নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

পিছুটান

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

অসমাপ্ত রাত গুলো বুঝি এমনই হয়,
অসম্পর্কের জোরে হাই তোলে পরকাল।
এক ধাপ মৃত্যুর পথে এগোলে ঠাই দেয় সভ্যতা
বাদ বাকি পিছুটান পিঠে চাকু দিয়ে বলে পথ হাটা সবে শুরু।

ঘুম ঘুম চোখ বলছে বয়সটা বাড়ছে,
অথচ যাদের চোখে ঘুমের ছিটে ফোটাও নেই-
তাদের কেউ কেউ বলছে মৃত্যু বলতে আসলে কিছু নেই।
অথচ আমি মৃত্যুর ডাক শুনি আতশবাজির মায়াকান্নায়।

আমার হিসেবটা গোলমিলে হয়ে যায়-
দূরের ফানুশে মুখ লুকিয়ে আমায় ডেকে যায় ঈশ্বর।
উৎসবের আমেজে সাদা কাফনের রঙ আমার চোখে ভাসে,
আমি একটু একটু করে পাড়ি জমাই পরকালে।

আমার পিঠে পিছুটানের ধারালো চাকু গোজা,
সোনালী রক্তে হিম হয়ে আছে আমার কাফনের অর্ধেক।
একটু মাত্র আযানের শব্দ মনে করিয়ে দিলো:
একটি সত্য মৃত্যুর বাস্তব উপাখ্যান এখনো অপরিচিত এ শহরে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.