক্রমশ দূরে সরে যাও- বিকেল থেকে দুপুর, তারও থেকে সকাল।
হিসেবটা কেমন যেন অগোছালো হয়ে যায়:
জমিয়ে রাখা এক টুকরো মৃত মেঘের বৃষ্টিতে ভিজে যাওয়া বিকেল,
প্রেমহীন এক কাপ চায়ে ফুক দেবার সাথে সাথে আৎকে উঠা একজোড়া ঠোঁট,
বারান্দার রোদ্দুরে মাড় দেয়া পুরোনো শাড়ি,
গোলমিলে হিসেবটা পড়ে থাকে ডায়েরীতে।
মাস্তুলে পড়ে থাকা মৃত জোনাকি পোকার এক টুকরো আলোকে বলে দাও:
আজ দিনটি শুক্কুর, হিসেব গোলমিলে হয়ে যাবার দিন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

পাজী-পোলা বলেছেন: আজ দিনটি শুক্কুর, হিসেব গোলমিলে হয়ে যাবার দিন।
ভালো লাগলো।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.